প্রথম বক্তৃতার পর রাজনীতি থেকে সোশ্যাল মিডিয়া- সর্বত্র তাঁকে নিয়েই আলোচনা হয়েছে। দীর্ঘ বক্তৃতায় কেন্দ্রীয় সরকারকে ফ্যাসিবাদী হিসেবে তুলে ধরতে ঊর্দু কবিতা ব্যবহার করে মন জয় করেছিলেন। এবার ফের একবার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এবার বিষয়, আধার কার্ডের নিরাপত্তা ও গোপনীয়তা।
আধার আইন (সংশোধনী) নিয়ে লোকসভার আলোচনার সময় তৃণমূল সাংসদ বলেন, ‘বেসরকারি সংস্থাকে আমি আমার বায়োমেট্রিক তথ্য ব্যবহার করতে দিচ্ছি। আপনারা বলছেন, আধারের ইকো-সিস্টেম ভেঙে পড়লে, উপযুক্ত ব্যবস্থা নেওয়া যাবে। তবে আমি তো জানি না কী সেই ব্যবস্থা। কোনওদিনও তা স্পষ্ট করে জানানো পর্যন্ত হয়নি।’
দেশে কোনও তথ্য নিরাপত্তা আইন নেই বলেও সরব হন কৃষ্ণনগরের সাংসদ। বলেন, ‘আজকের দিনে সঠিক নিরাপত্তা ও গোপনীয়তা নেই। কোনও তথ্য নিরাপত্তা আইনই নেই। এই ধরনের আইনের অভাবের মধ্যেই আপনি (সরকার) আমাকে ব্যক্তিগত তথ্য বেসরকারি সংস্থাকে জানাতে বলছেন?’
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের তরফে আশ্বাস মিললেও বায়োমেট্রিক জালিয়াতির মাধ্যমে তথ্য হাতানো ও অ্যাকাউন্ট থেকে টাকা উধাওয়ের মতো ঘটনার অভিযোগ একাধিকবার প্রকাশ্যে এসেছে।
১১ অগস্ট গরুপাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। আরো পড়ুন
গরুপাচার মামলায় সিবিআইয়ের দশম তলব এড়ালেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আরো পড়ুন
সোমবার কলকাতা গেলেও সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে যাননি অনুব্রত (কেষ্ট) মণ্ডল। আরো পড়ুন
টাকা তাঁর নয়। মঙ্গলবার এমনই দাবি করলেন অর্পিতা মুখোপাধ্যায়। আরো পড়ুন
রাজ্য মন্ত্রিসভায় রদবদল। একথা নিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। আরো পড়ুন