আষাঢ় শেষ হচ্ছে, দোরে শ্রাবণ। এমন সন্ধিক্ষণে দাঁড়িয়েও বৃষ্টি নেই গোটা দক্ষিণবঙ্গে। উল্টে রোদের তেজে ৩৭.১ ডিগ্রি সেলসিয়াসে উঠে গেল কলকাতার তাপমাত্রা। বাঁকুড়া, শ্রীনিকেতন, আসানসোল— সর্বত্রই একবিন্দুতে দাঁড়িয়ে পারদ। অথচ এখন তাপমাত্রা থাকার কথা ৩২-৩৩ ডিগ্রির আশপাশে। পুরোনো তথ্য ঘেঁটে আবহবিদরা জানাচ্ছেন, জুলাই মাসে পারদের এমন উত্থান গত দশ বছরে দেখেনি কলকাতা। দুশ্চিন্তার বিষয় হল, আগামী দু’দিনেও বৃষ্টিবাদলার জোরদার কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তাপমাত্রা থাকবে ৩৬-৩৭ ডিগ্রির আশপাশেই।
মোটামুটি নিয়ম অনুযায়ী ১৫ জুলাই থেকে আমন ধান রোপণের কাজ শুরু হয় দক্ষিণবঙ্গে। চলে অগস্টের শেষ পর্যন্ত। বীজতলার কাজ ঠিকঠাক এগোলেও, সব জেলায় রোপণ শুরু করার মতো পরিস্থিতি নেই। বহু জায়গায় জমি তৈরি করে উঠতে পারেননি চাষিরা। জুলাইয়ের শুরুতে বৃষ্টি কিছুটা বাড়লেও, জুনের বিপুল ঘাটতি বয়ে বেড়াচ্ছে দক্ষিণবঙ্গ। রবিবার পর্যন্ত বর্ষার দেড় মাসে ৪৮% বৃষ্টি হয়নি। উল্টোদিকে এক সপ্তাহেরও বেশি সময় ধরে টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় উত্তরে বৃষ্টির পরিমাণ এইরকম: জলপাইগুড়ি ২০৪.০ মিলিমিটার, দোমোহনি ১৭২.৬ মিলিমিটার, হাসিমারা ১৬২.২ মিলিমিটার, আলিপুরদুয়ার ১৫৪.৮ মিলিমিটার, কুমারগ্রাম ১৫১.০ মিলিমিটার। জলপাইগুড়ি, কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ২৮.৬ ডিগ্রি ও ২৯.৫ ডিগ্রিতে।
উত্তরের ঠিক বিপরীত ছবি দক্ষিণে। গত ক’দিন ধরেই গরম একটু একটু করে বাড়ছিল। রবিবার আকাশ মোটের উপর পরিষ্কার হয়ে যাওয়ায় তা চরমে পৌঁছয়। আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত দশ বছরে একবারও জুলাইয়ের তাপমাত্রা ৩৭ ডিগ্রি ছোঁয়নি। কাছাকাছি আসবে শুধু ২০১৫ সালের ৫ জুলাই। সে দিন আলিপুরের তাপমাত্রা উঠেছিল ৩৬.৭ ডিগ্রিতে। গত তিন বছরে জুলাইয়ের সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ৩৬.১, ৩৫.৩, ৩৪.৮ ডিগ্রি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ, সোমবারও শহরের তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। মঙ্গলবার পারদ সামান্য নামতে পারে। সামান্য হলেও বাড়বে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা।
বুধবার থেকে বৃষ্টির পরিস্থিতি অনুকূল হতে পারে। কিন্তু তার সবটাই নির্ভর করবে সম্ভাব্য ঘূর্ণাবর্তের মর্জির উপর। মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় প্রধান, উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তরবঙ্গ থেকে মৌসুমি অক্ষরেখা দক্ষিণে নেমে আসবে। ফলে বুধবার থেকে বৃষ্টি কিছুটা বাড়বে। তবে ঘূর্ণাবর্তটি ওডিশা লাগোয়া সমুদ্রে হতে পারে। তা হলে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি জুটবে।’ যার অর্থ, শ্রাবণের শুরুতেও মুষলধারার সম্ভাবনা কম।
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন
শুক্র, শনি, রবি, সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আরো পড়ুন
রাস্তায় স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে সোজা পুলিশের কাছে গিয়ে ধরা দিলেন স্বামী। আরো পড়ুন
যে সংস্থার নজরদারিতে ধর্ষিতার পরিবারের হাতে আর্থিক সাহায্য পৌঁছনোর কথা, তারাই শুনানি পিছোনোর আবেদন করছে বারবার। আরো পড়ুন
রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে গিয়ে বৃহস্পতিবার থেকেই লালন শেখের রহস্য-মৃত্যুর তদন্ত শুরু করেছে সিআইডি। আরো পড়ুন
ট্যাংরায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। আরো পড়ুন