উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের মাঝেই চূড়ান্ত প্যানেল প্রকাশ নিয়ে জট কাটাতে উদ্যোগী হল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। মঙ্গলবার থেকে পার্সোনালিটি টেস্ট শুরুর আগে সোমবার হাইকোর্টে বিচারপতি মৌসুমি ভট্টাচার্য এক মামলার শুনানিতে নির্দেশ দেন, আপাতত ইন্টারভিউ হলেও ফলপ্রকাশ করতে পারবে না এসএসসি। সেই মামলায় কমিশনের বক্তব্যও লিখিত ভাবে জানানোর নির্দেশ দেয় কোর্ট। মামলাকারীদের অন্যতম অভিযোগ ছিল, নিয়মবিরুদ্ধ ভাবে প্রশিক্ষণহীনদেরও ডাকা হচ্ছে। এসএসসি-র চেয়ারম্যান সৌমিত্র সরকার বুধবার অবশ্য বলেন, ‘এক জনও প্রশিক্ষণহীন প্রার্থীকে আমরা ইন্টারভিউয়ে ডাকিনি। সে জন্যই পার্সোনালিটি টেস্টের আগে ভেরিফিকেশন করা হয়েছে। যদি সেই ছাঁকনি গলে এক জনও বেরিয়ে যায়, ইন্টারভিউ প্রক্রিয়াতেই আমরা তাদের আটকাব। এ ব্যাপারে আদালতে হলফনামাও জমা দেওয়া হচ্ছে।’ স্কুলশিক্ষা দপ্তরের আধিকারিকদেরও আরও দাবি, ইন্টারভিউয়ের ডাক, আর চাকরি পাওয়া কিন্তু এক নয়।
উচ্চ প্রাথমিকের ১৪ হাজার ৮৮টি পদে শিক্ষক নিয়োগের জন্য নথি যাচাইয়ে টেটে সফল ৩৭ হাজার প্রার্থীকে ডাকা হলেও ২৪ হাজার জন হাজির হয়েছিলেন। তাঁদেরই ১৫ জুলাই পর্যন্ত ইন্টারভিউ হবে। তবে আদালতের নির্দেশে পার্শ্বশিক্ষকদের জন্য ১০ শতাংশ সংরক্ষিত পদ রাখা হয়েছে। ইতিমধ্যে আদালতের নির্দেশ মেনে কমিশন টেটে সফল যে সব প্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকা হয়েছে, তাঁদের প্রাথমিক তালিকাও প্রকাশ করেছে। যদিও সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের রায় মেনে এই তালিকা প্রকাশের সময় প্রার্থীদের নামের পাশে প্রাপ্ত নম্বর লেখা নেই।
এ দিকে, কমিশন একই সঙ্গে রাজ্যের ২২৪৫টি স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের জন্যও ১৮৬৪ জনকে কাউন্সেলিংয়ে ডেকেছে। এত কম শিক্ষককে কেন ডাকা হয়েছে? এ সৌমিত্র জানান, একই ব্যক্তি একাধিক র৵াঙ্ক পেয়েছেন। অর্থাৎ, এক মহিলা শিক্ষিকার ফিমেল ক্যটাগরির পাশাপাশি সাধারণ র৵াঙ্কিংয়েও নাম রয়েছে। তফসিলি প্রার্থীদের ক্ষেত্রেও তাই। এরই মধ্যে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির আবার অভিযোগ, চলতি বছর এপ্রিলে টাকি বয়েজ স্কুলের প্রধান শিক্ষক অবসর নিলেও সেই পদেও নিয়োগের কাউন্সেলিং হচ্ছে। যা নিয়মবিরুদ্ধ। কারণ, প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে গত বছরের ১৮ মে। তার ১৫ দিন আগে অবধি ফাঁকা পদগুলিই কেবল বিবেচিত হওয়ার কথা কাউন্সেলিংয়ে। যদিও কমিশনের এক কর্তার যুক্তি, স্কুলশিক্ষা অধিকরণ বিভাগ থেকে শূন্য পদের তালিকা এলে তবেই কমিশন ওয়েবসাইটে সেই তালিকা আপলোড করে।
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন
শুক্র, শনি, রবি, সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আরো পড়ুন
রাস্তায় স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে সোজা পুলিশের কাছে গিয়ে ধরা দিলেন স্বামী। আরো পড়ুন
যে সংস্থার নজরদারিতে ধর্ষিতার পরিবারের হাতে আর্থিক সাহায্য পৌঁছনোর কথা, তারাই শুনানি পিছোনোর আবেদন করছে বারবার। আরো পড়ুন
রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে গিয়ে বৃহস্পতিবার থেকেই লালন শেখের রহস্য-মৃত্যুর তদন্ত শুরু করেছে সিআইডি। আরো পড়ুন
ট্যাংরায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। আরো পড়ুন