প্রথম বক্তৃতার পর রাজনীতি থেকে সোশ্যাল মিডিয়া- সর্বত্র তাঁকে নিয়েই আলোচনা হয়েছে। দীর্ঘ বক্তৃতায় কেন্দ্রীয় সরকারকে ফ্যাসিবাদী হিসেবে তুলে ধরতে ঊর্দু কবিতা ব্যবহার করে মন জয় করেছিলেন। এবার ফের একবার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এবার বিষয়, আধার কার্ডের নিরাপত্তা ও গোপনীয়তা।
আধার আইন (সংশোধনী) নিয়ে লোকসভার আলোচনার সময় তৃণমূল সাংসদ বলেন, ‘বেসরকারি সংস্থাকে আমি আমার বায়োমেট্রিক তথ্য ব্যবহার করতে দিচ্ছি। আপনারা বলছেন, আধারের ইকো-সিস্টেম ভেঙে পড়লে, উপযুক্ত ব্যবস্থা নেওয়া যাবে। তবে আমি তো জানি না কী সেই ব্যবস্থা। কোনওদিনও তা স্পষ্ট করে জানানো পর্যন্ত হয়নি।’
দেশে কোনও তথ্য নিরাপত্তা আইন নেই বলেও সরব হন কৃষ্ণনগরের সাংসদ। বলেন, ‘আজকের দিনে সঠিক নিরাপত্তা ও গোপনীয়তা নেই। কোনও তথ্য নিরাপত্তা আইনই নেই। এই ধরনের আইনের অভাবের মধ্যেই আপনি (সরকার) আমাকে ব্যক্তিগত তথ্য বেসরকারি সংস্থাকে জানাতে বলছেন?’
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের তরফে আশ্বাস মিললেও বায়োমেট্রিক জালিয়াতির মাধ্যমে তথ্য হাতানো ও অ্যাকাউন্ট থেকে টাকা উধাওয়ের মতো ঘটনার অভিযোগ একাধিকবার প্রকাশ্যে এসেছে।
নিজাম প্যালেসের সিবিআই দফতরে পৌঁছছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
মাধ্যমিকের ফলপ্রকাশ। পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। আরো পড়ুন
অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিলের পর ববিতা সরকারের চাকরিও বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেব না। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে মারধর করে খুনের ঘটনায় উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের জেলার ময়নার বাকচা। আরো পড়ুন
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ সংক্রান্ত মামলা সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আরো পড়ুন
জেলে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায়ের আঙুল ফোলা ছিল। আরো পড়ুন
বিজেপিতে ফিরতে দিল্লিতে গিয়ে হত্যে দিয়ে পড়ে আছেন মুকুল রায়। আরো পড়ুন