৪৮ ঘণ্টার মধ্যে হাওড়ার বালির জেটিয়া ঘাটে ব্যাগ থেকে উদ্ধার তরুণীর কাটা মাথা ও দেহাংশের ঘটনার কিনারা করল পুলিশ। ঘটনায় গ্রেফতার খুন হওয়া তরুণীর স্বামী হাওড়া শিবপুরের বাসিন্দা উপেন্দ্র রজক সহ তিন। পরকীয়ার জেরে নৃশংস খুন প্রথমিক তদন্তে ধৃতদের জিজ্ঞাসাদাব করে জানতে পেড়েছে পুলিশ। খুন হওয়া তরুণীর নাম সোনি রজক। উপেন্দ্র স্থানীয় দুই সুপারি কিলার দিলবর খান ও সাকিল-কে স্ত্রী সোনি রজক-কে খুনের জন্য সুপারি দেয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেড়েছে মোট ৩০ হাজার টাকার সুপারি দেওয়া হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, মাথা ও দেহাংশ উদ্ধারের আগের দিন রাতে জেটিয়া ঘাটে একটি রাক্সায় করে আসে তিন জন। সঙ্গে ছিল উদ্ধার হওয়া মাথা, দেহাংশ ও ধারালো অস্ত্র ভরা ট্রাভেল ব্যাগেটি। তারাই তা গঙ্গায় ফেলে দেয়। ঘাট সংলগ্ন ডাঃ এএন পাল লেনের ওই এলাকায় কোনও সিসি ক্যামেরা না থাকলেও বালিখাল মোড়ের ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে একটি ট্যাক্সির সূত্র পায় পুলিশ। ধৃতরা ট্যাক্সি করে এসে জিটি রোডে নামে। তারপর সেখান থেকে রিক্সায় করে যায় গঙ্গার ঘাটে। রিস্কা চালককেও ডিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। ট্যাক্সির নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করে বালি থানার তদন্তকারী দল। সেই মত শুক্রবার রাতে ট্যাক্সিটির প্রথম সন্ধান পায়। সেই ট্যাক্সির চালককে জিজ্ঞাসাবাদ করেই জানতে পারে অভিযুক্তের সূত্র। তারপরই মৃতার স্বামী ও তার দুই সঙ্গী সুপারি কিলারকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেড়েছে, দীর্ঘদিন ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ওই দম্পতির মধ্যে অশান্তি চলছিল। যদিও প্রতিবেশীদের দাবি স্বামীস্ত্রীর মধ্যে যে অশান্তি চলছিল তার কোনও আভাস তারা কখনও পাননি। যদিও অশান্তি চরম পর্যায়ে পৌঁছাতেই উপেন্দ্র রজক দুই সুপারি কিলারের সাহায্য নিয়ে প্রথমে খুন করে স্ত্রী সোনি রজক-কে। তারপর দেহ টুকরো টুকরো করে একটি ব্যাগে ভরে। ঘটনার সেই রাতেই একটি ট্যাক্সি ডেকে তারা সরাসরি চলে আসে বালিতে। সেখান থেকে একটি রিক্সায় করে যায় জেটিয়া ঘাটে। এরপরই দুই কিলারের সাহায্যে মাথা সহ দেহাংশ ভরা ব্যাগ গঙ্গায় ফেলে দেয়।
মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস থেকে গণ টোকাটুকির অভিযোগ উঠেছে অনেক বারই। আরো পড়ুন
পাঁচ দিনের মিনি শীতের স্পেল শুরু হয়ে গেল বৃহস্পতিবার থেকে। আরো পড়ুন
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন
শুক্র, শনি, রবি, সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আরো পড়ুন
রাস্তায় স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে সোজা পুলিশের কাছে গিয়ে ধরা দিলেন স্বামী। আরো পড়ুন