কলকাতা সার্কেল এক নম্বর মোবাইল নেটওয়ার্কের শিরোপা ছিনিয়ে নিল Jio। Vodafone Idea কে পিছনে ফেলে শহরের এক নম্বরে উঠে এসেছে মুকেশ আম্বানির কোম্পানি। শুক্রবার প্রকাশিত রিপোর্টে এই কথা জানিয়েছে টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। 2019 সালের মে মাসে কলকাতা সার্কেলে Jio -র মোট গ্রাহক সংখ্যা ছিল 90,03,329। এপ্রিল মাসে এই সংখ্যাটা ছিল 88,13,745। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা Vodafone Idea -র মে মাসে কলকাতা সার্কেলে মোট গ্রাহক সংখ্যা ছিল 89,25,949। Jio ছাড়া মে মাসে শহরে গ্রাহক সংখ্যা বেড়েছে BSNL -এর। অন্যদিকে একই সময়ে কয়েক লক্ষ গ্রাহক হারিয়েছে Vodafone Idea আর Airtel। কলকাতায় মে মাসে Airtel এর মোট গ্রাহক সংখ্যা ছিল 60,39,082।
একই রিপোর্টে TRAI জানিয়েছে Airtel কে টপকে ভারতের দ্বিতীয় বৃহত্তম নেটওয়ার্কের খেতাব ছিনিয়ে নিল মুকেশ আম্বানির Jio।2019 সালের মে মাসে গোটা দেশে মোট 82 লক্ষ নতুন গ্রাহক Jio নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছেন। এর ফলে ভারতে Jio -র মোট গ্রাহক সংখ্যা 32.2 কোটি ছাড়িয়েছে।
তবে এখনও দেশের এক নম্বর টেলিকম নেটওয়ার্কের তকমা ধরে রেখেছে Vodafone Idea। মে মাসে 38.76 কোটি গ্রাহক সহ দেশের এক নম্বর নেটওয়ার্ক Vodafone Idea। দুই নম্বরে Jio। আর তিন নম্বরে রয়েছে Airtel। কলকাতার মতোই গোটা দেশেও Vodafone Idea আর Airtel মে মাসে বিপুল পরিমান গ্রাহক হারিয়েছে। তবে গোটা নিজেদের গ্রাহক সংখায় বাড়িয়েছে BSNL আর Jio।
TRAI জানিয়েছে ভারতের টেলিকম বাজারে মোট 33.36 শতাংশ দখল করে রেখেছে Vodafone Idea । Jio ও Airtel যথাক্রমে 27.80 শতাংশ ও 27.58 শতাংশ দখল করে রয়েছে।
সাধারণ মানুষের জন্য বড়সড় ধাক্কা। সম্প্রতি তেলের দাম কমলেও এবার ধাক্কা এল অন্যদিক থেকে। আরো পড়ুন
গত বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন, ২০২২-২৩ অর্থবর্ষে পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে রাজ্যগুলিকে মোট ১ লক্ষ কোটি টাকা সুদবিহীন ঋণ দেবে কেন্দ্র। আরো পড়ুন
বয়স তার মাত্র ১০ মাস। এ সময় তো বাবা-মায়ের আদর খাওয়ার কথা তার। খেলা করার কথা। আরো পড়ুন
ভারতের স্পাইসজেটের একটি বিমানকে আচমকাই জরুরি অবতরণ করানো হল পাকিস্তানের বিমানবন্দরে। আরো পড়ুন
একমাসের ব্যবধানে ফের বাড়ল ডিমের দাম (Egg Price)। আরো পড়ুন
44 কোটি গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( State Bank of India) বা SBI। আরো পড়ুন
নতুন পোর্টালের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরো পড়ুন
বহরে বাড়ছে বৈষম্য! দেশের আর্থিক অবস্থা নিয়ে কথা বলতে গেলে বোধহয় এটাই সবার আগে বলা উচিত। আরো পড়ুন
যত খুশি ছুটি নাও, চাকরি যাওয়ার ভয় নেই! আরো পড়ুন