পার্কস্ট্রিট স্টেশনে ৬৬ বছর বয়সি সজল কাঞ্জিলালের মর্মান্তিক মৃত্যুর সাক্ষী রইলেন যাত্রীরা। মেট্রোয় ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে শনিবার থেকেই উত্তাল গোটা শহর। উঠছে একাধিক প্রশ্ন। আর এই সবের মধ্যেই রবিবার মৃতের পরিবারের তরফে শেক্সপিয়র সরণী থানায় মেট্রোর কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়ের করা হল অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই কলকাতা মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করল কলকাতা পুলিশ। ভারতীয় দন্ডবিধির ৩০৪-এ এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার সময়ে কারা দায়িত্বে ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। মেট্রোর তরফে গঠন করা হয়েছে একটি উচ্চ পর্যায়ের কমিটি। তাঁরাও রেকর্ড করেছে চালক ও গার্ডের বয়ান।
অন্যদিকে এই ঘটনার জেরে দায়িত্বে থাকা চালক ও গার্ড-কে সাসপেন্ড করেছে মেট্রোরেল। পাশাপাশি পুলিশের তরফে ইতমধ্যে এই ঘটনার তদন্ত দ্রুত এগিয়ে নিয়ে যেতে ইতোমধ্যে রেকর্ড করা হয়েছে চালক ও গার্ডের বয়ান। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। একইসঙ্গে এদিনই মৃতের পরিবারকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। রবিবার দুপুরে সজল কাঞ্জিলালের পোস্টমর্টেম রিপোর্ট মিলবে। এরপরই জানা যাবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। অপর দিকে রেকে কোনও ত্রুটি আছে কি না, তা খতিয়ে দেখতে রবিবারই কলকাতায় আসছেন সংস্থার ইঞ্জিনিয়ররা
অন্যদিকে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে যাত্রী মৃত্যুর ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। দরজা বন্ধ না হওয়া সত্বেও কী করে চলতে শুরু করল ট্রেন? কেন মেট্রোর সেন্সর কাজ করল না? প্ল্যাটফর্মে সিসি ক্যামেরা থাকা সত্বেও কেন চালককে সতর্ক করা গেল না? অত্যাধুনিক মেট্রোর এই এসি রেকটি চেন্নাইয়ের ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরিতে তৈরি। মোট পাঁচটি মেধা রেক আনা হয়েছিল। যার মধ্যে ট্রায়াল রানে তিনটিতে ত্রুটি ধরা পড়ায় তা ফেরত পাঠিয়ে দেওয়া হয়। ত্রুটির মধ্যে প্রধানত ছিল দরজা বন্ধ না হওয়া। এরই মধ্যে তিন মাস আগে ত্রুটিপূর্ণ রেকগুলির ছাড়পত্র দেওয়া হয়। সব নিয়ে পার্কস্ট্রিট মেট্রোয় যাত্রী মৃত্যুর ঘটনায় তৈরি হয়েছে বেশ রহস্য।
ভূমিকম্পের কারণে অ্যানাটোলীয় এবং আরবীয় টেকটনিক প্লেটের মধ্যে ২২৫ কিলোমিটার দীর্ঘ চ্যুতিরেখা ক্ষতিগ্রস্ত হয়েছে। আরো পড়ুন
প্রাথমিকের নিয়োগ পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর শিটে ‘গুপ্ত সঙ্কেত’ ব্যবহার করে চলত দুর্নীতি! আরো পড়ুন
মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস থেকে গণ টোকাটুকির অভিযোগ উঠেছে অনেক বারই। আরো পড়ুন
পাঁচ দিনের মিনি শীতের স্পেল শুরু হয়ে গেল বৃহস্পতিবার থেকে। আরো পড়ুন
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন