মাঝে ৪৩টা বছর। ফের আনন্দে ভাসছে কপূর খানদান। একই তারিখে। বাবার পরে এ বার ছেলের হাত ধরে! গুলিয়ে যাচ্ছে তো? যাওয়ারই কথা। আসলে এই ১৩ এপ্রিলেই বাগদান সেরেছিলেন ঋষি কপূর। তেতাল্লিশ বছর পরে একই দিনে শুরু হয়ে যাচ্ছে ছেলে রণবীর কপূরের বিয়ের অনুষ্ঠান। ‘রণলিয়া’র বিয়ে নিয়ে তুমুল হইচইয়ের ফাঁকেই বেরিয়ে এল এই তথ্য। ফাঁস করলেন স্বয়ং পাত্রের মা, নীতু কপূর।
ঋষি-নীতুর বাগদান হয় ১৯৭৯ সালের ১৩ এপ্রিল। সে দিনের স্মৃতি রোমন্থনে ঋষি-ঘরনি। ইনস্টাগ্রামে আংটি বদলের ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “বৈশাখীর প্রিয় স্মৃতি। ৪৩ বছর আগে, ১৯৭৯ সালের ১৩ এপ্রিল আমাদের বাগদান হয়েছিল।”
এত বছর পরে একই দিনে বিয়ের অনুষ্ঠান শুরু ঋষি-নীতুর একমাত্র ছেলে রণবীরেরও। সাত পাকের তারিখ নিয়ে বিস্তর ধোঁয়াশা ছড়ালেও প্রথম থেকেই শোনা যাচ্ছিল ১৩ এপ্রিল থেকেই শুরু হয়ে যাবে বিয়ের আগের রীতি-নিয়মের অনুষ্ঠান। পঞ্জাবি রীতি মেনে চলবে গায়ে হলুদ, সঙ্গীত, মেহেন্দি— সবই।
বুধবার নীতুর পোস্টের পর থেকেই স্পষ্ট, কেন বিয়ের অনুষ্ঠান শুরুর জন্য এই দিনটিকেই বেছে নিলেন ঋষি-পুত্র। অনুরাগীরা বলছেন, বাবার বাগদানের দিনেই হয়তো নিজের জীবনের বিশেষ অধ্যায়ের সূত্রপাত করতে চেয়েছিলেন রণবীর। সম্ভবত সে কারণেই একই দিনে গায়ে হলুদ-সহ অন্যান্য অনুষ্ঠান হবে রণবীর কপূর ও আলিয়া ভট্টের।
শোনা যাচ্ছে, রীতি মাফিক বিয়ের অনুষ্ঠান শুরু করার আগে প্রয়াত ঋষিকে শ্রদ্ধা জানাতে এক বিশেষ পুজোর আয়োজন করবে কপূর ও ভট্ট পরিবার। রণবীরের পরিবার এখনও মুখে কুলুপ এঁটে থাকলেও আলিয়ার কাকা রবীন ভট্ট জানান, বিয়ের সব প্রস্তুতি ঠিকমতোই চলছে। তবে বিয়ের ব্যাপারে সব সিদ্ধান্ত নিজেরাই নিচ্ছেন রণবীর-আলিয়া। কিছুটা প্রথা ভেঙেই।
Photo- vogue india
দিওয়ানা মস্তানা-র পাপ্পু পেজার কিংবা মিস্টার ইন্ডিয়ার ক্যালেন্ডার আর নেই। আরো পড়ুন
অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আরো পড়ুন
বিবাহের পরবর্তী অনুষ্ঠানে ব্যস্ত নবদম্পতি সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। আরো পড়ুন
প্রেক্ষাগৃহে পাঠান মুক্তির পর পেরিয়ে গিয়েছে কয়েক সপ্তাহ। আরো পড়ুন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র হেনস্থার শিকার। আরো পড়ুন
এমনিতেই তারকাদের বিয়েতে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হয়। আরো পড়ুন
একদিকে যখন ঘুম ভেঙে উঠে, চোখ কচলে শাহরুখ দর্শকে প্রেক্ষাগৃহে ছুটছে শহরবাসী, তখনই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ কিং খান-এর 'পাঠান' (Pathaan)! আরো পড়ুন
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ছবি, যেখানে সাদা চাদর গায়ে মক্কায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। আরো পড়ুন
যত বড় ভক্তই হন, যেখানে-সেখানে অমিতাভ বচ্চনের ছবি আর লাগিয়ে রাখা যাবে না। আরো পড়ুন
চূড়ান্ত ব্যস্ততা। ঝলমলে বেশে এ দিক-সে দিক ছুটে বেড়াচ্ছেন কৃতি শ্যানন। আরো পড়ুন