দিন কয়েক আগের ঘটনা৷ বাংলা থেকে নির্বাচিত বিজেপি সাংসদরা একযোগে মমতা সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন৷ তারই পালটা হিসাবে তৃণমূল জমানার কাজের প্রশাংসার ডালি সাজান লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু, স্পীকার ওম বিড়লার মন্তব্যেই তাল কাটল৷
মমতা সরকারের স্বাস্থ্য প্রকল্পের প্রশংসায় পঞ্চমুখ হয়ে লোকসভায় বিপাকে পরলেন উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। লোকসভা স্পীকার ওম বিড়লা কটাক্ষের সুরে তাঁকে বলেন, “বাংলার হয়ে লোকসভায় প্রচার করবেন না।”
প্রশ্নোত্তর পর্বের সময়, এই তৃণমূল সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য প্রকল্পের বরনায় ‘অতিরঞ্জিকতার’ অভিযোগ তোলেন। তিনি বক্তব্যের মাধ্যমে নরেন্দ্র মোদির ‘আয়ুষমান ভারত’ প্রকল্পের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পের তুলনা টেনে মুখর হয়ে ওঠেন। তাঁর দাবি, ‘‘রাজ্যের স্বাস্থ্য প্রকল্প কেন্দ্রের তুলনায় বেশি ভালো, অনেক ভালো কাজ করছে।’’
সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পীকার জানান, ‘‘পশ্চিমবঙ্গের মার্কেটিং করবেন না।’’ এর পরেও অবশ্য থামতে নারাজ ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ থামাননি তাঁর বক্তব্য। তৃণমূল সাংসদের কথার প্রত্ত্যুত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, ‘‘পশ্চিমবঙ্গের মত আরও অন্যান্য রাজ্যের স্বাস্থ্য প্রকল্পে অনেক সীমাবদ্ধতা আছে।’’
তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আশাবাদী যে, যারা এখনও নরেন্দ্র মোদির আয়ুষমান ভারত প্রকল্পের আওতায় আসেনি তারা খুব শীঘ্রই আসবেন। তারমধ্যে দিল্লি, তেলেঙ্গানা, ওড়িশা রয়েছে। তবে, বাংলার অন্তর্ভুক্তি নিয়ে অবশ্য মুখ খোলেননি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী৷
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন
শুক্র, শনি, রবি, সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আরো পড়ুন
রাস্তায় স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে সোজা পুলিশের কাছে গিয়ে ধরা দিলেন স্বামী। আরো পড়ুন
যে সংস্থার নজরদারিতে ধর্ষিতার পরিবারের হাতে আর্থিক সাহায্য পৌঁছনোর কথা, তারাই শুনানি পিছোনোর আবেদন করছে বারবার। আরো পড়ুন
রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে গিয়ে বৃহস্পতিবার থেকেই লালন শেখের রহস্য-মৃত্যুর তদন্ত শুরু করেছে সিআইডি। আরো পড়ুন
ট্যাংরায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। আরো পড়ুন