বিয়ের তোড়জোড় চলছে জোর কদমে। আগামী ১৪ এপ্রিল বিয়ে তাঁদের। রণবীর কপূর এবং আলিয়া ভট্ট। ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফের মতোই তাঁদের বিয়েতে নিরাপত্তা নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে ইতিমধ্যে। খবর যাতে বাইরে না বেরোয়, তা নিয়ে সতর্ক সকলে। এরই মাঝে নীতু কপূর বলে বসলেন, ‘‘ওদের তো বিয়ে হয়ে গিয়েছে।’’
‘ডান্স দিওয়ানে জুনিয়র’ রিয়্যালিটি শো-এর বিচারক হিসেবে দেখা যাবে নীতুকে। সেই শো-এর শ্যুটিংয়েই সাংবাদিকরা তাঁকে ছেঁকে ধরেছিলেন। ছেলের বিয়ে নিয়ে নানাবিধ প্রশ্নের সম্মুখীন হতে হয় নীতুকে। বিয়ের তারিখ জানার জন্য আগ্রহী সাংবাদিককে নীতুর উত্তর, ‘‘আমি তো বলছি, ওদের বিয়ে হয়ে গিয়েছে।’’
ইনস্টাগ্রামের দৌলতে হবু শাশুড়ি-বউমার সম্পর্কের রসায়ন বারবার জনসমক্ষে এসেছে। সম্প্রতি নীতু তাঁর ছেলে এবং আলিয়ার বিয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান। শুধু তা-ই নয়, ইতিমধ্যে কপূরদের ‘খানদানী’ সোনার হার তাঁর বউমার গলায় পরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ঋষি কপূরের স্ত্রী। কপূর বংশের সেই হারের প্রথম মালকিন ছিলেন রণবীরের ঠাকুমা কৃষ্ণা রাজ কপূর। তাঁর ছেলে ঋষির সঙ্গে নীতুর বিয়ের পর নিজের বউমার হাতে তুলে দিয়েছিলেন সেই হার। এ বার পালা নীতুর।তিনি এ বার তাঁর বউমাকে সেই হারের মালকিন বানাবেন।
Photo- filmfare.com
বাবা শাহরুখ খান। অভিনয় জগতে পা রেখে তাঁর পদাঙ্কই অনুসরণ করলেন মেয়ে সুহানা। আরো পড়ুন
কাশ্মীরি গালিচায় অনাবৃত রণবীর সিং। গায়ে সুতোটি নেই। হাত দিয়ে আড়াল করে রেখেছেন গোপনাঙ্গ। আরো পড়ুন
দশ দিনের লড়াইয়ের পর প্রয়াত ৮২ বছরের সংগীতশিল্পী ভূপিন্দর সিংহ। আরো পড়ুন
মাথায় কাঁচা-পাকা চুল, ন্যুড মেকআপ, প্রকাশ্যে ‘ইমারজেন্সি’র প্রথম লুক। আরো পড়ুন
বলিউড জুড়ে এখন বিয়ের মরশুম। চলতি বছরেই অনুরাগীদের দোলাচলে রেখে শেষমেশ সাতপাকে বাঁধা পড়েছিলেন ‘রণলিয়া’। আরো পড়ুন
পঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসে ওয়ালা খুনের পর গাড়ির ভিতরেই উৎসব শুরু করেছিলেন দুই আততায়ী। আরো পড়ুন
২০১৬ সালে অভিনয়ে আত্মপ্রকাশ। তার পর থেকে সাফল্যের রেখা আকাশ ছুঁতে চলল রশ্মিকা মন্দান্নার। আরো পড়ুন
প্রথম যৌনতার স্বাদ কে কখন পায়, তা কি বলা যায়! আরো পড়ুন