উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের মাঝেই চূড়ান্ত প্যানেল প্রকাশ নিয়ে জট কাটাতে উদ্যোগী হল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। মঙ্গলবার থেকে পার্সোনালিটি টেস্ট শুরুর আগে সোমবার হাইকোর্টে বিচারপতি মৌসুমি ভট্টাচার্য এক মামলার শুনানিতে নির্দেশ দেন, আপাতত ইন্টারভিউ হলেও ফলপ্রকাশ করতে পারবে না এসএসসি। সেই মামলায় কমিশনের বক্তব্যও লিখিত ভাবে জানানোর নির্দেশ দেয় কোর্ট। মামলাকারীদের অন্যতম অভিযোগ ছিল, নিয়মবিরুদ্ধ ভাবে প্রশিক্ষণহীনদেরও ডাকা হচ্ছে। এসএসসি-র চেয়ারম্যান সৌমিত্র সরকার বুধবার অবশ্য বলেন, ‘এক জনও প্রশিক্ষণহীন প্রার্থীকে আমরা ইন্টারভিউয়ে ডাকিনি। সে জন্যই পার্সোনালিটি টেস্টের আগে ভেরিফিকেশন করা হয়েছে। যদি সেই ছাঁকনি গলে এক জনও বেরিয়ে যায়, ইন্টারভিউ প্রক্রিয়াতেই আমরা তাদের আটকাব। এ ব্যাপারে আদালতে হলফনামাও জমা দেওয়া হচ্ছে।’ স্কুলশিক্ষা দপ্তরের আধিকারিকদেরও আরও দাবি, ইন্টারভিউয়ের ডাক, আর চাকরি পাওয়া কিন্তু এক নয়।
উচ্চ প্রাথমিকের ১৪ হাজার ৮৮টি পদে শিক্ষক নিয়োগের জন্য নথি যাচাইয়ে টেটে সফল ৩৭ হাজার প্রার্থীকে ডাকা হলেও ২৪ হাজার জন হাজির হয়েছিলেন। তাঁদেরই ১৫ জুলাই পর্যন্ত ইন্টারভিউ হবে। তবে আদালতের নির্দেশে পার্শ্বশিক্ষকদের জন্য ১০ শতাংশ সংরক্ষিত পদ রাখা হয়েছে। ইতিমধ্যে আদালতের নির্দেশ মেনে কমিশন টেটে সফল যে সব প্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকা হয়েছে, তাঁদের প্রাথমিক তালিকাও প্রকাশ করেছে। যদিও সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের রায় মেনে এই তালিকা প্রকাশের সময় প্রার্থীদের নামের পাশে প্রাপ্ত নম্বর লেখা নেই।
এ দিকে, কমিশন একই সঙ্গে রাজ্যের ২২৪৫টি স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের জন্যও ১৮৬৪ জনকে কাউন্সেলিংয়ে ডেকেছে। এত কম শিক্ষককে কেন ডাকা হয়েছে? এ সৌমিত্র জানান, একই ব্যক্তি একাধিক র৵াঙ্ক পেয়েছেন। অর্থাৎ, এক মহিলা শিক্ষিকার ফিমেল ক্যটাগরির পাশাপাশি সাধারণ র৵াঙ্কিংয়েও নাম রয়েছে। তফসিলি প্রার্থীদের ক্ষেত্রেও তাই। এরই মধ্যে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির আবার অভিযোগ, চলতি বছর এপ্রিলে টাকি বয়েজ স্কুলের প্রধান শিক্ষক অবসর নিলেও সেই পদেও নিয়োগের কাউন্সেলিং হচ্ছে। যা নিয়মবিরুদ্ধ। কারণ, প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে গত বছরের ১৮ মে। তার ১৫ দিন আগে অবধি ফাঁকা পদগুলিই কেবল বিবেচিত হওয়ার কথা কাউন্সেলিংয়ে। যদিও কমিশনের এক কর্তার যুক্তি, স্কুলশিক্ষা অধিকরণ বিভাগ থেকে শূন্য পদের তালিকা এলে তবেই কমিশন ওয়েবসাইটে সেই তালিকা আপলোড করে।
নিজাম প্যালেসের সিবিআই দফতরে পৌঁছছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
মাধ্যমিকের ফলপ্রকাশ। পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। আরো পড়ুন
অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিলের পর ববিতা সরকারের চাকরিও বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেব না। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে মারধর করে খুনের ঘটনায় উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের জেলার ময়নার বাকচা। আরো পড়ুন
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ সংক্রান্ত মামলা সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আরো পড়ুন
জেলে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায়ের আঙুল ফোলা ছিল। আরো পড়ুন
বিজেপিতে ফিরতে দিল্লিতে গিয়ে হত্যে দিয়ে পড়ে আছেন মুকুল রায়। আরো পড়ুন