ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র হেনস্থার শিকার। সম্প্রতি বাঙালি ব্যবসায়ীর সঙ্গে সময় কাটানোর কুপ্রস্তাব পান তিনি। শুধু তাই নয়, জানাতে চওয়া হল তাঁর ‘রেট চার্ট’। নিজের সমাজমাধ্যমের পাতায় মৃণ্ময় নামের জৈনক ব্যক্তির এই অসৎ উদ্দেশের কথা তুলে ধরেন অভিনেত্রী। পাশপাশি রীতিমতো ক্ষুব্ধ রূপাঞ্জনা। ইন্ডাস্ট্রিকে নিয়ে ক্ষোভ অভিনেত্রীর কণ্ঠে।
রূপঞ্জনা একা নন, ইন্ডাস্ট্রির অন্দরে বেশ কয়েকজনকে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলেই জানান অভিনেত্রী। এটা কি একটা চক্র? সেই সম্পর্কে জানতে আনন্দবাজার অনলাইনকে রূপাঞ্জনা বলেন, ‘‘এই প্রস্তাবটা পাঠানো হয় আমার কাজের ক্ষেত্রে ব্যবহৃত নম্বরে। এই দালাল বৃতি যে কোন জায়গায় পৌঁছছে, তা ভাবা যায় না। আমি এর কড়া পদক্ষেপ নেব। আসলে এর পিছনে কোনও চক্র রয়েছে কি না সেটা জানা দরকার।’’
কী প্রস্তাব দেওয়া হয় রূপাঞ্জনাকে? মৃন্ময় নামের এক ব্যক্তি অভিনেত্রীকে কাজের অছিলায় মেসেজ পাঠান। কাজটা কী, জানতে চাইলে ওই ব্যক্তি রূপাঞ্জনাকে প্রস্তাব দেন এক ব্যবসায়ীর সঙ্গে সময় কাটানোর। জানতে চান অভিনেত্রীর পারিশ্রমিক। চূড়ান্ত অসম্মানিত বোধ করেন অভিনেত্রী। ওই ব্যক্তির সঙ্গে তাঁর কথোপকথনটি গোটা চিত্রটা তুলে পোস্ট করেন সমাজমাধ্যমে।
নিজের মত প্রকাশ করতে কখনও পিছপা হননি অভিনেত্রী। ইন্ডাস্ট্রির অন্দরে ‘সুগার ড্যাডি’-র কথা আগেই বলেছেন তিনি। রূপাঞ্জনার কথায়, ‘‘সব থেকে খারাপ লাগে এটা একটা প্রলোভনের ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে। অল্প বয়সি ১৭-১৮ বছরের মেয়েরা আসছে কাজ করতে। তারা ফাঁদে পড়ছে। তবে শুধু আমাদের ইন্ডাস্ট্রি নয়, এই জিনিস সব জায়গায় ঘটছে। এটা একটা প্রজন্মের জন্য ক্ষতি।’’
Photo- krykhabor
দিওয়ানা মস্তানা-র পাপ্পু পেজার কিংবা মিস্টার ইন্ডিয়ার ক্যালেন্ডার আর নেই। আরো পড়ুন
অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আরো পড়ুন
বিবাহের পরবর্তী অনুষ্ঠানে ব্যস্ত নবদম্পতি সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। আরো পড়ুন
প্রেক্ষাগৃহে পাঠান মুক্তির পর পেরিয়ে গিয়েছে কয়েক সপ্তাহ। আরো পড়ুন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র হেনস্থার শিকার। আরো পড়ুন
এমনিতেই তারকাদের বিয়েতে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হয়। আরো পড়ুন
একদিকে যখন ঘুম ভেঙে উঠে, চোখ কচলে শাহরুখ দর্শকে প্রেক্ষাগৃহে ছুটছে শহরবাসী, তখনই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ কিং খান-এর 'পাঠান' (Pathaan)! আরো পড়ুন
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ছবি, যেখানে সাদা চাদর গায়ে মক্কায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। আরো পড়ুন
যত বড় ভক্তই হন, যেখানে-সেখানে অমিতাভ বচ্চনের ছবি আর লাগিয়ে রাখা যাবে না। আরো পড়ুন
চূড়ান্ত ব্যস্ততা। ঝলমলে বেশে এ দিক-সে দিক ছুটে বেড়াচ্ছেন কৃতি শ্যানন। আরো পড়ুন