মেট্রোর চলন্ত ট্রেনের দরজায় হাত আটকে প্রৌঢ়ের মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য শহরজুড়ে। মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে কলকাতা পুলিশে। এদিকে, এই ঘটনায় সোমবার রাজ্যসভায় সরব হল তৃণমূল কংগ্রেস। রাজ্যসভায় এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের অধীনের রেল মন্ত্রককে একহাত নেন তৃণমূল সাংসদ শান্তা ছেত্রী।
মোদী সরকারের আমলে বাংলার রেলের প্রতি বঞ্চনার অভিযোগের পাশাপাশি রেলমন্ত্রীর বিরুদ্ধেও সরব হন রাজ্যসভার সাংসদ। তাঁর অভিযোগ, ‘রেলের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না।’ কলকাতা মেট্রোর রক্ষণাবেক্ষণে ও উন্নয়নে দ্রুত অর্থ বরাদ্দের দাবিও জানান তিনি।
এদিকে, মেট্রোয় মৃত্যুর ঘটনা নিয়ে তৃণমূলের সরব হওয়াকে কটাক্ষ করেছেন BJP সাংসদ তথা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিল্লিতে সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মৃত্যু দুর্ভাগ্যজনক তবে এটি একটা দুর্ঘটনা। যান্ত্রিক গলযোগ হতেই পারে। সেটা নিশ্চয়ই কর্তৃপক্ষ খতিয়ে দেখবেন যাতে এমন ভবিষ্যতে না ঘটে। যাত্রী ও মেট্রো দু’জনেরই সতর্ক থাকা উচিত। তবে মন্ত্রী তো রেল চালান না। বিরোধীরা রাজনৈতিক ভাবে দেউলিয়া, তাই এই ধরনের ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয়।’
রবিবার পার্ট স্ট্রিট মেট্রো স্টেশন থেকে মেট্রোয় উঠতে গিয়ে দরজায় হাত আটকে যায় সজয় কাঞ্জিলালের। ওই অবস্থায় মেট্রো চলতে শুরু করলে মৃত্যু হয় বোসপুকুরের বাসিন্দার। গোটা ঘটনায় মেট্রোর বিরুদ্ধেবড়সড় গাফিলতির অভিযোগ উঠেছে।
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন
শুক্র, শনি, রবি, সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আরো পড়ুন
রাস্তায় স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে সোজা পুলিশের কাছে গিয়ে ধরা দিলেন স্বামী। আরো পড়ুন
যে সংস্থার নজরদারিতে ধর্ষিতার পরিবারের হাতে আর্থিক সাহায্য পৌঁছনোর কথা, তারাই শুনানি পিছোনোর আবেদন করছে বারবার। আরো পড়ুন
রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে গিয়ে বৃহস্পতিবার থেকেই লালন শেখের রহস্য-মৃত্যুর তদন্ত শুরু করেছে সিআইডি। আরো পড়ুন
ট্যাংরায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। আরো পড়ুন