২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের পালটা সভাতে বিজেপি হাজির করতে পারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে৷ ২১ জুলাইয়ে শহিদ দিবসের পালটা সভা বিজেপি কবে করবে তা এখনও ঠিক হয়নি৷
অনেকেই বলছেন, সভা হতে পারে ওই দিনই৷ কিন্তু এটা ঠিক হয়ে গিয়েছে, ওই সভাতে বক্তব্য রাখবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ অনেকেই বলছেন, জুলাইতেই অমিত শাহ পশ্চিমবঙ্গে সভা করতে আসবেন৷ বিজেপির শহিদ দিবসে বক্তব্য রাখবেন তিনি-ই৷
বহু বছর ধরেই ২১ জুলাই শহিদ দিবস পালন করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই সভা থেকেই তিনি তার রাজনৈতিক অ্যাজেন্ডা ঠিক করেন৷ কিন্তু ২০১৯ সালে পরিস্থিতি আলাদা৷ ১৮টি আসন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছে৷
সেই কারণেই, ২১ জুলাই অন্যান্য বছরের থেকেও মমতার কাছে যথেষ্ট বিশেষ গুরুত্বপূর্ণ৷ অন্যান্য বছর ২১ জুলাই কয়েক লক্ষের জনসমাদেশ হয় ধর্মতলায়৷ সারা বাংলার বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন৷ বিজেপির বক্তব্য, মানুষ এবার আসবে না৷ মানুষ কাটমানি ফেরত চাইবে৷ কোনও জোরজবরদস্তি সহ্য করবে না৷
পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর ২০১৯ সালে এসে সব থেকে কঠিন রাজনৈতিক পরিস্থিতির মুখে রয়েছে তৃণমূল৷ কিন্তু বিজেপি চায় না যে ২১ জুলাইয়ের সম্পূর্ণ লাইমলাইট মমতা বন্দ্যোপাধ্যায় একাই টেনে নিক৷ মমতাকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে নারাজ বিজেপি৷ সেক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা নির্বাচন পরবর্তি পরিস্থিতিতে মৃত বিজেপি কর্মীদের স্মৃতিতে শহিদ দিবস পালন করবে বিজেপি৷
ভূমিকম্পের কারণে অ্যানাটোলীয় এবং আরবীয় টেকটনিক প্লেটের মধ্যে ২২৫ কিলোমিটার দীর্ঘ চ্যুতিরেখা ক্ষতিগ্রস্ত হয়েছে। আরো পড়ুন
প্রাথমিকের নিয়োগ পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর শিটে ‘গুপ্ত সঙ্কেত’ ব্যবহার করে চলত দুর্নীতি! আরো পড়ুন
মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস থেকে গণ টোকাটুকির অভিযোগ উঠেছে অনেক বারই। আরো পড়ুন
পাঁচ দিনের মিনি শীতের স্পেল শুরু হয়ে গেল বৃহস্পতিবার থেকে। আরো পড়ুন
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন