লোকসভা ভোটের পরেই গেরুয়া শিবিরে কার্যত যোগদানের পালা পড়ে গিয়েছে। সাধারণ নেতা-কর্মী থেকে বিধায়ক। বাংলায় মোদীর হাত শক্ত করতে বিজেপিতে যোগদান করছেন তাঁরা। এই অবস্থায় ক্রমশ চাপ বাড়ছে শাসকদলের। যদিও তা মানতে নারাজ তৃণমূল। তৃণমূল নেতৃত্বের দাবি যে ইতিমধ্যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন যারা যাওয়ার তাঁরা এখনই চলে যেতে পারেন। কিন্তু যেভাবে শাসকদল বাড়াচ্ছে বিজেপিতে তাতে যে তৃণমূলের একটু হলেও চাপ বেড়েছে তা মনে করছে রাজনৈতিকমহল।
এই অবস্থায় এবার খোদ ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠকে দলে টেনে নিলেন মুকুল রায়। বিজেপিতে যোগ দিলেন ফিরহাদ হাকিমের প্রাক্তন আপ্ত-সহায়ক। তাঁর নাম অর্নিবান চট্টোপাধ্যায়। আজ বুধবার বিজেপি নেতা মুকুল রায়ের হাত ধরে পদ্মে যোগ দেন। একটা সময় ফিরহাদের খুব ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ছিল অর্নিবান। পুরমন্ত্রীর সঙ্গে সর্বক্ষণ দেখা যেত তাঁকে। পুরমন্ত্রীর সমস্ত কাজকর্ম, দিনসূচি তিনি-ই সামলাতেন। ফলে বিজেপিতে তাঁর যোগদান যথেষ্ট চাপের বলেই মনে করছে রাজনৈতিকমহল। কিন্তু হঠাত কেন ফিরহাদ হাকিমের সঙ্গ ছাড়লেন তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
জানা গিয়েছে, মেয়র ফিরহাদ হাকিমের বেশ ঘনিষ্ঠ ছিলেন অর্নিবান। এমনকি তাঁর অনেক ব্যক্তিগতও কাজও সামলাত সে। রাজ্যের পুরমন্ত্রীর দীর্ঘদিনের সঙ্গী। গত মাসখানেক আগেই ফিরহাদের সঙ্গে সময় সম্পর্ক ছিন্ন করেন অর্নিবান। আর এরপরেই আজ হঠাত করেই মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ! যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছে রাজনৈতিকমহলের কারবারিরা। রাজনৈতিকমহলের একাংশের মতে, আগামিদিনে বড়সড় কোনও তথ্য ফাঁস করতেই এহেন কৌশলি সিদ্ধান্ত মুকুলের? উঠছে প্রশ্ন।
গরুপাচার মামলায় সিবিআইয়ের দশম তলব এড়ালেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আরো পড়ুন
সোমবার কলকাতা গেলেও সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে যাননি অনুব্রত (কেষ্ট) মণ্ডল। আরো পড়ুন
টাকা তাঁর নয়। মঙ্গলবার এমনই দাবি করলেন অর্পিতা মুখোপাধ্যায়। আরো পড়ুন
রাজ্য মন্ত্রিসভায় রদবদল। একথা নিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। আরো পড়ুন
প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হল রিয়েল এস্টেটে বিনিয়োগের নথিপত্র। আরো পড়ুন
বৃহস্পতিবার তাঁর মন্ত্রিসভার বৈঠকের দিকে নজর ছিল গোটা রাজ্যের। আরো পড়ুন
শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতিতে আর্থিক তছরুপের তদন্তে নেমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বান্ধবীর বাড়ি থেকে তাড়া তাড়া টাকা উদ্ধার করেছে ইডি। আরো পড়ুন