বিশ্বকাপ অতীত। আগামী মাসে ক্যারিবিয়ান সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ১৯ জুলাই দল ঘোষণা করতে এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি। সীমিত ওভারের ক্রিকেটে সম্ভবত বিরাট কোহলি ও পেস অ্যাটাকের প্রধান অস্ত্র জসপ্রীত বুমরাহকে বাইরে রেখেই ক্যারিবিয়ান সফরে রওনা দেবে দল। কিন্তু দল নির্বাচনে প্রতিপাদ্য বিষয় হিসেবে বারবারই উঠে আসছে ধোনির অবসর গ্রহণের বিষয়টি।
বিশ্বকাপের শেষ চারে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেওয়ার পর থেকেই প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়কের অবসর নিয়ে চলছে চাপান-উতোর। শোনা যাচ্ছে, দিনকয়েকের মধ্যেই অবসর ঘোষণা করতে পারেন ভারতীয় ক্রিকেটের ‘ক্যাপ্টেন কুল’। আবার বিভিন্ন মহলে প্রচারিত খবর অনুযায়ী আগামী বছর টি-২০ বিস্বকাপ পর্যন্ত মাহি রাজ করবেন ভারতীয় ক্রিকেটে। এমতাবস্থায় ক্যারিবিয়ান সফরের দল নির্বাচনে গুরুত্ব পাচ্ছে মাহির থাকা না-থাকার বিষয়টি।
বিসিসিয়াইয়ের এক আধিকারিকের কথায়, ‘নির্বাচকরা আগামী ১৯ জুলাই ক্যারিবিয়ান সফরের দল বাছতে বসবে মুম্বইয়ে। ধোনির মতামত নিয়েই দল ঘোষণা করতে চায় নির্বাচকরা৷ আমার মনে হয়, নির্বাচক ও ক্রিকেটারদের মধ্যে আলোচনা হওয়া জরুরি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, ধোনি বিশ্বকাপে ভালোই পারফরম্যান্স করেছে। তবে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের বিষয়টি একান্তই ধোনির।’ ধোনির পাশাপাশি জল্পনা তুঙ্গে ওপেনার শিখর ধাওয়ানকে নিয়েও। আঙুলের চোট সারিয়ে ক্যারিবিয়ান সফরের স্কোয়াডে কি ফিরবেন গব্বর, তা নিয়েও সংশয় রয়েছে৷
ম্যাঞ্চেস্টার সেমিফাইনালে ভারতের হারের পর বোর্ডের সিইও রাহুল জহরির সঙ্গে নির্বাচকদের বৈঠকে বাকি সব বিষয় আলোচনা হলেও দলের পারফরম্যান্স নিয়ে বিশেষ কিছু আলোচনা হয়নি। তবে আসন্ন ক্যারিবিয়ান সফরে সীমিত ওভারে কোহলি-বুমরাহর বিশ্রামে যাওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। অ্যান্টিগার মাটিতে টেস্ট সিরিজে ফের দলে ফিরবেন তাঁরা। যা দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করবে ভারত।
৩ অগস্ট টি-২০ ম্যাচ দিয়ে ক্যারিবিয়ান সফর শুরু করছে ভারত৷ তিন ম্যাচের টি-২০ সিরিজ ছাড়াও ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে এবং দু’টি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া৷ ওয়ান ডে সিরিজ শুরু ৮ অগস্ট গায়ানায়৷ দু’ম্যাচের টেস্ট সিরিজ শুরু ২২ অগস্ট অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে৷
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা করল BCCI। আরো পড়ুন
মঙ্গলবার বিশ্বকাপের সম্ভাব্য দিন জানা গিয়েছে। আরো পড়ুন
আইএসএল জয়ী মোহনবাগান দলকে সংবর্ধনা জানাতে বাগান তাঁবুতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বাকি দুই টেস্টে তাঁর খেলার কথা ছিল। আরো পড়ুন
এক জন প্রথম খেলোয়াড় হিসাবে টেনিসে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। আরো পড়ুন
প্রয়াত তুলসীদাস বলরাম। ভারতের প্রাক্তন এই ফুটবলারের বয়স হয়েছিল ৮৬ বছর। আরো পড়ুন
দলে ছিলেন না লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে। আরো পড়ুন
দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে রোহিত শর্মা। আরো পড়ুন