মোদী সরকারের দ্বিতীয় ইনিংসের প্রথম বাজেট৷ ইন্দিরা গান্ধীর ৪৯ বছর পর সংসদে দাঁড়িয়ে ফের বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন৷ যার বিরোধিতায় রাজ্যের শাসক দল তৃণমূল৷ দলীয় ট্যুইটার হ্যান্ডেলে কেন্দ্রীয় বাজেটকে ‘স্বপ্ন দেখানোর বাজেট’ বলে কটাক্ষ করেন তৃণমূলের জাতীয় মুখপত্র ডেকের ও’ব্রায়েন৷
প্রধানমন্ত্রী মোদী নির্মলা সীতারমনের পেশ করা বাজেটকে ‘আগামীর দিশা’ বলে বর্ণনা করেছেন৷ প্রতিবাদে সরব জোড়াফুল শিবির৷ দলীয় ট্যুইটার হ্যান্ডেলে কী কারণে বিরোধিতা তার কারণগুলি তুলে ধরা হয়েছে তৃণমূলের তরফে৷ মূলত পাঁচটি কারণের উপর ভিত্তি করে কেন্দ্রীয় বাজেটের বিরোধীতা করা হয়েছে৷
প্রথমেই বলা হয়েছে, দ্বিতীয় মোদী সরকারের প্রথম বাজেট স্বপ্ন দেখানোর বাজেট৷ সরকার এখনও স্বপ্ন দেখিয়ে চলেছে৷ কিন্তু তা কার্যকর হচ্ছে না৷ ভুক্তভোগী সাধারণ মানুষের জন্য এটি একটি দুঃস্বপ্ন৷
দেশে কর্মসংস্থান বাড়াতে কেন্দ্রীয় বাজেটে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের ঘোষণা করা হয়েছে৷ যার উদ্দেশ্য দেশকে বিক্রি করে দেওয়ার সামিল বলে দাবি ডেরেক ও’ব্রায়েনের৷ দলীয় ট্যুইটার ও ফেসবুকে ডেরেক লিখেছেন, ‘সংবাদমাধ্যম, বিমান পরিবহণ ব্যবস্থায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এবং বিদেশি বীমা মধ্যস্থতাকারীদের আরও সুবিধা করে দেওয়ার মানে সরকার দেশকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা ইতিমধ্যেই চালু করে দিয়েছে৷’
সরকারের সামনে চ্যালেঞ্জ দেশের কর্মসংস্থান৷ বাজেটে সে সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু বলা হয়নি৷ যা নিয়ে বিরোধীতায় সামিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল৷ দলের জাতীয় মুখপাত্র লিখেছেন, চাকরি তৈরীর ব্যাপারে কোনও সুনির্দিষ্ট নীতি নেই এই বাজেটে।’ তাঁর কটাক্ষ ‘বরং স্টার্টআপের জন্য নতুন টিভি শোয়ের কথা বলা হল!’
রেল বাজেটকে আগেই কেন্দ্রীয় বাজেটের অন্তর্ভুক্ত করেছে মোদী সরকার৷ ডেরেক ও’ব্রায়েনের দাবি, ‘পরিবহণের কথা মাত্র দু’মিনিট বলা হল। কয়েক বছর আগে তৃণমূল যা পূর্বাভাস দিয়েছিল তাই হল – রেল বাজেট চিরতরে হারিয়ে গেল। রেলের জন্য স্পেশাল পারপাস ভেহিকেল (Special Purpose Vehicle) যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী, যা রাজ্যের ওপর আরও বোঝা চাপায়।’
পেট্রোল ডিজেলের উপর সেস চাপিয়ে সরকারি কোষাগার বৃদ্ধির কথা বলা হয়েছে এদিনের বাজেটে৷ যার বিরোধীতা করে তৃণমূল৷ রাজ্যের শাসক দল মনে করছে, ‘এটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপহাস, কারণ সেসের ভাগ তো রাজ্য পায় না৷’
ভোটের আগে বিজেপির মাথা ব্যাথার কারণ ছিল কৃষককূল৷ গেরুয়া ঝড় থেমে গিয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ডে৷ তবে, লোকসভা ভোটে তার ছাপ পড়েনি৷ বিজেপির পালেই হাওয়া লেগেছে৷ তৃণমূলের দাবি অবশ্য কেন্দ্রীয় বাজেটে বঞ্চিত কৃষকরা৷ সোশ্যাল সাইটে লেখা হয়েছে, ‘এখনকার বৃদ্ধির হার ধরে হিসেব করলে, সরকারের প্রতিশ্রুতি মত কৃষকদের আয় দ্বিগুণ হবে ২০৪০ সালে, ২০২২ সালে নয়।’ কৃষকদের অবস্থা নিয়ে কেন্দ্রের বিরোধীতা করতে গিয়ে বাংলার উদাহরণ পেশ করা হয়েছে তৃণমূলের তরফে৷ লেখা হয়েছে, ‘ইতিমধ্যেই কৃষকদের আয় তিনগুণ বৃদ্ধি পেয়েছে৷’
লেখা হয়েছে, ‘জিডিপি তথ্য… সে তো ঘেঁটে ঘ হয়ে গেছে৷’
ভোটের আগে থেকে কেন্দ্র রাজ্য সংঘাত ছিলই৷ চতুর্দশ নির্বাচনের পরও তা অব্যাহত৷ নীতি আয়োগ থেকে ‘একদেশ এক ভোট’ সম্পর্কিত মোদীর ডাকা বৈঠকে যাননি বাংলার মুখ্যমন্ত্রী৷ বাজেট নিয়েও ধরা পড়ল সেই বিরোধীতার রেশ৷
নিজাম প্যালেসের সিবিআই দফতরে পৌঁছছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
মাধ্যমিকের ফলপ্রকাশ। পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। আরো পড়ুন
অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিলের পর ববিতা সরকারের চাকরিও বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেব না। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে মারধর করে খুনের ঘটনায় উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের জেলার ময়নার বাকচা। আরো পড়ুন
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ সংক্রান্ত মামলা সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আরো পড়ুন
জেলে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায়ের আঙুল ফোলা ছিল। আরো পড়ুন
বিজেপিতে ফিরতে দিল্লিতে গিয়ে হত্যে দিয়ে পড়ে আছেন মুকুল রায়। আরো পড়ুন