২২ গজের বিশ্বযুদ্ধের মধ্যেই অল ইংল্যান্ড ক্লাবে চলছে টেনিসের গ্ল্যামারাস টুর্নামেন্ট৷ রবিবার লর্ডসে ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের আগে উইম্বলডনের সেন্টার কোর্টে ঐতিহ্যের এই গ্র্যান্ড স্ল্যাম জয়ের লড়াইয়ে মুখোমুখি কিংবদন্তি দুই টেনিস তারকা রজার ফেডেরার ও নোভাক জকোভিচ৷ শনিবার অবশ্য উইম্বলডন পেয়েছে নতুন রানি৷ মহিলা সিঙ্গলসের ফাইনালে ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালকিন সেরেনা উইলিয়ামসকে হারিয়ে প্রথমবার উইম্বলডন জিতেন নেন রোমানিয়ার সিমোনা হ্যাপেল৷
মাত্র ৫৬ মিনিটে সেরেনার লড়াই থামিয়ে প্রথমবার উইম্বলডন খেতাব জিতে নেন হ্যালের৷ কেরিয়ারে এটি তাঁর দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম৷ তবে প্রথম রোমানিয়ান হিসেবে অল ইংল্যান্ড ক্লাবে চ্যাম্পিয়ন হলেন হ্যালেপ৷ ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালকিনকে স্ট্রেট সেটে (৬-২, ৬-২) হারিয়ে উইম্বলডন জিতে নেয় তিনি৷ হ্যালেপের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় সেরেনার৷ উইম্বলডন খেতাব জিতলে ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে মার্গারেট কোর্টকে ছুঁয়ে ফেলতেন তিনি৷ অর্থাৎ রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম জিততে মরশুমের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন পর্যন্ত অপেক্ষা করতে হবে ৩৭ বছরের মার্কিনিকে৷
প্রথমবার উইম্বলডন জয়ের স্বাদ পেয়ে হ্যালেপ জানান, ‘প্রথম দিকে নার্ভাস ছিলাম৷ ম্যাচের আগে আমার পেটের অবস্থা ভালো ছিল না৷ কিন্তু আমার আবেগের কোনও জায়গা ছিল না৷ কোর্টে নেমে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি৷’ এর আগে তিনি এত ভালো কোনও দিন খেলেননি বলেও জানান ২৭ বছরের রোমানিয়ান তারকা৷ গত বছর রোলাঁ গারো চ্যাম্পিয়ন হয়েছিলেন হ্যালেপ৷
মায়ের স্বপ্ন সত্যি করতে পেরে অত্যন্ত খুশি হ্যালেপ৷ তিনি জানান, ‘আমার যখন ১০ বছর বয়স, তখন আমার মা উইম্বলডন জয়ের স্বপ্ন দেখেছিলেন৷ আর আজ মা গ্যালারিতে বসে আমার জয় দেখল৷ ঘাসের কোর্টে আমার খেলা আগের থেকে ভালো হয়েছে৷ বছরের শুরু থেকে আমি এর উপর জোর দিই৷’ সাতবারের উইম্বলডন চ্যাম্পিয়নদের বিরুদ্ধে কোর্টে নেমে স্বভাবতই নার্ভাস ছিলেন হ্যালেপ৷ গত বছর উইম্বলডন জিতেছিলেন সেরেনা৷
শ্রীলঙ্কার পরে নিউজিল্যান্ডকেও চুনকাম করে এক দিনের সিরিজ জিতেছে ভারত। আরো পড়ুন
ইনদওরের ম্যাচে ভারতের প্রথম একাদশে নেই মহম্মদ শামি। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক হয়েও বিতর্কে জড়িয়ে গিয়েছে এমিলিয়ানো মার্তিনেসের নাম। আরো পড়ুন
বিশ্বকাপ (Qatar World Cup 2022) জিতেছেন। স্বপ্নপূরণ করেছেন। আরো পড়ুন
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব মিটে গিয়েছে। আরো পড়ুন
শুক্রবার বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে নামছে ব্রাজিল। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের দশম দিনে শুরু হল গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলা। আরো পড়ুন
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নেতৃত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। আরো পড়ুন
এক দিনের সিরিজের প্রথম ম্যাচে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে ৭ উইকেটে হারলেন শিখর ধাওয়ানরা। আরো পড়ুন