মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে ক্রিকেটবিশ্বে যতই চর্চা হোক কেন, এখনই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই ইচ্ছে নেই মাহি’র৷ এমনটাই জানালেন তাঁর ঘনিষ্ট বন্ধু অরুণ পান্ডের৷
সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ভারতের বিদায়লগ্নেই ধোনির অবসর নিয়ে শুরু হয় গুঞ্জন৷ কিন্তু সেই গুঞ্জন এখনও চলছে৷ আসন্ন ক্যারিবিয়ান সফরের ভারতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজগামী বিমানে ধোনি উঠবেন কিনা, তা নিয়ে শুরু হয় জল্পনা৷ কিন্তু মাহির দীর্ঘদিনের বন্ধু অরুণ শুক্রবার পিটিআই-কে জানান, ‘এখনই অবসর নেওয়ার কোনও পরিকল্পনা নেই ধোনির৷ কিন্তু তারপরও ধোনির অবসর নিয়ে যে জল্পনা চলছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক৷’
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য রবিবার মুম্বইয়ে ভারতীয় দল বেছে নেবে জাতীয় নির্বাচক কমিটি৷ শুক্রবার ক্যারিবিয়ান সফরের জন্য এমএসকে প্রসাদ নেতৃত্বাধীন নির্বাচক কমিটির দল বেছে নেওয়ার কথা থাকলেও বোর্ডের নতুন নিয়ম কার্যকরী করতে গিয়ে তা পিছিয়ে যায়। পরে অবশ্য বোর্ডের তরফে জানানো হয়, রবিবারই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল বেছে নেবে জাতীয় নির্বাচক কমিটি৷
রবিবাসরীয় দুপুরে আরব সাগরের তীরে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত, নাকি অতীত আঁকড়ে পরে থাকবেন নির্বাচকরা সে দিকেই তাকিয়ে দেশের আপামর ক্রিকেট ফ্যানেরা৷ সদ্য ৩৮ বছরে পা-দেওয়া ধোনিকে কি ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলে সুযোগ পাবেন, না কোনও সাহসী সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা!
কিন্তু ক্যারিবিয়ান সফরের দল নির্বাচনের ঠিক আগে ধোনির বন্ধুর এই বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ৷ বছর পাঁচেক আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও সমানতালে ওয়ান ডে এবং টি-২০ খেলে চলেছেন ধোনি৷ এই দুুই ফর্ম্যাটে তাঁর নেতৃত্বেই বিশ্বকাপ জিতেছে ভারত৷ ২০০৭-এ টি-২০ বিশ্বকাপ জয়ের পর ২০১১ সালে কপিল দেবের ২৮ বছর পর দেশকে ওয়ান ডে বিশ্বকাপ এনে দেন মাহি৷
তবে সুত্রের খবর, ওয়েস্ট ইন্ডিজ সফরের দল নির্বাচনের আগে দু’বারের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেবে প্রসাদের নির্বাচন কমিটি৷ বিরাটদের ক্যারিবিয়ান সফর শুরু হচ্ছে ৩ অগস্ট৷ বিরাট কোহলিকে প্রথমে ক্যারিবিয়ান সফরে ওয়ান ডে এবং টি-২০ সিরিজ বিশ্রাম দেওয়ার কথা থাকলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্বাচকরা৷ কারণ ক্যাপ্টেন কোহলি নিজে নির্বাচকদের জানিয়েছেন যে, টেস্টের আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ এবং ওয়ান ডে সিরিজও খেলবেন তিনি৷ ওয়েস্ট সফরে তিনটি টি-২০ এবং তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের পর দু’টেস্টের সিরিজ খেলবে কোহলি অ্যান্ড কোং৷
শ্রীলঙ্কার পরে নিউজিল্যান্ডকেও চুনকাম করে এক দিনের সিরিজ জিতেছে ভারত। আরো পড়ুন
ইনদওরের ম্যাচে ভারতের প্রথম একাদশে নেই মহম্মদ শামি। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক হয়েও বিতর্কে জড়িয়ে গিয়েছে এমিলিয়ানো মার্তিনেসের নাম। আরো পড়ুন
বিশ্বকাপ (Qatar World Cup 2022) জিতেছেন। স্বপ্নপূরণ করেছেন। আরো পড়ুন
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব মিটে গিয়েছে। আরো পড়ুন
শুক্রবার বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে নামছে ব্রাজিল। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের দশম দিনে শুরু হল গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলা। আরো পড়ুন
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নেতৃত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। আরো পড়ুন
এক দিনের সিরিজের প্রথম ম্যাচে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে ৭ উইকেটে হারলেন শিখর ধাওয়ানরা। আরো পড়ুন