ফের রাতের তিলোত্তমার কতটা নিরাপদ আমজনতা থেকে সেলিব্রিটিদের জন্য সেই প্রশ্ন উঠে এল৷ কারণ এবার রাতের কলকাতার অন্ধকার দিকটা চাক্ষুষ করলেন টলিপাড়ার টেলি অভিনেতা জিতু কমল৷
এই খবরটি প্রকাশিত হওয়ার কিছুক্ষণ আগেই জিতু তাঁর ফেসবুক প্রোফাইলে গাড়ির বেশ কয়েকটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় গাড়িতে বিভিন্ন স্থানে ঘষে যাওয়ার দাগ বা স্ক্র্যাচ৷ এবং ৬-৭টি ছবি শেয়ার করে জিতু ক্যপশনের জায়গয় লিখেছে, ‘রাতে শুটিং শেষ করে ফিরছি,মদ্দপ অবস্থায় গাড়ি নিয়ে “দাদারা” মারেন প্রথমে…তারপর চালু হয় গালি..তারপর মেরে ফেলার হুমকি…হাহাহাহা কি অবাক পরিবেশ’৷
অর্থাৎ, সেই চেনা ঘটনারই পুনরাবৃত্তি৷ এবং এবার তার শিকার হলেন অভিনেতা জিতু কমল৷ কিছুদিন আগেই মডেল উষসীও এমন ঘটনার মুখোমুখি হয়েছিলেন সেই রাতের কলকাতাতেই৷ এবং তাঁর অভিযোগে পুলিশ নড়েচড়ে বসলেও, ঘটনার ২০দিনের মধ্যে ২ হজার করে ব্যক্তিগত বন্ডে ছাড়া পেয়ে যায় ৫ অভিযুক্ত৷ এই ঘটনার রেশ এখনও কাটেনি, থামেনি অভিযুক্তদের ধরা নিয়ে পুলিশি নিষ্ক্রিয়তা এবং জামিন নিয়ে সমালোচনা৷ আর মধ্যেই নতুন করে এই কাণ্ড৷ মদ্যপদের হাতে আক্রান্ত অভিনেতা জিতু কমল৷
এর কিছুক্ষণ পরেই ফেসবুক লাইভে সমগ্র ঘটনার কথা শেয়ার করে নেন জিতু৷ সেই সঙ্গে তাঁর কথাতেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন শোনা যায়, যদিও পুলিশ তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল বলে ফেসবুক লাইভে জানান তিনি৷ কিন্তু পুলিশ তাঁকে বাড়ি ফিরে যেতে বলে, এবং আগামিকাল তাঁরা ব্যবস্থা নেবে, পুলিশের এই কথাতেই বিস্ময় প্রকাশ করেছেন অভিনেতা৷ তাঁর প্রশ্ন, হুমকি, আক্রমণ তো রয়েছেই, কিন্তু মদ্যপ অবস্থায় গাড়ি চালানো নিয়েই তো পুলিশ অভিযুক্তদের ধরতে পারত৷ শুধু তাই নয় মদ্যপদের হতে আক্রান্ত হয়ে, খুনের হুমকি পেয়ে রীতিমতো বিপর্যস্ত অভিনেতা৷ তাঁর সাফ বক্তব্য, রাতের বেলায় আর কাজ নয়৷
উল্লেখ্য, গত মে মাসেই অভিনেত্রী নবনীতা দাসের সঙ্গে শুভ কাজ অর্থাৎ বিয়েটা সেরে ফেলেন জিতু৷ ২০১৮ সালে অর্ধাঙ্গিনী ধারাবাহিকে অভিনয় করার সময়ই অভিনেতা জিতু কমলের সঙ্গে আলাপ হয় নবনীতার। সেখানই থেকে বন্ধুত্ব। তারপর বিয়ে৷ মধুচন্দ্রিমাতে হিমাচল প্রদেশে যান জিতু ও নবনীতা। ফেসবুক লাইভে নৈসর্গিক দৃশ্যও দর্শকদের সঙ্গে শেয়ার করে নেন তাঁরা৷
দিওয়ানা মস্তানা-র পাপ্পু পেজার কিংবা মিস্টার ইন্ডিয়ার ক্যালেন্ডার আর নেই। আরো পড়ুন
অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আরো পড়ুন
বিবাহের পরবর্তী অনুষ্ঠানে ব্যস্ত নবদম্পতি সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। আরো পড়ুন
প্রেক্ষাগৃহে পাঠান মুক্তির পর পেরিয়ে গিয়েছে কয়েক সপ্তাহ। আরো পড়ুন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র হেনস্থার শিকার। আরো পড়ুন
এমনিতেই তারকাদের বিয়েতে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হয়। আরো পড়ুন
একদিকে যখন ঘুম ভেঙে উঠে, চোখ কচলে শাহরুখ দর্শকে প্রেক্ষাগৃহে ছুটছে শহরবাসী, তখনই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ কিং খান-এর 'পাঠান' (Pathaan)! আরো পড়ুন
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ছবি, যেখানে সাদা চাদর গায়ে মক্কায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। আরো পড়ুন
যত বড় ভক্তই হন, যেখানে-সেখানে অমিতাভ বচ্চনের ছবি আর লাগিয়ে রাখা যাবে না। আরো পড়ুন
চূড়ান্ত ব্যস্ততা। ঝলমলে বেশে এ দিক-সে দিক ছুটে বেড়াচ্ছেন কৃতি শ্যানন। আরো পড়ুন