একদিকে কর্ণাটকের সরকার কংগ্রেসের হাত থেকে প্রায় চলে যাওয়ার পথে। এরই মধ্যে বিজেপিতে যোগদান পর্ব বাড়ছে।শনিবার বিজেপিতে যোগ দিলেন অ্যাথলিট অঞ্জু ববি জর্জ। কর্ণাটকের বিজেপি প্রেসিডেন্ট বিএস ইয়েদুরাপ্পার উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তিনি। সদস্যপদ বাযানোর জন্য শনিবার বারাণসী থেকে বিজেপির বিশেষ প্রোগ্রাম শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই। অন্তত ২০ শতাংশ সদস্য বাড়ানোই লক্ষ্য বিজেপির।
২০০৩ সালে প্যারিসে ইতিহাস তৈরি করেন এই অঞ্জু ববি জর্জ। তিনি প্যারিসে ২০০৩ ওয়র্ল্ড চ্যাম্পিয়নশিপস ইন অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় লং জাম্প ইভেন্টে ব্রোঞ্জ পদক পান। আজ পর্যন্ত তিনিই হলেন প্রথম কোনও ভারতীয় অ্যাথলিট যিনি একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপস ইন অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ৬.৭০ মিটার লাফিয়ে একটা পদক জিতেছেন।
তাঁর এক শ্রেষ্ঠ প্রদর্শনের সাহায্যে তিনি ২০০৫ খ্রিস্টাব্দে আইএএএফ ওয়র্ল্ড অ্যাথলেটিক্স ফাইনাল প্রতিযোগিতায় সোনার পদক জেতার জন্যে গিয়েছিলেন। ২০০৫ খ্রিস্টাব্দে মন্টে কার্লোতে ওয়র্ল্ড অ্যাথলেটিক্স ফাইনালে অঞ্জু রুপো থেকে সোনা জেতার পর্যায়ে যান। ২০০২ তে অঞ্জু ববি জর্জ অর্জুন পুরস্কারে ভূষিত হন।
২০০৪ এথেন্স অলিম্পিক্স প্রতিযোগিতায় তিনি তাঁর শ্রেষ্ঠ ব্যক্তিগত স্কোর ৬.৮৩ প্রদর্শন করে পঞ্চম স্থান পেয়েছিলেন।
এদিকে, কর্ণাটকের কংগ্রেস-জেডিএস জোট সরকারের অবস্থাও টালমাটাল। শনিবার জোট সরকারের অন্তত ১৩ জন বিধায়ক ইস্তফা দিয়েছেন৷ আর এই পরিপ্রেক্ষিতে সিনিয়র বিজেপি নেতা এবং প্রাক্তন কর্ণাটক মুখ্যমন্ত্রী ডিভি সদানন্দ গৌড়া শনিবার জানান, রাজ্যে সরকার গঠনের জন্য প্রস্তুত বিজেপি, এবং বিজেপি সরকার গঠন করলে রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন বিএস ইয়েদুরাপ্পা৷
এদিন কংগ্রেস-জেডিএস জোট সরকারের কমপক্ষে ১১ বিধায়ক ইস্তফা দেন কর্ণাটক অ্যাসেম্বলি স্পীকারের কাছে , তবে শনিবার ছুটির দিন বলে তাদের সোমবার আসার কথা বলেন স্পীকার৷ তার মধ্যে ৮জন কংগ্রেসের ও তিনজন জনতা দল সেকুলারের বিধায়ক বলে খবর৷ যদি এই পদত্যাগ পত্র গৃহীত হয়, তবে সংখ্যাগরিষ্ঠতা হারাবে জোট সরকার৷ ২২৪ আসনের বিধানসভায় ১১৬ আসন রয়েছে জোট সরকারের৷ সরকার ধরে রাখতে গেলে প্রয়োজন ১১৩ জন বিধায়কের৷
শ্রীলঙ্কার পরে নিউজিল্যান্ডকেও চুনকাম করে এক দিনের সিরিজ জিতেছে ভারত। আরো পড়ুন
ইনদওরের ম্যাচে ভারতের প্রথম একাদশে নেই মহম্মদ শামি। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক হয়েও বিতর্কে জড়িয়ে গিয়েছে এমিলিয়ানো মার্তিনেসের নাম। আরো পড়ুন
বিশ্বকাপ (Qatar World Cup 2022) জিতেছেন। স্বপ্নপূরণ করেছেন। আরো পড়ুন
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব মিটে গিয়েছে। আরো পড়ুন
শুক্রবার বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে নামছে ব্রাজিল। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের দশম দিনে শুরু হল গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলা। আরো পড়ুন
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নেতৃত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। আরো পড়ুন
এক দিনের সিরিজের প্রথম ম্যাচে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে ৭ উইকেটে হারলেন শিখর ধাওয়ানরা। আরো পড়ুন