অর্ধেক কলকাতাতেই জল পৌঁছায় গার্ডেনরিচের জলপ্রকল্প থেকে। কলকাতা পুরসভার হিসেব বলছে, রোজ এই জলপ্রকল্প থেকে ১৮৭ মিলিয়ন গ্যালন জল যায় দক্ষিণ ও মধ্য কলকাতার বিস্তীর্ণ অংশে। অথচ সেই গার্ডেনরিচ ও লাগোয়া মেটিয়াবুরুজ, মুদিয়ালি, রামনগর এলাকায় বছরভরই জলকষ্ট! শনিবার ছিল ওই এলাকার কাউন্সিলরদের সঙ্গে ১৫ নম্বর বরো অফিসে মেয়রের পৌর প্রশাসনিক বৈঠক। পুরসভা সূত্রের খবর, ওই বৈঠকেই কাউন্সিলররা এলাকার পানীয় জলের সমস্যার কথা তুলে ধরেন মেয়র ফিরহাদ হাকিমের কাছে। মেয়র জানান, সমস্যার সমাধানে গার্ডেনরিচ জলপ্রকল্পের ক্ষমতা বাড়ানো হচ্ছে। কিন্তু জল অপচয়ও বড় সমস্যা। সেই জল সমস্যা মেটাতে পুরসভা যেমন চেষ্টা করেছে, তেমনই কাউন্সিলরদেরও এই ব্যাপারে মেয়র আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন।
শহরের অন্য বহু এলাকার মতো গার্ডেনরিচেও পানীয় জলের যে সব কল রয়েছে, সেগুলি সারাক্ষণ খোলা থাকে। যা জল অপচয়ের বড় কারণ। পুরসভা সূত্রের খবর, এ দিনের বৈঠকে সেই প্রসঙ্গ তোলেন ১৫ নম্বর বরোর একাধিক কাউন্সিলর। যা শুনে মেয়র বলেন, জল অপচয় বন্ধ করা শুধু পুরসভার দায়িত্ব হতে পারে না। এই ব্যাপারে আমজনতাকে সচেতন করার পাশাপাশি কোনও কলের মুখ খোলা থাকলে সেটা বন্ধে কাউন্সিলরদেরও দায়িত্ব নিতে হবে। আগামী দু’দিনের মধ্যে ১৫ নম্বর বরোয় যে সব কলের মুখ খোলা আছে ও পাইপলাইনে ফাটল আছে, তা মেরামতির নির্দেশ এদিনের বৈঠক থেকেই জল সরবরাহ বিভাগের কর্তাদের দিয়েছেন মেয়র।
সন্তোষপুর স্টেশন থেকে সফি কাঠগোলা যাওয়ার রাস্তাটির বেহাল দশা, রামনগর-গার্ডেনরিচ এলাকার জঞ্জাল সাফাই না হওয়ার মতো বিষয়ও ওঠে বৈঠকে। দ্রুত এই সমস্যার সমাধানে পুরসভার আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন মেয়র। তবে এ দিনের বৈঠকে মেয়র সাফ কাউন্সিলরদের জানিয়েছেন, কোনও নাগরিক অভিযোগ নিয়ে এলে তা শুনে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। কোনও ভাবেই তাঁকে ফিরিয়ে দেওয়া যাবে না। এ দিনের বৈঠক প্রসঙ্গে ১৫ নম্বর বরোর চেয়ারম্যান রঞ্জিত শীল বলেন, ‘ইতিবাচক বৈঠক হয়েছে। বরোয় পরিষেবা নিয়ে যে সব সমস্যা ছিল, মেয়রের হস্তক্ষেপে তা দ্রুত মিটে যাবে বলে আমরা আশা করছি।’
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন
শুক্র, শনি, রবি, সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আরো পড়ুন
রাস্তায় স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে সোজা পুলিশের কাছে গিয়ে ধরা দিলেন স্বামী। আরো পড়ুন
যে সংস্থার নজরদারিতে ধর্ষিতার পরিবারের হাতে আর্থিক সাহায্য পৌঁছনোর কথা, তারাই শুনানি পিছোনোর আবেদন করছে বারবার। আরো পড়ুন
রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে গিয়ে বৃহস্পতিবার থেকেই লালন শেখের রহস্য-মৃত্যুর তদন্ত শুরু করেছে সিআইডি। আরো পড়ুন
ট্যাংরায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। আরো পড়ুন