জ্যের মন্ত্রী ও বিধায়কদের ৩০ হাজার টাকা ভাতা বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেইসঙ্গে নিজের বেতন বাড়ালেন প্রায় চারগুন৷ তবে মুখ্যমন্ত্রীর এমন ঘোষণায় বিরোধী বিধায়করাও বেজায় খুশি।
শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, মন্ত্রীরা এতদিন দৈনিক যে ২ হাজার টাকা ভাতা পেতেন তা বাড়িয়ে তিন হাজার টাকা করা হবে। অর্থাৎ মন্ত্রীদের মাসিক ভাতা তিরিশ হাজার টাকা বেড়ে দাঁড়াবে নব্বই হাজার টাকা। একই ভাবে বিধায়কদের দৈনিক ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হবে ২ হাজার টাকা।অর্থাৎ বিধায়কদের মাসিক ভাতা তিরিশ হাজার টাকা থেকে বেড়ে হবে ষাট হাজার টাকা। তবে কবে থেকে বর্ধিত ভাতা দেওয়া হবে তা মুখ্যমন্ত্রী এ দিন স্পষ্ট করেননি।
এতদিন বাংলায় মুখ্যমন্ত্রীর বেতন ছিল ২৭ হাজার ১ টাকা। সেই সঙ্গে এবার থেকে মুখ্যমন্ত্রী ভাতা হিসাবে ৯০ হাজার টাকা ভাতা পাবেন। ফলে মুখ্যমন্ত্রীর বেতন বেড়ে হল ১ লক্ষ ১৭ হাজার ১ টাকা।যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের আগাগোড়া দাবি, তিনি বেতন নেন না৷
সরকারি কোষাগারে আর্থিক অনটন থাকা সত্ত্বেও মন্ত্রী ও বিধায়কদের এতটাকা ভাতাবৃদ্ধি চর্চা শুরু হয়েছে৷তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, বিধায়কদের সৎ পথে থাকার জন্যই হয়ত ভাতা বাড়ালেন মুখ্যমন্ত্রী৷ কারণ যেহেতু তিনি কাটমানি খাওয়া নিয়ে দলীয় নেতাদের কড়া নির্দেশ দিয়েছেন তাই তাঁদের উপার্জনটা নিজেই বাড়িয়ে দিলেন৷
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন
শুক্র, শনি, রবি, সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আরো পড়ুন
রাস্তায় স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে সোজা পুলিশের কাছে গিয়ে ধরা দিলেন স্বামী। আরো পড়ুন
যে সংস্থার নজরদারিতে ধর্ষিতার পরিবারের হাতে আর্থিক সাহায্য পৌঁছনোর কথা, তারাই শুনানি পিছোনোর আবেদন করছে বারবার। আরো পড়ুন
রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে গিয়ে বৃহস্পতিবার থেকেই লালন শেখের রহস্য-মৃত্যুর তদন্ত শুরু করেছে সিআইডি। আরো পড়ুন
ট্যাংরায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। আরো পড়ুন