সারদা-কাণ্ডে ফের নোটিশ দিল ইডি। মোট ছ’জনকে নোটিশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সোমবার ইডির তরফ থেকে এই নোটিশ দেওয়া হয়েছে।
এর আগেও শতাব্দী রায়কে সারদা কেলেঙ্কারিতে নোটিশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যদিও সংসদে অধিবেশন চলায় এখনই এই তৃণমূল সাংসদ আসতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।
এদিন মোট ছ’জনকে ইডি নোটিশ দিয়েছে। এর মধ্যে রয়েছেন, শতাব্দী রায়, কুনাল ঘোষ, সজ্জন আগরওয়াল, অরিন্দম দাস, দেবব্রত সরকার ও সন্ধির আগরওয়াল। মূলত আর্থিক লেনদেন সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য এই নোটিশ দেওয়া হয়েছে।
সারদা থেকে এরা টাকা নিয়েছিল। কিন্তু সেই টাকা কোথায় ব্যবহার করা হয়েছে, কোথায় কোথায় এদের সম্পত্তি রয়েছে, তা জিজ্ঞাসা করা হবে।
বেআইনি আর্থিক প্রতিষ্ঠান সারদার একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। বিভিন্ন তথ্য গেঁটে দেখা গিয়েছে ওই সংস্থার সঙ্গে তাঁর আর্থিক লেনদেন হয় বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। কী কারণে কোন চুক্তির ভিত্তিতে ওই আর্থিক লেনদেন হয়েছে তা জানতে শতাব্দী রায়কে আগেই তলব করেছিল ইডি।
এদিকে, সম্প্রতি নতুন করে ফের সারদা-কেলেঙ্কারির মুখ দেবযানী মুখোপাধ্যায়কে জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। প্রেসিডেন্সি জেলে গিয়ে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা জেরা করে এসেছেন।
সিবিআই সূত্রে খবর, গত কয়েকদিন আগে সারদা প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। এরপরে তৎকালীন রাজ্য সরকার গঠিত সিটের অন্যতম তদন্তকারী অফিসার অর্নব ঘোষকে দফায় দফায় জেরা করে সিবিআই। এরপরেই সিবিআইয়ের হাতে আসে বেশ কিছু নথি। জানা যায়, বিধাননগর কমিশনারেটে থাকা এই সমস্ত নথি হাতে পান তদন্তকারী আধিকারিকরা। রাজ্যের পুলিশ অফিসারদের জেরা করে বেশ কিছু সারদায় তথ্য পায় সিবিআই। শুধু তাই নয়, কাগজগুলি খতিয়ে দেখেও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে পান তদন্তকারী আধিকারিকরা।
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন
শুক্র, শনি, রবি, সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আরো পড়ুন
রাস্তায় স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে সোজা পুলিশের কাছে গিয়ে ধরা দিলেন স্বামী। আরো পড়ুন
যে সংস্থার নজরদারিতে ধর্ষিতার পরিবারের হাতে আর্থিক সাহায্য পৌঁছনোর কথা, তারাই শুনানি পিছোনোর আবেদন করছে বারবার। আরো পড়ুন
রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে গিয়ে বৃহস্পতিবার থেকেই লালন শেখের রহস্য-মৃত্যুর তদন্ত শুরু করেছে সিআইডি। আরো পড়ুন
ট্যাংরায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। আরো পড়ুন