বর্ষার আসা-যাওয়ার ‘স্বাভাবিক দিনক্ষণ’ বদলাতে চলেছে। দেশে বর্ষা আসে ১ জুন, কেরালায়। তার পর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে গোটা দেশে। ১ সেপ্টেম্বর রাজস্থান থেকে বিদায় নেওয়া শুরু করে বর্ষা। তার পর আস্তে আস্তে গোটা দেশ থেকে পাততাড়ি গুটিয়ে ফেলে। কলকাতায় বর্ষা আসে ৮ জুন, বিদায় ৮ অক্টোবর।
এই দিনগুলি আদতে ‘স্বাভাবিক’ নির্ঘণ্ট। কিন্তু প্রায় কোনও বছরই ‘নিয়ম’ মানে না বর্ষা। তাই সাম্প্রতিক অতীতের পরিসংখ্যান যাচাই করে বর্ষার নতুন ক্যালেন্ডার আনতে চলেছে মৌসম ভবন। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আনাগোনার চরিত্র নিয়ে পাঁচ বছর ধরে রিপোর্ট তৈরির কাজ চলছে। এখন শেষ মুহূর্তের হিসেব মিলিয়ে নিচ্ছেন বিজ্ঞানীরা। ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব মাধবন রাজীবন বলেন, ‘কমিটির রিপোর্ট আগামী দু’মাসের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। নির্ঘণ্ট বদলানো নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেব আমরা। এমন হতেই পারে, আগামী বছর থেকে নতুন তারিখগুলি ব্যবহার করা শুরু হয়ে গেল।’
পুনে মৌসম ভবনের দেওয়া তথ্য, বর্ষার বর্তমান ‘স্বাভাবিক’ নির্ঘণ্ট ১৯৪১ সালে তৈরি। এর পর আবহাওয়াগত নানা পরিবর্তন হয়েছে। বর্ষা আগে যেমন এসেছে, তেমন নির্ধারিত তারিখ পেরিয়েও দীর্ঘদিন অপেক্ষায় রেখেছে। যেমন, ২০০৯ সালে ঘূর্ণিঝড় আয়লার ধাক্কায় ২৫ মে বর্ষা চলে এসেছিল কলকাতায়। আবার ২০০৫ সালে এসেছিল ২০ জুন। চলতি বছর সেই রেকর্ডও ভেঙে মহানগরে বর্ষা এসেছে ২১ জুন। গত ১৫ বছরের রেকর্ড বলছে, ৮-৯ জুনের মধ্যে কলকাতায় বর্ষা এসেছে মাত্র চারবার। ১১ বারই দেরি। শুধু আগমন নয়, সময়ের হেরফের হচ্ছে প্রস্থানের ক্ষেত্রেও। ১ সেপ্টেম্বরের বদলে সেপ্টেম্বরের প্রায় শেষে পৌঁছে বর্ষা বিদায় নেওয়া শুরু করেছে রাজস্থান থেকে, এমনটা হামেশাই হয়েছে। ৮ অক্টোবরের বদলে ফি বছরই বাংলা থেকে বর্ষা বিদায় নেয় অক্টোবরের তৃতীয় সপ্তাহে। নতুন ক্যালেন্ডারে এই বিষয়গুলিও গুরুত্ব পাবে।
নিজাম প্যালেসের সিবিআই দফতরে পৌঁছছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
মাধ্যমিকের ফলপ্রকাশ। পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। আরো পড়ুন
অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিলের পর ববিতা সরকারের চাকরিও বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেব না। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে মারধর করে খুনের ঘটনায় উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের জেলার ময়নার বাকচা। আরো পড়ুন
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ সংক্রান্ত মামলা সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আরো পড়ুন
জেলে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায়ের আঙুল ফোলা ছিল। আরো পড়ুন
বিজেপিতে ফিরতে দিল্লিতে গিয়ে হত্যে দিয়ে পড়ে আছেন মুকুল রায়। আরো পড়ুন