কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে নতুন রেকর্ড গড়লেন ভারতের অজয় সিং৷ শুক্রবার ক্লিন অ্যান্ড জার্ক ক্যাটাগরিতে সোনা জেতেন বছর বাইশের এই ভারোত্তলোক৷ এই ক্যাটাগরিতে রুপোও আসে ভারতের ঘরে৷
৮১ কেজি ক্যাটাগরিতে লড়েছিলেন অজয়৷ তাঁর বডি ওয়েটের ডাবল ওজন (১৯০ কেজি) তুলে জাতীয় রেকর্ড ভাঙেন তিনি৷ সেই সঙ্গে অলিম্পিক কোয়ালিফাইয়িং ইভেন্টে গুরুত্বপূর্ণ পয়েন্ট যোগ করেন অজয়৷ এর আগে এশিয়ান ইয়ুথ ও জুনিয়র ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন অজয়৷ ১৪৮ কেজি ইভেন্টে পদক জেতেন তিনি৷ এটাই অজয়ের সেরা স্কোর৷ এপ্রিলে চিনের নিংবু শহরে এশিয়ান চ্যাম্পিয়শিপে ৩২০ কেজির (১৪২ কেজি + ১৭৮ কেজি) থেকে ১৮ কেজি বেশি ওজন তোলেন অজয়৷
অজয়ের সোনা জয়ের পাশাপাশি ৮১কেজি বিভাগে রুপো জেতেন ভারতীয় ভারোত্তলোক৷ ৩১৩ কেজি (১৩৫ কেজি+ ১৭৮ কেজি) তুলে রুপো জিতে নেন পাপুল চাংমাই৷ ফেব্রুয়ারিতে সিনিয়র জাতীয় ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন তিনি৷
পুরুষদের ৮৭ কেজি ক্যাটাগরিতে ২২১ কেজি ওজন তুলে প্রথম স্থান অর্জন করেন পি অনুরুদ্ধ৷ আর কমনওয়েলথে সোনা জয়ী আরভি রাহুল ৮৯ কেজি ক্যাটাগরিতে ৩২৫ কেজি তুলে দ্বিতীয় স্থান অর্জন করেন৷
কয়েদিন আগে গোল্ড কোস্টে কমনওয়েলথ লিফটিং চ্যাম্পিয়নশিপে সিনিয়র, জুনিয়র ও ইয়ুথ ক্যাটাগরিতে মিলিয়ে প্রথম দিনেই আটটি সোনা জিতেছিল ভারত৷ আটটি সোনা ছাড়াও তিনটি রুপো এবং দু’টি ব্রোঞ্জ জেতেন ভারতীয় প্রতিযোগীরা৷ প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন মীরাবাঈ মোট ১৯১ কেজি (৮৪ কেজি ও ১০৭ কেজি) বিভাগে সোনা জেতেন৷ সেই সঙ্গে ২০২০ টোকিও অলিম্পিকে যোগ্যতাঅর্জন করেন মীরাবাঈ৷
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা করল BCCI। আরো পড়ুন
মঙ্গলবার বিশ্বকাপের সম্ভাব্য দিন জানা গিয়েছে। আরো পড়ুন
আইএসএল জয়ী মোহনবাগান দলকে সংবর্ধনা জানাতে বাগান তাঁবুতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বাকি দুই টেস্টে তাঁর খেলার কথা ছিল। আরো পড়ুন
এক জন প্রথম খেলোয়াড় হিসাবে টেনিসে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। আরো পড়ুন
প্রয়াত তুলসীদাস বলরাম। ভারতের প্রাক্তন এই ফুটবলারের বয়স হয়েছিল ৮৬ বছর। আরো পড়ুন
দলে ছিলেন না লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে। আরো পড়ুন
দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে রোহিত শর্মা। আরো পড়ুন