নিজের বিয়েতেই বলিউড ট্র্যাকে কোমর দোলালেন মার্কিন টেনিস খেলোয়াড় অ্যালিসন রিসকে৷ চলতি মরশুমে উইম্বলডনে কোয়ার্টার ফাইনালে পৌঁছনো অ্যালিসনের এই নাচে বিস্মিত ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা৷
বছর উনত্রিরিশের মার্কিন টেনিস খেলোয়াড় সপ্তাহখানেক আগে বিয়ে করেছেন দীর্ঘদিনের বন্ধু স্টিফেন অমৃতরাজকে৷ প্রাক্তন ভারতীয় টেনিস তারকা তথা প্রাক্তন ডেভিস কাপ ক্যাপ্টেন আনন্দ অমৃতরাজের ছেলে স্টিফেন৷ বছর পঁয়ত্রিরিশের স্টিফেনও মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে পেশাদার
টেনিস খেলেছেন৷ তবে কেরিয়ারে কোনও সিঙ্গলস খেতাব জেতেননি স্টিফেন৷ এটিপি ব়্যাংকিংয়ে সর্বোচ্চ ব়্যাংকিং ছিল ৯৭৩৷
অ্যালিসন চলতি মরশুমে অল ইংল্যান্ড ক্লাবে বিশ্বের এক নম্বর খেলোয়াড় অ্যাশলে বার্টিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন৷ গ্র্যান্ড স্ল্যামে এটাই সেরা সাফল্য অ্যালিসনের৷ পিটসবার্গে অ্যালিসন ও স্টিফেনের বিয়ের ভিডিও ভাইরাল হয় মার্কিন টেনিস তারকার বলিউড ট্র্যাকে নাচের কারণে৷ বিয়ের দিনেই বোন সারাহকে নিয়ে বলিউড মুভি বার বার দেখো’র নাচদে না সারে গানে নাচেন অ্যালিসন৷
officially an Amritraj! I’m the luckiest lady because of @stephenamritraj ! where all my new Indian followers at??!! here’s a little Bollywood to try to win over your affection! 🤣💞🥂 pic.twitter.com/ejX29aT5cF— Alison Riske (@Riske4rewards) July 21, 2019
অ্যালিসনের নাচে মুগ্ধ সানিয়া টুইটে লেখেন, ‘”Yay!! Congratulations.. to you and @stephenamritraj those moves btw.” টেনিস কোর্টের থেকেও বলিউড ট্র্যাকে যেন বেশি স্বাচ্ছন্দ ছিলেন অ্যালিসন৷ চলতি বছর উইম্বলডনে শীর্ষ বাছাই বার্টিকে হারিয়ে সারা ফেলে দিয়েছিলেন বিশ্বের ৩৭ নম্বর অ্যালিসন৷
বিশ্বের এক নম্বর বার্টিকে হারিয়ে অ্যালিসন জানিয়েছিলেন, ‘আমি কোর্টেও অত্যন্ত অ্যাগ্রেসিভ৷ অ্যাশের বিরুদ্ধে কঠিন লড়াই ছিল৷ তবে ঘাসের কোর্টে আমি সেরাটি দিতে পেরেছি৷ আশা করি এবার অন্য জায়গাতেও আমি ভালো খেলতে পারব৷’ বার্টিকে হারিয়ে প্রথমবার গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে উঠলেও শেষ চারে ওঠার লড়াইয়ে প্রাক্তন বিশ্বের এক নম্বর মার্কিনি সেরেনা উইলিয়ামসের কাছে হেরে যান অ্যালিসন৷
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা করল BCCI। আরো পড়ুন
মঙ্গলবার বিশ্বকাপের সম্ভাব্য দিন জানা গিয়েছে। আরো পড়ুন
আইএসএল জয়ী মোহনবাগান দলকে সংবর্ধনা জানাতে বাগান তাঁবুতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বাকি দুই টেস্টে তাঁর খেলার কথা ছিল। আরো পড়ুন
এক জন প্রথম খেলোয়াড় হিসাবে টেনিসে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। আরো পড়ুন
প্রয়াত তুলসীদাস বলরাম। ভারতের প্রাক্তন এই ফুটবলারের বয়স হয়েছিল ৮৬ বছর। আরো পড়ুন
দলে ছিলেন না লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে। আরো পড়ুন
দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে রোহিত শর্মা। আরো পড়ুন