চলতি বিশ্বকাপের লিগপর্বের খেলা শেষ৷ ১০ দলের মধ্যে ৪টি দল সেমিফাইনালে জায়গা করে নিয়েছে৷ খেতাবের দৌড় থেকে ছিটকে গিয়েছে ৬টি দল৷ লিগের ৪৫টি ম্যাচে ভেঙেছে একাধিক রেকর্ড৷ তৈরি হয়েছে বেশ কিছু বিশ্বরেকর্ড৷ দু’টি সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে বাকি রয়েছে টুর্নামেন্টের তিনটি ম্যাচ৷
মঙ্গলবার ম্যাঞ্চেস্টারে প্রথম সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের৷ বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে আয়োজক ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া৷ দুই সেমিফাইনালে জয়ী দল আগামী রবিবার লর্ডসে একে অপরের মুখোমুখি হবে খেতাবি লড়াইয়ে৷ এই তিনটি ম্যাচেও ভাঙতে পারে একাধিক রেকর্ড৷ অন্তত পাঁচটি বিশ্বকাপের সর্বাকালীন রেকর্ড নতুন করে লেখা হতে পারে শেষ তিনটি ম্যাচে৷ দেখে নেওয়া যাক সেই সম্ভাবনাগুলি…
ভারতীয় ওপেনার রোহিত শর্মার সামনে রয়েছে বিশ্বকাপের দু’টি সর্বকালীন রেকর্ড গড়ার হাতছানি৷ প্রথমত, সেমিফাইনালে এবং ফাইনালে উঠলে যে দু’টি ম্যাচ হাতে পাবেন রোহিত, তাতে একটি তিন অঙ্কের ইনিংস খেলা মানেই সচিনকে ছাপিয়ে বিশ্বকাপের ইতিহাসে সব থেকে শতরান করার রেকর্ড গড়বেন রোহিত৷ সচিন ও রোহিতের বিশ্বকাপ সেঞ্চুরির সংখ্যা এখন ৬টি করে৷ যুগ্মভাবে দু’জনে এই রেকর্ড ভাগ করে নিচ্ছেন৷ একটি সেঞ্চুরি করা মানেই এককভাবে মুকুট মাথায় পরবেন রোহিত৷
রোহিতের সামনে সুযোগ রয়েছে সচিনকে টপকে একটি বিশ্বকাপে সব থেকে রান সংগ্রহকারীতে পরিণত হওয়ার৷ ২০০৩ বিশ্বকাপে সচিন তেন্ডুলকর ৬৭৩ রান করেছিলেন৷ সেটিই এখনও পর্যন্ত রেকর্ড৷ চলতি বিশ্বকাপে রোহিতের সংগ্রহ ৬৪৭ রান৷ আর ২৭ রান করলেই রোহিত টপকে যাবেন সচিনের সেই রেকর্ড৷ রোহিত ছাড়াও ডেভিড ওয়ার্নার (৬৩৮), অ্যারন ফিঞ্চ (৫০৭), জো রুট (৫০০), কেন উইলিয়ামসন (৪৮১), জনি বেয়ারস্টো (৪৬২) এমনকি বিরাট কোহলির (৪৪১) সামনেও থাকছে সেই রেকর্ড ভাঙার সুযোগ৷
সেমিফাইনালে এবং ফাইনালে উঠলে যে দু’টি ম্যাচ হাতে পাবে অস্ট্রেলিয়া, তাতে মিচেল স্টার্ক আর একটি উইকেট পেলেই একটি বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়বেন৷ তিনি এই মুহূর্তে প্রাক্তন অজি পেসার গ্লেন ম্যাকগ্রার সঙ্গে যুগ্মভাবে এই রেকর্ডের অধিকারী৷ ২০০৭ বিশ্বকাপে ম্যাকগ্রা নিয়েছিলেন ২৬টি উইকেট৷ স্টার্ক এবার লিগের লড়াই শেষে নিয়েছেন ২৬টি উইকেট৷ বুমরাহ (১৭), আর্চার (১৭) ও ফার্গুসনের (১৬) সামনেও থাকছে এই রেকর্ড গড়ার হাতছানি৷
চলতি বিশ্বকাপে সব থেকে বেশি ১১টি ক্যাচ নিয়েছেন জো রুট৷ উইকেটকিপার ছাড়া অন্য কোনও ফিল্ডারের একটি বিশ্বকাপে নেওয়া এটি যুগ্মভাবে সর্বোচ্চ ক্যাচ৷ ২০০৩ বিশ্বকাপে রিকি পন্টিং নিয়েছিলেন ১১টি ক্যাচ৷ আর ১টি ক্যাচ ধরলেই রুট এককভাবে এই রেকর্ড নিজের পকেটে পুরবেন৷
উিকেটকিপার হিসাবে একটি বিশ্বকাপে সব থেকে বেশি শিকারের রেকর্ড রয়েছে অ্যাডাম গিলক্রিস্টের নামে৷ ২০০৩ বিশ্বকাপে গিলি ২১টি শিকার ধরেছিলেন৷ এবার অ্যালেক্স ক্যারি ইতিমধ্যেই ২১টি শিকার ধরে সেই রেকর্ড ছুঁয়েছেন৷ আর একটি ক্যাচ ধরলে বা স্ট্যাম্প করলে ক্যারি একভাবে বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়বেন৷
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা করল BCCI। আরো পড়ুন
মঙ্গলবার বিশ্বকাপের সম্ভাব্য দিন জানা গিয়েছে। আরো পড়ুন
আইএসএল জয়ী মোহনবাগান দলকে সংবর্ধনা জানাতে বাগান তাঁবুতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বাকি দুই টেস্টে তাঁর খেলার কথা ছিল। আরো পড়ুন
এক জন প্রথম খেলোয়াড় হিসাবে টেনিসে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। আরো পড়ুন
প্রয়াত তুলসীদাস বলরাম। ভারতের প্রাক্তন এই ফুটবলারের বয়স হয়েছিল ৮৬ বছর। আরো পড়ুন
দলে ছিলেন না লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে। আরো পড়ুন
দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে রোহিত শর্মা। আরো পড়ুন