‘দোলা সেনকে জেতাতে BJP-র কাছে ভোট চেয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।’ রাজ্যসভায় ESI বোর্ডের সদস্য হিসেবে দোলা সেনের জয় নিয়ে মন্তব্য করার সময়ে এমনই দাবি করেছেন BJP নেতা মুকুল রায়। এই মন্তব্যের জেরেই এবার মুকুল রায়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনতে উদ্যোগী দোলা সেন। এমনই জানিয়েছেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের উপ-নেতা সুখেন্দুশেখর রায়।
‘মুকুল রায়ের মন্তব্যই প্রমাণ করে সংসদ ও সংসদীয় পদ্ধতিকে তিনি কতটা অসম্মান করেছেন। এটা সবার জানা রাজ্যসভা ও লোকসভায় এই ধরনের ভোট দলীয় চিহ্ন ছাড়াই গোপন ব্যালটে হয়। এক্ষেত্রে কোনও দলই সাংসদদের উপর উইপ জারি করতে পারে না। অতয়েব আমার সতীর্থ দোলা সেনের ESIC-তে জয় নিয়ে মুকুল রায়ের মন্তব্য সম্পূর্ণ হাস্যকর। একইসঙ্গে সাংসদের স্বাধিকার ভঙ্গের সমান। দোলা সেন মুকুল রায়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনবেন। মিথ্যা ও ভুয়ো মন্তব্য করার ফল ভুগতে হবে মুকুল রায়কে।’ বিবৃতিতে এমনই জানিয়েছেন সুখেন্দুশেখর রায়।
আজ বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তর বাড়ি থেকে বেরিয়ে রাজ্যসভা থেকে ESI (এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স) কমিটির সদস্যপদে দোলা সেনের জয় নিয়ে কটাক্ষ করেন মুকুল রায়। বলেন, ‘গতকাল দোলা সেন BJP-র ভোটে জিতেছেন। তাঁর হয়ে সেই ভোট BJP-র কাছে চেয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।’ প্রসঙ্গত, ৯২টি ভোট পেয়ে জিতেছেন দোলা সেন, যার মধ্যে কমপক্ষে ২২টি ভোট BJP-র ছিল বলে মনে করা হচ্ছে।
গরুপাচার মামলায় সিবিআইয়ের দশম তলব এড়ালেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আরো পড়ুন
সোমবার কলকাতা গেলেও সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে যাননি অনুব্রত (কেষ্ট) মণ্ডল। আরো পড়ুন
টাকা তাঁর নয়। মঙ্গলবার এমনই দাবি করলেন অর্পিতা মুখোপাধ্যায়। আরো পড়ুন
রাজ্য মন্ত্রিসভায় রদবদল। একথা নিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। আরো পড়ুন
প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হল রিয়েল এস্টেটে বিনিয়োগের নথিপত্র। আরো পড়ুন
বৃহস্পতিবার তাঁর মন্ত্রিসভার বৈঠকের দিকে নজর ছিল গোটা রাজ্যের। আরো পড়ুন
শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতিতে আর্থিক তছরুপের তদন্তে নেমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বান্ধবীর বাড়ি থেকে তাড়া তাড়া টাকা উদ্ধার করেছে ইডি। আরো পড়ুন