বিয়ের তোড়জোড় চলছে জোর কদমে। আগামী ১৪ এপ্রিল বিয়ে তাঁদের। রণবীর কপূর এবং আলিয়া ভট্ট। ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফের মতোই তাঁদের বিয়েতে নিরাপত্তা নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে ইতিমধ্যে। খবর যাতে বাইরে না বেরোয়, তা নিয়ে সতর্ক সকলে। এরই মাঝে নীতু কপূর বলে বসলেন, ‘‘ওদের তো বিয়ে হয়ে গিয়েছে।’’
‘ডান্স দিওয়ানে জুনিয়র’ রিয়্যালিটি শো-এর বিচারক হিসেবে দেখা যাবে নীতুকে। সেই শো-এর শ্যুটিংয়েই সাংবাদিকরা তাঁকে ছেঁকে ধরেছিলেন। ছেলের বিয়ে নিয়ে নানাবিধ প্রশ্নের সম্মুখীন হতে হয় নীতুকে। বিয়ের তারিখ জানার জন্য আগ্রহী সাংবাদিককে নীতুর উত্তর, ‘‘আমি তো বলছি, ওদের বিয়ে হয়ে গিয়েছে।’’
ইনস্টাগ্রামের দৌলতে হবু শাশুড়ি-বউমার সম্পর্কের রসায়ন বারবার জনসমক্ষে এসেছে। সম্প্রতি নীতু তাঁর ছেলে এবং আলিয়ার বিয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান। শুধু তা-ই নয়, ইতিমধ্যে কপূরদের ‘খানদানী’ সোনার হার তাঁর বউমার গলায় পরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ঋষি কপূরের স্ত্রী। কপূর বংশের সেই হারের প্রথম মালকিন ছিলেন রণবীরের ঠাকুমা কৃষ্ণা রাজ কপূর। তাঁর ছেলে ঋষির সঙ্গে নীতুর বিয়ের পর নিজের বউমার হাতে তুলে দিয়েছিলেন সেই হার। এ বার পালা নীতুর।তিনি এ বার তাঁর বউমাকে সেই হারের মালকিন বানাবেন।
Photo- filmfare.com
দিওয়ানা মস্তানা-র পাপ্পু পেজার কিংবা মিস্টার ইন্ডিয়ার ক্যালেন্ডার আর নেই। আরো পড়ুন
অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আরো পড়ুন
বিবাহের পরবর্তী অনুষ্ঠানে ব্যস্ত নবদম্পতি সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। আরো পড়ুন
প্রেক্ষাগৃহে পাঠান মুক্তির পর পেরিয়ে গিয়েছে কয়েক সপ্তাহ। আরো পড়ুন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র হেনস্থার শিকার। আরো পড়ুন
এমনিতেই তারকাদের বিয়েতে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হয়। আরো পড়ুন
একদিকে যখন ঘুম ভেঙে উঠে, চোখ কচলে শাহরুখ দর্শকে প্রেক্ষাগৃহে ছুটছে শহরবাসী, তখনই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ কিং খান-এর 'পাঠান' (Pathaan)! আরো পড়ুন
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ছবি, যেখানে সাদা চাদর গায়ে মক্কায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। আরো পড়ুন
যত বড় ভক্তই হন, যেখানে-সেখানে অমিতাভ বচ্চনের ছবি আর লাগিয়ে রাখা যাবে না। আরো পড়ুন
চূড়ান্ত ব্যস্ততা। ঝলমলে বেশে এ দিক-সে দিক ছুটে বেড়াচ্ছেন কৃতি শ্যানন। আরো পড়ুন