এক বছর প্যারিস সাঁ জা’য় কাটিয়ে পুনরায় জুভেন্তাসে ফিরছেন বুফোঁ৷ আসন্ন মরশুমে আবার জুভেন্তাসের জার্সিতে মাঠে নামতে চলেছেন তিনি৷ বৃহস্পতিবারই তুরিনে জুভেন্তাসের মেডিক্যাল সেন্টারে ডাক্তারি পরীক্ষা হয় বুফোঁর৷
২০১৭-১৮ মরশুমের শেষেই জুভেন্তাস ছাড়ার সিদ্ধান্ত নেন অভিজ্ঞ ইতালিয়ান গোলকিপার৷ সিরি-এ ছেড়ে তিনি যোগ দেন ফরাসি লিগে৷ প্যারিস সাঁ জা’র সঙ্গে এক বছরের চুক্তিতে আবদ্ধ হন এবং চুক্তি আরও একবছর বাড়িয়ে নেওয়ার রাস্তাও খুলে রাখেন বুফোঁ৷ তবে মাত্র একটা মরশুম পিএসজি’তে কাটিয়ে প্যারিস ছাড়ার কথা ঘোষণা করেন তিনি৷ মরশুম শেষেই জানিয়ে দেন, তিনি আর থাকছেন না নেইমারদের সঙ্গে৷ তবে তৎক্ষণাৎ তিনি নিজের ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানাননি৷
ইঙ্গিত মেলে জুভেন্তাসের তরফে৷ মাঝে ওল্ড লেডির একটি ম্যাচের সময় গ্যালারিতে হাজির ছিলেন বুফোঁ৷ মাঠে নেমে খেলোয়াড়দের সঙ্গে আড্ডা দিতেও দেখা যায় তাঁকে৷ বৃহস্পতিবার সরাসরি না জানালেও সোশ্যাল মিডিয়ায় বুঁফোর বুভেন্তাসে ফেরার কথা প্রকারান্তরে জানিয়ে দেওয়া হয় জুভেন্তাসের তরফে৷ বেশ কয়েকটি টুইটে ক্লাবের ট্রেনিং সেন্টারের বাইরে সমর্থকদের সঙ্গে বুফোঁর ছবি তোলা ও তাদের অটোগ্রাফ দেওয়ার ছবি পোস্ট করা হয় জুভেন্তাসের তরফে৷ পরে ৪১ বছর বয়সি গোলকিপারের মেডিক্যাল টেস্ট দেওয়ার একটি ভিডিও পোস্ট করা হয় ক্লাবের অফিসিয়াল টুইট অ্যাকাউন্টে৷
জানা যাচ্ছে যে, ১.৫ মিলিয়ন ইউরো বা ভারতীয় মুদ্রায় প্রায় ১২ কোটি টাকার বিনিময়ে এক বছরের জন্য জুভেন্তাসের সঙ্গে দ্বিতীয় দফায় যুক্ত হচ্ছেন ইতালির বিশ্বকাপজয়ী গোলকিপার৷ মূলত রিজার্ভ গোলকিপার হিসাবেই চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি৷ পরে ক্লাবের ম্যানেজমেন্ট টিমের সদস্য হতে পারেন বুফোঁ৷
প্রথম দফায় ২০১১ থেকে ২০১৮ পর্যন্ত দীর্ঘ সময় জুভেন্তাসে কাটিয়েছেন বুঁফো৷ ক্লাবের জার্সিতে ইতালিয়ান লিগের ৬৪০টি ম্যাচ খেলেছেন তিনি৷ আর মাত্র ৮টি ম্যাচ খেললে কিংবদন্তি পাওলো মালদিনির রেকর্ড টপকে যাবেন বুফোঁ৷ মালদিনি সিরি-এ’তে রেকর্ড ৬৪৭টি ম্যাচ খেলেছেন৷
মঙ্গলবার বিশ্বকাপের সম্ভাব্য দিন জানা গিয়েছে। আরো পড়ুন
আইএসএল জয়ী মোহনবাগান দলকে সংবর্ধনা জানাতে বাগান তাঁবুতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বাকি দুই টেস্টে তাঁর খেলার কথা ছিল। আরো পড়ুন
এক জন প্রথম খেলোয়াড় হিসাবে টেনিসে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। আরো পড়ুন
প্রয়াত তুলসীদাস বলরাম। ভারতের প্রাক্তন এই ফুটবলারের বয়স হয়েছিল ৮৬ বছর। আরো পড়ুন
দলে ছিলেন না লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে। আরো পড়ুন
দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে রোহিত শর্মা। আরো পড়ুন
তাঁর ব্যাটের উপর ভর করেই, গতবার বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) জিতেছিল টিম ইন্ডিয়া (Team India)। আরো পড়ুন
রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা। গত বার এখান থেকেই বিদায় নিতে হয়েছিল মনোজ তিওয়ারিদের। আরো পড়ুন
শ্রীলঙ্কার পরে নিউজিল্যান্ডকেও চুনকাম করে এক দিনের সিরিজ জিতেছে ভারত। আরো পড়ুন