কলকাতা সার্কেল এক নম্বর মোবাইল নেটওয়ার্কের শিরোপা ছিনিয়ে নিল Jio। Vodafone Idea কে পিছনে ফেলে শহরের এক নম্বরে উঠে এসেছে মুকেশ আম্বানির কোম্পানি। শুক্রবার প্রকাশিত রিপোর্টে এই কথা জানিয়েছে টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। 2019 সালের মে মাসে কলকাতা সার্কেলে Jio -র মোট গ্রাহক সংখ্যা ছিল 90,03,329। এপ্রিল মাসে এই সংখ্যাটা ছিল 88,13,745। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা Vodafone Idea -র মে মাসে কলকাতা সার্কেলে মোট গ্রাহক সংখ্যা ছিল 89,25,949। Jio ছাড়া মে মাসে শহরে গ্রাহক সংখ্যা বেড়েছে BSNL -এর। অন্যদিকে একই সময়ে কয়েক লক্ষ গ্রাহক হারিয়েছে Vodafone Idea আর Airtel। কলকাতায় মে মাসে Airtel এর মোট গ্রাহক সংখ্যা ছিল 60,39,082।
একই রিপোর্টে TRAI জানিয়েছে Airtel কে টপকে ভারতের দ্বিতীয় বৃহত্তম নেটওয়ার্কের খেতাব ছিনিয়ে নিল মুকেশ আম্বানির Jio।2019 সালের মে মাসে গোটা দেশে মোট 82 লক্ষ নতুন গ্রাহক Jio নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছেন। এর ফলে ভারতে Jio -র মোট গ্রাহক সংখ্যা 32.2 কোটি ছাড়িয়েছে।
তবে এখনও দেশের এক নম্বর টেলিকম নেটওয়ার্কের তকমা ধরে রেখেছে Vodafone Idea। মে মাসে 38.76 কোটি গ্রাহক সহ দেশের এক নম্বর নেটওয়ার্ক Vodafone Idea। দুই নম্বরে Jio। আর তিন নম্বরে রয়েছে Airtel। কলকাতার মতোই গোটা দেশেও Vodafone Idea আর Airtel মে মাসে বিপুল পরিমান গ্রাহক হারিয়েছে। তবে গোটা নিজেদের গ্রাহক সংখায় বাড়িয়েছে BSNL আর Jio।
TRAI জানিয়েছে ভারতের টেলিকম বাজারে মোট 33.36 শতাংশ দখল করে রেখেছে Vodafone Idea । Jio ও Airtel যথাক্রমে 27.80 শতাংশ ও 27.58 শতাংশ দখল করে রয়েছে।
চলতি আর্থিক বছরে রেলের রাজস্ব থেকে আয় বাড়ল। আরো পড়ুন
তিন দিন পরেই শুরু হচ্ছে বছরের শেষ ডিসেম্বর মাস। আরো পড়ুন
অবশেষে কিছুটা নিয়ন্ত্রণে এল পাইকারি বাজারে মূল্যবৃদ্ধি। আরো পড়ুন
ভারতীয় সেনার জন্য ভারতে তৈরি রকেট লঞ্চার পিনাকা এ বার কিনতে চাইছে বাইরের দেশগুলিও। আরো পড়ুন
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে সপ্তমী থেকে শহরে হতে পারে বৃষ্টি। আরো পড়ুন
অপেক্ষার অবসান। অবশেষে 4% DA বৃদ্ধি করার পথে হাঁটতে চলেছে কেন্দ্র। আরো পড়ুন
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এসবিএসটিসি) অস্থায়ী পরিবহণ কর্মীদের ২৬ দিন কাজের আশ্বাস দিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আরো পড়ুন
রাজ্য সরকারি কর্মচারিদের (State Government Employee) জন্য সুখবর। আরো পড়ুন
17 সেপ্টেম্বর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। আরো পড়ুন