সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতও দাবিদার সুপারকোপার ম্যাচ আয়োজনের জন্য।
স্পেনের বিখ্যাত ক্রীড়া দৈনিক মার্কা লিখেছে, ভারতের দাবি বিচার-বিবেচনা করছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। আগামী বছরের জানুয়ারিতে এই চার টিমের সুপারকোপা হবে। এই সুপারকোপাতে থাকবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ ও বালেন্সিয়ার মতো টিম। ফলে লিওনেল মেসি, আন্তনিও গ্রিয়াজমান, সের্খেই রামোসের মতো তারকাদের খেলা দেখতে পারবেন দর্শকরা।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন আগেই ঠিক করেছিল, স্পেনের বাইরে এই টুর্নামেন্টের জন্য বিড করা হবে। সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি জোরালো। কিন্তু ভারতের দাবি ফেলে দেওয়ার মতো নয়। কারণ স্পেনের বহু ফুটবলার এখন ভারতে খেলছেন। ভারতের বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে স্পেনের ক্লাবের চুক্তি রয়েছে। তারপরে ২০১৭ সালে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ সফলভাবে আয়োজন করেছে ভারত।
গত কয়েকবছরের মধ্যে রবের্তো পিরেস, আলেসান্দ্রো দেল পিয়েরো, রবার্তো কার্লোসের মতো কিংবদন্তিরা খেলেছেন ভারতে। সেখানকার নয়া লিগে। স্প্যানিশ কাগজে ভারতের দাবির সপক্ষে লিখেছে, আর্জেন্তিনা ও ভেনেজুয়েলার মধ্যে আন্তর্জাতিক ফুটবলও ভারতে আয়োজন হয়েছে। যে ম্যাচে খেলেছেন মেসিও।
আগামী এক মাসের মধ্যে ঠিক হয়ে যাবে, সুপারকোপার দায়িত্ব কোন দেশ পাবে। এখন দেখার, ভারতের কপালে শিকে ছেঁড়ে কিনা।
হাতে আর তিন মাসও সময় বাকি নেই। আরো পড়ুন
ভারোত্তোলনে অল্পের জন্য সোনা জিততে পারেননি সঙ্কেত সরগর। আরো পড়ুন
বাংলার প্রথম মহিলা সাইক্লিস্ট হয়ে কমনওয়েলথ গেমসে অভিষেক স্মরণীয় হল না ত্রিয়াশা পালের। আরো পড়ুন
লিয়েন্ডার পেজকে সম্মান দিতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। আরো পড়ুন
শুক্রবার ভোরে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছেন নীরজ চোপড়া। আরো পড়ুন
১৪ বছর হয়ে গেল তিনি খেলা ছেড়ে শিক্ষক। সেই শিক্ষক পুল্লেলা গোপীচন্দের আর একটু উত্তরণ হল। আরো পড়ুন
ইংল্যান্ডের বিরুদ্ধেও ব্যর্থ বিরাট কোহলী। পঞ্চম টেস্টের দু’ইনিংস মিলিয়ে ৩১, দু’টি টি-টোয়েন্টি ম্যাচে ১২, দু’টি এক দিনের ম্যাচে ৩৩ রান করেছেন তিনি। আরো পড়ুন
কমনওয়েলথ গেমসের আগে নিজেকে তৈরি করে নেওয়ার অভিযানের প্রথম ধাপে সফল হলেন পি ভি সিন্ধু। আরো পড়ুন