বর্ষার আসা-যাওয়ার ‘স্বাভাবিক দিনক্ষণ’ বদলাতে চলেছে। দেশে বর্ষা আসে ১ জুন, কেরালায়। তার পর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে গোটা দেশে। ১ সেপ্টেম্বর রাজস্থান থেকে বিদায় নেওয়া শুরু করে বর্ষা। তার পর আস্তে আস্তে গোটা দেশ থেকে পাততাড়ি গুটিয়ে ফেলে। কলকাতায় বর্ষা আসে ৮ জুন, বিদায় ৮ অক্টোবর।
এই দিনগুলি আদতে ‘স্বাভাবিক’ নির্ঘণ্ট। কিন্তু প্রায় কোনও বছরই ‘নিয়ম’ মানে না বর্ষা। তাই সাম্প্রতিক অতীতের পরিসংখ্যান যাচাই করে বর্ষার নতুন ক্যালেন্ডার আনতে চলেছে মৌসম ভবন। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আনাগোনার চরিত্র নিয়ে পাঁচ বছর ধরে রিপোর্ট তৈরির কাজ চলছে। এখন শেষ মুহূর্তের হিসেব মিলিয়ে নিচ্ছেন বিজ্ঞানীরা। ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব মাধবন রাজীবন বলেন, ‘কমিটির রিপোর্ট আগামী দু’মাসের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। নির্ঘণ্ট বদলানো নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেব আমরা। এমন হতেই পারে, আগামী বছর থেকে নতুন তারিখগুলি ব্যবহার করা শুরু হয়ে গেল।’
পুনে মৌসম ভবনের দেওয়া তথ্য, বর্ষার বর্তমান ‘স্বাভাবিক’ নির্ঘণ্ট ১৯৪১ সালে তৈরি। এর পর আবহাওয়াগত নানা পরিবর্তন হয়েছে। বর্ষা আগে যেমন এসেছে, তেমন নির্ধারিত তারিখ পেরিয়েও দীর্ঘদিন অপেক্ষায় রেখেছে। যেমন, ২০০৯ সালে ঘূর্ণিঝড় আয়লার ধাক্কায় ২৫ মে বর্ষা চলে এসেছিল কলকাতায়। আবার ২০০৫ সালে এসেছিল ২০ জুন। চলতি বছর সেই রেকর্ডও ভেঙে মহানগরে বর্ষা এসেছে ২১ জুন। গত ১৫ বছরের রেকর্ড বলছে, ৮-৯ জুনের মধ্যে কলকাতায় বর্ষা এসেছে মাত্র চারবার। ১১ বারই দেরি। শুধু আগমন নয়, সময়ের হেরফের হচ্ছে প্রস্থানের ক্ষেত্রেও। ১ সেপ্টেম্বরের বদলে সেপ্টেম্বরের প্রায় শেষে পৌঁছে বর্ষা বিদায় নেওয়া শুরু করেছে রাজস্থান থেকে, এমনটা হামেশাই হয়েছে। ৮ অক্টোবরের বদলে ফি বছরই বাংলা থেকে বর্ষা বিদায় নেয় অক্টোবরের তৃতীয় সপ্তাহে। নতুন ক্যালেন্ডারে এই বিষয়গুলিও গুরুত্ব পাবে।
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন
শুক্র, শনি, রবি, সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আরো পড়ুন
রাস্তায় স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে সোজা পুলিশের কাছে গিয়ে ধরা দিলেন স্বামী। আরো পড়ুন
যে সংস্থার নজরদারিতে ধর্ষিতার পরিবারের হাতে আর্থিক সাহায্য পৌঁছনোর কথা, তারাই শুনানি পিছোনোর আবেদন করছে বারবার। আরো পড়ুন
রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে গিয়ে বৃহস্পতিবার থেকেই লালন শেখের রহস্য-মৃত্যুর তদন্ত শুরু করেছে সিআইডি। আরো পড়ুন
ট্যাংরায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। আরো পড়ুন