এ যেন ধরি মাছ, না ছুঁই পানি গোছের ব্যাপার!গোপনে নবাব শাহের সঙ্গে বিয়ে সেরেছেন পূজা বাত্রা শুক্রবার দিনভর চলা এই গুজবের পালে আরও একটু হাওয়া লাগাল ওই অভিনেত্রীর সাম্প্রতিক ইনস্টা-পোস্ট।নবাব শাহের সঙ্গে নিজের একটি নতুন ছবি (Instagram Picture) পোস্ট করেন পূজা, এবং সেই ছবিতে তিনি ভাগ মিলখা ভাগ ছবির অভিনেতা নবাবকে বিয়ে করেছেন নাকি করেননি সে ব্যাপারে কোনও উচ্চবাচ্যও করেন নি অভিনেত্রী। “তোমার পাশে #সেলফি” এই ক্যাপশন দিয়েই ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেন পূজা।এর আগে নবাব শাহকে নিজের ইনস্টাগ্রাম পেজে “ম্যান ক্রাশ” বলে উল্লেখ করেন পূজা বাত্রা।তার ঠিক মাস খানেক পর গত ঈদে নিজের ইনস্টা-অফিসিয়ালে তাঁদের সম্পর্কে থাকার কথা তুলে ধরেন।
কিন্তু হাঁটে হাঁড়ি ভাঙে তখনই যখন চলতি সপ্তাহের গোড়ার দিকে, নবাব শাহ নিজের ইনস্টাগ্রাম টাইমলাইনে একটি ভিডিও পোস্ট করেন যাতে পূজা বাত্রাকে বিয়ের কনের সাজে দেখা যায়।যা দেখে এই গুঞ্জন ছড়ায় যে গোপনে নবাবের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন পূজা।
নবাব শাহের ওই বুমেরাং পোস্টটি ভাইরাল হওয়ার পর একটি সূত্র মুম্বই মিররকে জানায় যে গত প্রায় একবছর ধরে একে অপরের সঙ্গে ডেটিং করে চলা ওই যুগল, নিজেদের পরিবারকে সাক্ষী রেখে বিয়ে করেছেন এবং তবে এখনও তাঁদের বিয়ের রেজিস্ট্রি হয়নি।“তাঁরা এখনও নিজেদের বিয়ের রেজিস্ট্রি না করলেও খুব তাড়াতাড়ি তাঁরা তা করে ফেলবেন। আপাতত নিজেদের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা তাঁদের এই বিয়ের জন্যে খুব খুশি।বর্তমানে তাঁরা নবাবের বোনের বিয়ে উপলক্ষে শ্রীনগরে রয়েছেন”, জানিয়েছে ওই সূত্র।
এর আগে, চলতি বছরের জুনেই নবাব শাহ পূজা বাত্রাকে নিজের ইনস্টাগ্রাম পেজে “সোলমেট” বলে সম্বোধন করেন।ঈদের ছবিতে ওই অভিনেতা “ফলো মি” নামে পূজা বাত্রা ও তাঁর একটি ছবি পোস্ট করে লেখেন, “আমার মনের মানুষ খুঁজে পেতে ৪৮ বছর লেগে গেল এবং তারপর সে আমার সামনে এল”।পূজাও ওই একই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন তবে তাতে তিনি নবাব শাহকে ট্যাগ করেননি।
বিরাসাৎ,কহি প্যায়র না হো যায়ে,জোড়ি নাম্বার 1 এবং নায়ক ছবিতে অভিনয় করতে দেখা যায় পূজা বাত্রাকে। অন্যদিকে মুসাফির, লক্ষ্য, ডন টু, দিলওয়ালের মতো কয়েকটি বলিউডের ছবিতে ছোট ছোট কয়েকটি ভূমিকায় অভিনয় করেন নবাব শাহ।
দিওয়ানা মস্তানা-র পাপ্পু পেজার কিংবা মিস্টার ইন্ডিয়ার ক্যালেন্ডার আর নেই। আরো পড়ুন
অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আরো পড়ুন
বিবাহের পরবর্তী অনুষ্ঠানে ব্যস্ত নবদম্পতি সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। আরো পড়ুন
প্রেক্ষাগৃহে পাঠান মুক্তির পর পেরিয়ে গিয়েছে কয়েক সপ্তাহ। আরো পড়ুন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র হেনস্থার শিকার। আরো পড়ুন
এমনিতেই তারকাদের বিয়েতে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হয়। আরো পড়ুন
একদিকে যখন ঘুম ভেঙে উঠে, চোখ কচলে শাহরুখ দর্শকে প্রেক্ষাগৃহে ছুটছে শহরবাসী, তখনই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ কিং খান-এর 'পাঠান' (Pathaan)! আরো পড়ুন
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ছবি, যেখানে সাদা চাদর গায়ে মক্কায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। আরো পড়ুন
যত বড় ভক্তই হন, যেখানে-সেখানে অমিতাভ বচ্চনের ছবি আর লাগিয়ে রাখা যাবে না। আরো পড়ুন
চূড়ান্ত ব্যস্ততা। ঝলমলে বেশে এ দিক-সে দিক ছুটে বেড়াচ্ছেন কৃতি শ্যানন। আরো পড়ুন