লোকসভা ভোটের পরেই গেরুয়া শিবিরে কার্যত যোগদানের পালা পড়ে গিয়েছে। সাধারণ নেতা-কর্মী থেকে বিধায়ক। বাংলায় মোদীর হাত শক্ত করতে বিজেপিতে যোগদান করছেন তাঁরা। এই অবস্থায় ক্রমশ চাপ বাড়ছে শাসকদলের। যদিও তা মানতে নারাজ তৃণমূল। তৃণমূল নেতৃত্বের দাবি যে ইতিমধ্যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন যারা যাওয়ার তাঁরা এখনই চলে যেতে পারেন। কিন্তু যেভাবে শাসকদল বাড়াচ্ছে বিজেপিতে তাতে যে তৃণমূলের একটু হলেও চাপ বেড়েছে তা মনে করছে রাজনৈতিকমহল।
এই অবস্থায় এবার খোদ ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠকে দলে টেনে নিলেন মুকুল রায়। বিজেপিতে যোগ দিলেন ফিরহাদ হাকিমের প্রাক্তন আপ্ত-সহায়ক। তাঁর নাম অর্নিবান চট্টোপাধ্যায়। আজ বুধবার বিজেপি নেতা মুকুল রায়ের হাত ধরে পদ্মে যোগ দেন। একটা সময় ফিরহাদের খুব ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ছিল অর্নিবান। পুরমন্ত্রীর সঙ্গে সর্বক্ষণ দেখা যেত তাঁকে। পুরমন্ত্রীর সমস্ত কাজকর্ম, দিনসূচি তিনি-ই সামলাতেন। ফলে বিজেপিতে তাঁর যোগদান যথেষ্ট চাপের বলেই মনে করছে রাজনৈতিকমহল। কিন্তু হঠাত কেন ফিরহাদ হাকিমের সঙ্গ ছাড়লেন তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
জানা গিয়েছে, মেয়র ফিরহাদ হাকিমের বেশ ঘনিষ্ঠ ছিলেন অর্নিবান। এমনকি তাঁর অনেক ব্যক্তিগতও কাজও সামলাত সে। রাজ্যের পুরমন্ত্রীর দীর্ঘদিনের সঙ্গী। গত মাসখানেক আগেই ফিরহাদের সঙ্গে সময় সম্পর্ক ছিন্ন করেন অর্নিবান। আর এরপরেই আজ হঠাত করেই মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ! যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছে রাজনৈতিকমহলের কারবারিরা। রাজনৈতিকমহলের একাংশের মতে, আগামিদিনে বড়সড় কোনও তথ্য ফাঁস করতেই এহেন কৌশলি সিদ্ধান্ত মুকুলের? উঠছে প্রশ্ন।
ভূমিকম্পের কারণে অ্যানাটোলীয় এবং আরবীয় টেকটনিক প্লেটের মধ্যে ২২৫ কিলোমিটার দীর্ঘ চ্যুতিরেখা ক্ষতিগ্রস্ত হয়েছে। আরো পড়ুন
প্রাথমিকের নিয়োগ পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর শিটে ‘গুপ্ত সঙ্কেত’ ব্যবহার করে চলত দুর্নীতি! আরো পড়ুন
মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস থেকে গণ টোকাটুকির অভিযোগ উঠেছে অনেক বারই। আরো পড়ুন
পাঁচ দিনের মিনি শীতের স্পেল শুরু হয়ে গেল বৃহস্পতিবার থেকে। আরো পড়ুন
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন