ফের মোদী সরকারকে আক্রমণ বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমির৷ মধ্যপ্রদেশের ইন্দোরে এক অনুষ্ঠানে শাবানা বলেন এখন কেন্দ্রের সরকারের বিরুদ্ধে যেই কথা বলছে, তাঁর বিরুদ্ধে দেশদ্রোহী তকমা বসিয়ে দেওয়া হচ্ছে৷ কোন দেশের সরকার নির্ভুল হতে পারেনা৷ তাকে সমালোচনা শোনার ক্ষমতা রাখতে হবে৷ কিন্তু ভারতের বিজেপি সরকার সেই সমালোচনা সহ্য করতে পারে না৷
শাবানা বলেন দেশের স্বার্থে প্রশ্ন তোলা উচিত৷ সেই প্রশ্নের জবাব দিতে বাধ্য সরকার৷ কিন্তু মানুষের স্বাধীনতা হরণ করা হচ্ছে৷ স্বাধীনভাবে কথা বলার জায়গাটা বন্ধ করে দেওয়া হচ্ছে সুকৌশলে৷ যদি কেউ কেন্দ্র সরকারের ত্রুটি বা ভুল নিয়ে কথা বলে, তবে কি সে দেশদ্রোহী? প্রশ্ন এই স্পষ্টবক্তা অভিনেত্রীর৷
তবে এদি অনুষ্ঠানে কোনও রাজনৈতিক দলের নাম করেননি শাবানা৷ সুকৌশলে নিজের বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন ঠিক কোন দিকে নিশানা তাঁর৷ এর আগেও একাধিকবার মোদী সরকারের বিরুদ্ধে তাঁকে সরব হতে দেখা গিয়েছে৷ এদিন তিনি বলেন দেশভক্তি দেখানোর জন্য কোনও দলের সার্টিফিকেটের দরকার নেই তাঁর৷ সাধারণ মানুষের কাছে তাঁর আবেদন ভয় না পেয়ে সত্যিটা সামনে আনুন৷ প্রয়োজনে একজোট হয়ে কথা বলুন, প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন৷ কারণ গণতন্ত্রের মৌলিক অধিকার বাক স্বাধীনতা৷
ভারতের মত দেশের নাগরিক হতে পেরে তিনি গর্বিত বলে এদিন জানান শাবানা৷ তিনি বলেন তিনি ভাগ্যবতী, যে তাঁর জন্মস্থানের নাম ভারতবর্ষ৷ কারণ এরকম সুন্দর দেশের গোটা বিশ্বে কোনও বিকল্প নেই৷ তবে রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থের কাছে মানবিকতা ও মানুষের প্রয়োজন হারিয়ে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি৷
এর আগে, ভুয়ো পোস্টের শিকার হন শাবানা আজমি। ফের নরেন্দ্র মোদী ক্ষমতায় ফিরলে দেশ ছাড়বেন তিনি। এমন কথা নাকি তিনি বলেছেন বলে রটনা রটে৷ সেই পোস্ট ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায়। তবে পরে ধরা যায়, এটি ভুল তথ্য। জানা যায়, এমন কোনও কথাই বলেননি বিখ্যাত অভিনেত্রী।
সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ তাদের ফ্যাক্ট চেকিংয়ে জানায়, শাবানা আজমিকে নিয়ে ভাইরাল হওয়া পোস্টটি সম্পূর্ণ ভুয়ো। অভিনেত্রী নিজেও সংবাদমাধ্যমকে জানান, তিনি এমন কোনও মন্তব্য করেননি। তাঁর নাম করে অপপ্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন শাবানা। অভিনেত্রীর যে ছবিটি ভাইরাল হয়েছে সেটিও এক বছরের পুরোনো একটি ছবি বলে ইন্ডিয়া টুডের রিভার্স সার্চে জানা যায়৷
এই প্রেক্ষিতে শাবানা বলেন, এ দেশে তিনি জন্মেছেন, এখানেই তাঁর মৃত্যু হবে। দেশ ছাড়ার কোনও পরিকল্পনা তাঁর নেই, বলে জানান শাবানা আজমি। এই ভুয়ো খবর যারা প্রচার করছেন, তাদের তীব্র নিন্দা করে শাবানা বলেন, নিজেদের সঙ্গে অন্যদের মত না মিললেই এক ধরনের মানুষ এই সব ভুয়ো খবর ছড়ান, যা বিদ্বেষমূলক ও হাস্যকর।
ভূমিকম্পের কারণে অ্যানাটোলীয় এবং আরবীয় টেকটনিক প্লেটের মধ্যে ২২৫ কিলোমিটার দীর্ঘ চ্যুতিরেখা ক্ষতিগ্রস্ত হয়েছে। আরো পড়ুন
প্রাথমিকের নিয়োগ পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর শিটে ‘গুপ্ত সঙ্কেত’ ব্যবহার করে চলত দুর্নীতি! আরো পড়ুন
মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস থেকে গণ টোকাটুকির অভিযোগ উঠেছে অনেক বারই। আরো পড়ুন
পাঁচ দিনের মিনি শীতের স্পেল শুরু হয়ে গেল বৃহস্পতিবার থেকে। আরো পড়ুন
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন