কয়েকঘণ্টা পরই মোদী-টু সরকারের প্রথম বাজেট পেশ৷ অর্থনীতিবিদদের মহলে বাজেট নিয়ে চর্চা তুঙ্গে৷ এই বাজেট ঘিরে শ্রমিক সংগঠনের নেতাদেরও রয়েছে একাধিক প্রত্যাশা৷একনজরে তা দেখে নেওয়া যাক৷
শোভনদেব চট্টোপাধ্যায়( INTTUC):প্রথমত সারা দেশে শ্রমিকরা খুব অসহায় অবস্থার মধ্যে রয়েছে৷যাঁরা সংগঠিত শ্রমিক তাঁরা তো আন্দোলন করে দাবি দাওয়া আদায় করে৷তাঁদের অত অসুবিধে হয় না৷ কিন্তু দেশে অসংগঠিত শ্রমিকদের সংখ্যা বেশি৷ তাঁদের নূন্যতম ২০ হাজার টাকা বেতন দিতে হবে৷ পেনশনের আওতায় আনতে হবে৷ এককথায় সামাজিক সুরক্ষা বলতে যা বোঝায় তা সুনিশ্চিত করতে হবে৷
কামরুজ্জামান কোমার(সভাপতি, INTUC): এই সরকারের থেকে আমাদের বড় কোনও প্রত্যাশা নেই৷তার কারণ মোদীজি প্রথম ক্যাবিনেট বৈঠকেই দেশে স্বাধীনতার আগে থেকে যে শ্রমিক আইনগুলি রয়েছে সেগুলো বিলুপ্ত করার কথা বলেছেন৷আমাদের আশঙ্কা যে শ্রমিকদের সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে৷একশোটির বেশি কোম্পানির বেসরকারিকরণ করতে চলেছেন৷এরমধ্যে রাজ্যের ৬টি কোম্পানি রয়েছে৷ তাই শ্রমিক মহলের ওনার থেকে কিছু চাওয়ার নেই৷
শ্যামল চক্রবর্তী( সর্বভারতীয় সহ সভাপতি, CITU): এটা বাজেটের মধ্যে পড়েনা তবু শ্রমিক বিরোধী আইনগুলোকে আনা বন্ধ করুক কেন্দ্রীয় সরকার৷শ্রমিকদের ১৮ হাজার টাকা ন্যুনতম মজুরি তা বাজেটে গ্যারান্টেড করতে হবে৷ না দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে৷ এছাড়া, ষাট বছর বয়স হয়ে গেলে ৬ হাজার টাকা মাথা পিছু পেনশনের ব্যবস্থা করা, প্রভিডেন্ট ফান্ড ও পেনশনের টাকা শেয়ার বাজারে দেওয়া যাবে না৷ যথাযোগ্য মূল্যে শ্রমিকদের অবসরের পর সেই টাকা ফেরত দিতে হবে৷ সেইসঙ্গে মহিলা সহ সকলের ক্ষেত্রেই সমান কাজে সমান বৈধতা দিতে হবে৷
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে মোদী সরকারের অন্তর্বতীকালীন বাজেটে অসংগঠিত কর্মীদের জন্য ‘মেগা পেনশন যোজনা’ঘোষণা করা হয়। সেইসঙ্গে ৬০ বছরের বেশি বয়সী অসংগঠিত শ্রমিকদের ‘প্রধানমন্ত্রী শ্রম যোগ মন্ধন’ প্রকল্পে ৩ হাজার টাকার মাসিক পেনশন দেওয়ার কথাও বাজেটে বলা হয়৷
গরুপাচার মামলায় সিবিআইয়ের দশম তলব এড়ালেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আরো পড়ুন
সোমবার কলকাতা গেলেও সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে যাননি অনুব্রত (কেষ্ট) মণ্ডল। আরো পড়ুন
টাকা তাঁর নয়। মঙ্গলবার এমনই দাবি করলেন অর্পিতা মুখোপাধ্যায়। আরো পড়ুন
রাজ্য মন্ত্রিসভায় রদবদল। একথা নিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। আরো পড়ুন
প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হল রিয়েল এস্টেটে বিনিয়োগের নথিপত্র। আরো পড়ুন
বৃহস্পতিবার তাঁর মন্ত্রিসভার বৈঠকের দিকে নজর ছিল গোটা রাজ্যের। আরো পড়ুন
শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতিতে আর্থিক তছরুপের তদন্তে নেমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বান্ধবীর বাড়ি থেকে তাড়া তাড়া টাকা উদ্ধার করেছে ইডি। আরো পড়ুন