রাজ্যের প্রস্তাবিত বাংলা নাম খারিজ করল মোদী সরকার৷স্বরাষ্ট্রমন্ত্রক সাফ জানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গের নাম বদল করা কোনওভাবেই সম্ভব নয়৷ রাজ্যের নাম পরিবর্তনের জন্য প্রয়োজন সংবিধান সংশোধন৷
বাম আমলেই শুরু হয়েছিল রাজ্যের নাম বদলের উদ্যোগ। কিন্তু শেষ পর্যন্ত তা বেশি দূর গড়ায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ও ক্ষমতায় আসার পর চেয়েছিলেন পশ্চিমবঙ্গের নাম বদলাতে। কিন্তু যে কোনও কারণেই বিষয়টা ধামাচাপাই ছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসের গোড়াতেই হঠাত্ নাম পরিবর্তনের প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যান মুখ্যমন্ত্রী। ২০১৬ সালের অক্টোবর মাসে রাজ্য মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গ নাম বদলে ফেলার প্রস্তাব পাস করিয়ে নেন তিনি ।
রাজ্য সরকারের বক্তব্য ছিল, প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে বরাবরই পশ্চিমবঙ্গের ডাক পড়ে একদম শেষে। কারণ ইংরেজি বর্ণমালা অনুযায়ী রাজ্যগুলোর নাম ধরে ধরে বলার সুযোগ দেওয়া হয়। এ রাজ্যের ইংরেজি নাম ‘ওয়েস্ট বেঙ্গল’ শুরু ডব্লিই অক্ষর দিয়ে। ফলে ডাক আসে একদম শেষে। একে দীর্ঘ অপেক্ষা, তার উপর প্রথম দিকের বক্তারা বেশি সময় নিয়ে ফেলায় শেষের বক্তাদের নির্ধারিত সময় কমে যায়। তা ছাড়া শেষ দিকে অনেকটা শিথিলও হয়ে আসে সভার মনোভাব। সেই কারণেই রাজ্যের নাম বাংলা করার প্রস্তাব দেওয়া হয় কেন্দ্রকে৷ মুখ্যমন্ত্রী নিজে তৎকালীন স্বরাষ্ট্রসচিব রাজনাথ সিংকে ফোনে জানান, এটা রাজ্যের আবেগের ব্যাপার৷ দ্রুত বিষয়টি দেখুন৷ রাজনাথও বিষয়টি দেখার আশ্বাস দিয়েছিলেন বলে তৃণমূলের তরফে দাবি করা হয়৷
এদিকে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ চেয়েছিলেন রাজ্যের নাম পশ্চিমবঙ্গই থাকুক৷বুধবার স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছেন, পশ্চিমবঙ্গের নাম বদলের কোনও প্রশ্নই উঠছে না৷
কেন্দ্রের এই সিদ্ধান্ত শোনার পর সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, “আমি খুব হতাশ হলাম৷জন্মে থেকে আমাদের রাজ্যকে বাংলা বলেই জানি৷ পরে পশ্চিমবঙ্গ করা হয়েছিল৷ কেন্দ্রীয় সরকার কেন খারিজ করল সেটা জানি না৷তবে কাজটা ঠিক হল না৷”
প্রাথমিকের নিয়োগ পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর শিটে ‘গুপ্ত সঙ্কেত’ ব্যবহার করে চলত দুর্নীতি! আরো পড়ুন
মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস থেকে গণ টোকাটুকির অভিযোগ উঠেছে অনেক বারই। আরো পড়ুন
পাঁচ দিনের মিনি শীতের স্পেল শুরু হয়ে গেল বৃহস্পতিবার থেকে। আরো পড়ুন
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন
শুক্র, শনি, রবি, সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আরো পড়ুন