সারদা-কাণ্ডে ফের নোটিশ দিল ইডি। মোট ছ’জনকে নোটিশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সোমবার ইডির তরফ থেকে এই নোটিশ দেওয়া হয়েছে।
এর আগেও শতাব্দী রায়কে সারদা কেলেঙ্কারিতে নোটিশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যদিও সংসদে অধিবেশন চলায় এখনই এই তৃণমূল সাংসদ আসতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।
এদিন মোট ছ’জনকে ইডি নোটিশ দিয়েছে। এর মধ্যে রয়েছেন, শতাব্দী রায়, কুনাল ঘোষ, সজ্জন আগরওয়াল, অরিন্দম দাস, দেবব্রত সরকার ও সন্ধির আগরওয়াল। মূলত আর্থিক লেনদেন সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য এই নোটিশ দেওয়া হয়েছে।
সারদা থেকে এরা টাকা নিয়েছিল। কিন্তু সেই টাকা কোথায় ব্যবহার করা হয়েছে, কোথায় কোথায় এদের সম্পত্তি রয়েছে, তা জিজ্ঞাসা করা হবে।
বেআইনি আর্থিক প্রতিষ্ঠান সারদার একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। বিভিন্ন তথ্য গেঁটে দেখা গিয়েছে ওই সংস্থার সঙ্গে তাঁর আর্থিক লেনদেন হয় বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। কী কারণে কোন চুক্তির ভিত্তিতে ওই আর্থিক লেনদেন হয়েছে তা জানতে শতাব্দী রায়কে আগেই তলব করেছিল ইডি।
এদিকে, সম্প্রতি নতুন করে ফের সারদা-কেলেঙ্কারির মুখ দেবযানী মুখোপাধ্যায়কে জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। প্রেসিডেন্সি জেলে গিয়ে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা জেরা করে এসেছেন।
সিবিআই সূত্রে খবর, গত কয়েকদিন আগে সারদা প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। এরপরে তৎকালীন রাজ্য সরকার গঠিত সিটের অন্যতম তদন্তকারী অফিসার অর্নব ঘোষকে দফায় দফায় জেরা করে সিবিআই। এরপরেই সিবিআইয়ের হাতে আসে বেশ কিছু নথি। জানা যায়, বিধাননগর কমিশনারেটে থাকা এই সমস্ত নথি হাতে পান তদন্তকারী আধিকারিকরা। রাজ্যের পুলিশ অফিসারদের জেরা করে বেশ কিছু সারদায় তথ্য পায় সিবিআই। শুধু তাই নয়, কাগজগুলি খতিয়ে দেখেও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে পান তদন্তকারী আধিকারিকরা।
নিজাম প্যালেসের সিবিআই দফতরে পৌঁছছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
মাধ্যমিকের ফলপ্রকাশ। পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। আরো পড়ুন
অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিলের পর ববিতা সরকারের চাকরিও বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেব না। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে মারধর করে খুনের ঘটনায় উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের জেলার ময়নার বাকচা। আরো পড়ুন
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ সংক্রান্ত মামলা সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আরো পড়ুন
জেলে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায়ের আঙুল ফোলা ছিল। আরো পড়ুন
বিজেপিতে ফিরতে দিল্লিতে গিয়ে হত্যে দিয়ে পড়ে আছেন মুকুল রায়। আরো পড়ুন