পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা‘ করার প্রস্তাব খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। রাজ্যবাসীর ভাবাবেগকে স্বীকৃতি দিয়ে রাজ্যের নাম পরিবর্তন করে ‘বাংলা’ করার প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন মমতা। শুধু তাই নয়, সংসদের চলতি অধিবেশনেই পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন সংক্রান্ত সংশোধনী আনার জন্য নমোর কাছে আবেদন করেছেন তিনি।
মঙ্গলবার প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০১৭ সালের ৮ সেপ্টেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের নাম পরিবর্তন করে বাংলা, হিন্দি এবং ইংরেজি- এই তিন ভাষাতেই ‘বাংলা’ রাখার প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছিল। ২০১৮ সালের ২৬ জুলাই রাজ্য বিধানসভায় এই সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়। এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য ওই বছরের ২১ অগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে রাজ্যের স্বরাষ্ট্রসচিব চিঠি দিয়ে অনুরোধ করেছিলেন করেছিলেন বলে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন তিনি। কিন্তু সেই প্রস্তাব কেন্দ্র ফিরিয়ে দেওয়ায় তিনি যে অসন্তুষ্ট, তা চিঠিতে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এর আগে এদিন রাজ্যের নাম পরিবর্তন করে ‘বাংলা’ রাখা নিয়ে বিধানসভায় সরগরম হয়ে ওঠে। আর এই ইস্যুতে রাজ্য সরকারের পাশে দাঁড়িয়েছে বাম এবং কংগ্রেস। রাজ্যের নাম বদল নিয়ে কেন্দ্র সরকারকে রিমাইন্ডার পাঠানোর প্রস্তাব দেন বিরোধী দলনেতা আবদুল মান্নান। বামেদের তরফেও সরকারের প্রতি সমর্থনের বার্তা দেওয়া হয়। এই ইস্যুতে একমাত্র বিরোধিতার সুর শোনা গিয়েছে বিজেপি’র মনোজ টিগগা গলায়। তিনি বলেছেন, ‘আমাদের হেলিকপ্টার নামতে দেবে না। সভার জায়গার অনুমতি দেবে না। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন না। নিউটনের তৃতীয় সূত্র তো হবেই। সব ক্রিয়ার প্রতিক্রিয়া হবে।’
দেশে কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৫০০ ছাড়াল। আরো পড়ুন
পার্থ চট্টোপাধ্যায়, কুণাল ঘোষের পর পূর্বতন বাম সরকারকে একহাত নিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আরো পড়ুন
নিজেকে নির্দোষ দাবি করে জামিন চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আরো পড়ুন
পুরীতে গিয়ে বাঙালির হোটেল না পাওয়ার ভোগান্তি কমাতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
মরিয়া চেষ্টাই সার, শেষপর্যন্ত তিহাড় জেলেই যেতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) । আরো পড়ুন
ইডি সূত্রে আগেই জানা গিয়েছিল, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে। আরো পড়ুন
ভারতের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা চার মাস পরে আবার সাতশো পার করল। আরো পড়ুন
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হুগলির দুই তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে পার্টি থেকে বহিষ্কার করল তৃণমূল। আরো পড়ুন
অগ্নিবীর নিয়োগের পদ্ধতিতে এল বদল। এবার থেকে আগে অনলাইন পরীক্ষা, পরে রিক্রুটমেন্ট ব়্যালি, মেডিক্যাল টেস্ট। আরো পড়ুন