কিয়া সুপার লিগের আসন্ন মরশুমেও হরমনপ্রীত কউরকে দেখা যাবে ল্যাঙ্কাশায়ার থান্ডার্সের জার্সিতে৷ গত বছরই ইংল্যান্ডের মহিলা টি-২০ লিগে খেলার জন্য ল্যাঙ্কাশায়ারে যোগ দিয়েছিলেন তিনি৷ সুপার লিগে প্রথম বছর অংশ নিয়েই ১৫১.৮৫ গড়ে ১৬৪ রান করেন তিনি৷ ভারতের মহিলা টি-২০ দলের ক্যাপ্টেনের পারফরম্যান্সে খুশি হয়েই ল্যাঙ্গাশায়ার কর্তৃপক্ষে তাঁকে পরবর্তী মরশুমের জন্যও ধরে রাখার সিদ্ধান্ত নেয়৷ সেই মতো হরমনপ্রীতের সঙ্গে চুক্তি নবিকরণের কথা জানিয়ে দেওয়া হয় ল্যাঙ্কাশায়ারের তরফে৷
চুক্তি নবিকরণের পর হরমনপ্রীত বলেন, ‘আরও একবার ল্যাঙ্কাশায়ার থান্ডার্সের হয়ে কিয়া সুপার লিগে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি৷ প্রথম মরশুমে ল্যাঙ্কাশায়ারের দিনগুলো দারুণ উপভোগ করেছি৷ ড্রেসিংরুমে দারুণ কিছু বন্ধু পেয়েছিলাম৷ সবাই খোলা মনে স্বাগত জানিয়েছিল৷ আবার সেখানে ফিরতে পারব ভেবে ভালো লাগছে৷
কিছুদিন আগে স্মৃতি মন্ধনা ও হরমনপ্রীত কউরের দেখামো পথে আরও এক ভারতীয় মহিলা ক্রিকেটার যোগ দেন ইংল্যান্ডের ঘরোয়া টি-২০ লিগে৷ আসন্ন মরশুমে স্মৃতি ও হরমনপ্রীতের পাশাপাশি জেমিমা রডরিগেজকে দেখা যাবে কিয়া সুপার লিগে৷ অষ্টাদশী জেমিমা ইয়র্কশায়ার ডায়মন্ডসের হয়ে মাঠে নামবেন৷
৬ দলের কিয়া সুপার লিগ এবার শুরু হবে ৬ অগস্ট৷ এটি টুর্নামেন্টর চতুর্থ মরশুম৷ এর পরে আর কেএসএল খেলা হবে না৷ তার পরিবর্তে ইসিবি’র নতুন ১০০ বলের ক্রিকেট ফর্ম্যাটে খেলা হবে মহিলা লিগ৷ স্মৃতি মন্ধনা কিয়া সুপার লিগে ওয়েস্টার্ন স্টোর্মের হয়ে মাঠে নামেন৷
বিসিসিআই-এর নিষেধাজ্ঞা থাকায় ছেলেদের ক্রিকেটে কোনও ভারতীয় বিদেশী কোনও টি-২০ লিগে অংশ নিতে না পারলেও মেয়েদের ক্ষেত্রে এই বাধানিষেধ নেই৷ ফলে হরমনপ্রীতরা অনায়াসেই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার টি-২০ লিগে অংশ নিতে পারেন৷ কিয়া সুপার লিগ ছাড়াও মন্ধনা, হরমনপ্রীত ও বেদা কৃষ্ণমূর্তী এর আগে মহিলা বিগ ব্যাশ লিগেও অংশ নিয়েছেন৷ জেমিমাকেও অচিরেই মহিলা বিগ ব্যাশে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল৷
গতবছর ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পোচেস্ট্রুমে জাতীয় দলে অভিষেক হয় রডরিগেজের৷ এখনও পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ১০টি ওয়ান ডে ম্যাচে ২০.৬৬ গড়ে ১৮৬ এবং ২৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৩০.৪০ গড়ে ৬০৮ রান সংগ্রহ করেছেন জেমিমা৷ পার্টটাইম অফস্পিন বোলিং করলেও আন্তর্জাতিক ম্যাচে এখনও উইকেট তুলতে পারেননি তিনি৷ সম্প্রতি মেয়েদের মিনি আইপিএলের তিনটি ইনিংসে ২৪, অপরাজিত ৭৭ ও ২২ রান সংগ্রহ করেন রডরিগেজ৷
মঙ্গলবার বিশ্বকাপের সম্ভাব্য দিন জানা গিয়েছে। আরো পড়ুন
আইএসএল জয়ী মোহনবাগান দলকে সংবর্ধনা জানাতে বাগান তাঁবুতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বাকি দুই টেস্টে তাঁর খেলার কথা ছিল। আরো পড়ুন
এক জন প্রথম খেলোয়াড় হিসাবে টেনিসে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। আরো পড়ুন
প্রয়াত তুলসীদাস বলরাম। ভারতের প্রাক্তন এই ফুটবলারের বয়স হয়েছিল ৮৬ বছর। আরো পড়ুন
দলে ছিলেন না লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে। আরো পড়ুন
দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে রোহিত শর্মা। আরো পড়ুন
তাঁর ব্যাটের উপর ভর করেই, গতবার বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) জিতেছিল টিম ইন্ডিয়া (Team India)। আরো পড়ুন
রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা। গত বার এখান থেকেই বিদায় নিতে হয়েছিল মনোজ তিওয়ারিদের। আরো পড়ুন
শ্রীলঙ্কার পরে নিউজিল্যান্ডকেও চুনকাম করে এক দিনের সিরিজ জিতেছে ভারত। আরো পড়ুন