উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার আস্থা ভোটে ব্যাপক গোলমাল হওয়ার পর, ওই ভোট নিয়ে আদালতে যেতে চায় বিজেপি। মঙ্গলবার আস্থা ভোটে অংশ নিতে বিজেপির ১১ জন কাউন্সিলর পুরসভায় আসে। কিন্তু, অভিযোগ ৯ জন কাউন্সিলরকে ঢুকতে দেওয়া হয়।
কিন্তু পুলিশ ২ জন কাউন্সিলরকে ঢুকতে দেয়নি। ওই দুই কাউন্সিলর হাইকোর্টের কপি দেখালেও তাদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। তৃণমূল দাবি করে ১০-৯ ভোটে তারা পুরসভা জিতে নিয়েছে। যদিও তৃণমূলের দাবি উড়িয়ে দিয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়।
প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, “হাইকোর্ট নির্দেশ দিয়েছিল বনগাঁয় আস্ত ভোটের বৈঠক ডাকার দায়িত্বে ছিলেন ৩ জন কাউন্সিলর। কিন্তু, তাঁদের সিরিয়া দিয়ে কে বা কারা ওই বৈঠকে ডেকেছিল কেউ জানে না। আমাদের ১১ জন কাউন্সিলরকে তালা আটকে রাখা হয়েছিল। তবে এই মাত্র খবর পাওয়া গেলো, তারা ছাড়া পেয়েছে। ওই পুরসভার সরকারি কর্তৃপক্ষের কাছে গিয়ে ভোট দিয়েছেন। বনগাঁ আমরা ১১-০ ভোটে জিতেছি।”
প্রতাপবাবু আরও বলেন, বনগাঁ পুরসভা তৃণমূল কংগ্রেস দখল করতে চাইলে আমরা আইনের পথে যাবো। বিজেপি যাতে বনগাঁ পুরসভা দখল করতে পারে , সেই জন্যই তৃণমূল পরিকল্পিত ভাবে এই কাণ্ড ঘটিয়েছে। কিছু স্থানীয় গুণ্ডা তৃণমূলের জন্য কাজ করছে। পুলিশও কিছু দেখছে না। কিন্তু বলে রাখতে চাই, বনগাঁ পুরসভা ভারতীয় জনতা পার্টির।
নিজাম প্যালেসের সিবিআই দফতরে পৌঁছছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
মাধ্যমিকের ফলপ্রকাশ। পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। আরো পড়ুন
অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিলের পর ববিতা সরকারের চাকরিও বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেব না। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে মারধর করে খুনের ঘটনায় উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের জেলার ময়নার বাকচা। আরো পড়ুন
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ সংক্রান্ত মামলা সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আরো পড়ুন
জেলে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায়ের আঙুল ফোলা ছিল। আরো পড়ুন
বিজেপিতে ফিরতে দিল্লিতে গিয়ে হত্যে দিয়ে পড়ে আছেন মুকুল রায়। আরো পড়ুন