এক বছর প্যারিস সাঁ জা’য় কাটিয়ে পুনরায় জুভেন্তাসে ফিরছেন বুফোঁ৷ আসন্ন মরশুমে আবার জুভেন্তাসের জার্সিতে মাঠে নামতে চলেছেন তিনি৷ বৃহস্পতিবারই তুরিনে জুভেন্তাসের মেডিক্যাল সেন্টারে ডাক্তারি পরীক্ষা হয় বুফোঁর৷
২০১৭-১৮ মরশুমের শেষেই জুভেন্তাস ছাড়ার সিদ্ধান্ত নেন অভিজ্ঞ ইতালিয়ান গোলকিপার৷ সিরি-এ ছেড়ে তিনি যোগ দেন ফরাসি লিগে৷ প্যারিস সাঁ জা’র সঙ্গে এক বছরের চুক্তিতে আবদ্ধ হন এবং চুক্তি আরও একবছর বাড়িয়ে নেওয়ার রাস্তাও খুলে রাখেন বুফোঁ৷ তবে মাত্র একটা মরশুম পিএসজি’তে কাটিয়ে প্যারিস ছাড়ার কথা ঘোষণা করেন তিনি৷ মরশুম শেষেই জানিয়ে দেন, তিনি আর থাকছেন না নেইমারদের সঙ্গে৷ তবে তৎক্ষণাৎ তিনি নিজের ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানাননি৷
ইঙ্গিত মেলে জুভেন্তাসের তরফে৷ মাঝে ওল্ড লেডির একটি ম্যাচের সময় গ্যালারিতে হাজির ছিলেন বুফোঁ৷ মাঠে নেমে খেলোয়াড়দের সঙ্গে আড্ডা দিতেও দেখা যায় তাঁকে৷ বৃহস্পতিবার সরাসরি না জানালেও সোশ্যাল মিডিয়ায় বুঁফোর বুভেন্তাসে ফেরার কথা প্রকারান্তরে জানিয়ে দেওয়া হয় জুভেন্তাসের তরফে৷ বেশ কয়েকটি টুইটে ক্লাবের ট্রেনিং সেন্টারের বাইরে সমর্থকদের সঙ্গে বুফোঁর ছবি তোলা ও তাদের অটোগ্রাফ দেওয়ার ছবি পোস্ট করা হয় জুভেন্তাসের তরফে৷ পরে ৪১ বছর বয়সি গোলকিপারের মেডিক্যাল টেস্ট দেওয়ার একটি ভিডিও পোস্ট করা হয় ক্লাবের অফিসিয়াল টুইট অ্যাকাউন্টে৷
জানা যাচ্ছে যে, ১.৫ মিলিয়ন ইউরো বা ভারতীয় মুদ্রায় প্রায় ১২ কোটি টাকার বিনিময়ে এক বছরের জন্য জুভেন্তাসের সঙ্গে দ্বিতীয় দফায় যুক্ত হচ্ছেন ইতালির বিশ্বকাপজয়ী গোলকিপার৷ মূলত রিজার্ভ গোলকিপার হিসাবেই চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি৷ পরে ক্লাবের ম্যানেজমেন্ট টিমের সদস্য হতে পারেন বুফোঁ৷
প্রথম দফায় ২০১১ থেকে ২০১৮ পর্যন্ত দীর্ঘ সময় জুভেন্তাসে কাটিয়েছেন বুঁফো৷ ক্লাবের জার্সিতে ইতালিয়ান লিগের ৬৪০টি ম্যাচ খেলেছেন তিনি৷ আর মাত্র ৮টি ম্যাচ খেললে কিংবদন্তি পাওলো মালদিনির রেকর্ড টপকে যাবেন বুফোঁ৷ মালদিনি সিরি-এ’তে রেকর্ড ৬৪৭টি ম্যাচ খেলেছেন৷
হাতে আর তিন মাসও সময় বাকি নেই। আরো পড়ুন
ভারোত্তোলনে অল্পের জন্য সোনা জিততে পারেননি সঙ্কেত সরগর। আরো পড়ুন
বাংলার প্রথম মহিলা সাইক্লিস্ট হয়ে কমনওয়েলথ গেমসে অভিষেক স্মরণীয় হল না ত্রিয়াশা পালের। আরো পড়ুন
লিয়েন্ডার পেজকে সম্মান দিতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। আরো পড়ুন
শুক্রবার ভোরে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছেন নীরজ চোপড়া। আরো পড়ুন
১৪ বছর হয়ে গেল তিনি খেলা ছেড়ে শিক্ষক। সেই শিক্ষক পুল্লেলা গোপীচন্দের আর একটু উত্তরণ হল। আরো পড়ুন
ইংল্যান্ডের বিরুদ্ধেও ব্যর্থ বিরাট কোহলী। পঞ্চম টেস্টের দু’ইনিংস মিলিয়ে ৩১, দু’টি টি-টোয়েন্টি ম্যাচে ১২, দু’টি এক দিনের ম্যাচে ৩৩ রান করেছেন তিনি। আরো পড়ুন
কমনওয়েলথ গেমসের আগে নিজেকে তৈরি করে নেওয়ার অভিযানের প্রথম ধাপে সফল হলেন পি ভি সিন্ধু। আরো পড়ুন