রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে জগদীপ ধনকরের নাম ঘোষণার পরই টুইট করে তাঁকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘আমাদের সুন্দর রাজ্যে স্বাগত।’ নয়া রাজ্যপালের উদ্দেশে এই টুইট করেছেন মুখ্যমন্ত্রী।
পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী জগদীপ ধনকরকে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে এবিষয়ে অবহিত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফোনালাপের কথা টুইটে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
শ্রী জগদীপ ধানকারকে বাংলার নতুন রাজ্যপাল হিসেবে স্বাগত জানাই।
আমি সংবাদমাধ্যম থেকে এইমাত্র খবর পেলাম।
ওনাকে আমাদের সুন্দর রাজ্যে স্বাগত জানাই।— Mamata Banerjee (@MamataOfficial) July 20, 2019
রাজস্থানের বাসিন্দা জগদীপ ধনকর এর আগে জনতা দলের তরফে লোকসভার সাংসদ ছিলেন। ১৯৮৯ সালে রাজস্থানের ঝুনঝুনু থেকে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন তিনি। কেন্দ্রে মন্ত্রীও ছিলেন জগদীপ ধনকর। পরবর্তীতে তিনি BJP-তে যোগ দেন। প্রসঙ্গত, জুলাইয়ে মেয়াদ শেষ হচ্ছে বাংলার বর্তমান রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠীর।
নিজাম প্যালেসের সিবিআই দফতরে পৌঁছছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
মাধ্যমিকের ফলপ্রকাশ। পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। আরো পড়ুন
অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিলের পর ববিতা সরকারের চাকরিও বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেব না। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে মারধর করে খুনের ঘটনায় উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের জেলার ময়নার বাকচা। আরো পড়ুন
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ সংক্রান্ত মামলা সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আরো পড়ুন
জেলে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায়ের আঙুল ফোলা ছিল। আরো পড়ুন
বিজেপিতে ফিরতে দিল্লিতে গিয়ে হত্যে দিয়ে পড়ে আছেন মুকুল রায়। আরো পড়ুন