সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতও দাবিদার সুপারকোপার ম্যাচ আয়োজনের জন্য।
স্পেনের বিখ্যাত ক্রীড়া দৈনিক মার্কা লিখেছে, ভারতের দাবি বিচার-বিবেচনা করছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। আগামী বছরের জানুয়ারিতে এই চার টিমের সুপারকোপা হবে। এই সুপারকোপাতে থাকবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ ও বালেন্সিয়ার মতো টিম। ফলে লিওনেল মেসি, আন্তনিও গ্রিয়াজমান, সের্খেই রামোসের মতো তারকাদের খেলা দেখতে পারবেন দর্শকরা।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন আগেই ঠিক করেছিল, স্পেনের বাইরে এই টুর্নামেন্টের জন্য বিড করা হবে। সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি জোরালো। কিন্তু ভারতের দাবি ফেলে দেওয়ার মতো নয়। কারণ স্পেনের বহু ফুটবলার এখন ভারতে খেলছেন। ভারতের বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে স্পেনের ক্লাবের চুক্তি রয়েছে। তারপরে ২০১৭ সালে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ সফলভাবে আয়োজন করেছে ভারত।
গত কয়েকবছরের মধ্যে রবের্তো পিরেস, আলেসান্দ্রো দেল পিয়েরো, রবার্তো কার্লোসের মতো কিংবদন্তিরা খেলেছেন ভারতে। সেখানকার নয়া লিগে। স্প্যানিশ কাগজে ভারতের দাবির সপক্ষে লিখেছে, আর্জেন্তিনা ও ভেনেজুয়েলার মধ্যে আন্তর্জাতিক ফুটবলও ভারতে আয়োজন হয়েছে। যে ম্যাচে খেলেছেন মেসিও।
আগামী এক মাসের মধ্যে ঠিক হয়ে যাবে, সুপারকোপার দায়িত্ব কোন দেশ পাবে। এখন দেখার, ভারতের কপালে শিকে ছেঁড়ে কিনা।
মঙ্গলবার বিশ্বকাপের সম্ভাব্য দিন জানা গিয়েছে। আরো পড়ুন
আইএসএল জয়ী মোহনবাগান দলকে সংবর্ধনা জানাতে বাগান তাঁবুতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বাকি দুই টেস্টে তাঁর খেলার কথা ছিল। আরো পড়ুন
এক জন প্রথম খেলোয়াড় হিসাবে টেনিসে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। আরো পড়ুন
প্রয়াত তুলসীদাস বলরাম। ভারতের প্রাক্তন এই ফুটবলারের বয়স হয়েছিল ৮৬ বছর। আরো পড়ুন
দলে ছিলেন না লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে। আরো পড়ুন
দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে রোহিত শর্মা। আরো পড়ুন
তাঁর ব্যাটের উপর ভর করেই, গতবার বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) জিতেছিল টিম ইন্ডিয়া (Team India)। আরো পড়ুন
রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা। গত বার এখান থেকেই বিদায় নিতে হয়েছিল মনোজ তিওয়ারিদের। আরো পড়ুন
শ্রীলঙ্কার পরে নিউজিল্যান্ডকেও চুনকাম করে এক দিনের সিরিজ জিতেছে ভারত। আরো পড়ুন