টাকার বিনিময়ে চলছে বিজেপিতে যোগদান৷ যা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক৷ অভিযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ যা নিয়ে শাসক দলের নেত্রীকে খোঁচা দিতে ছাড়লেন না বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী৷
রবিবার সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘উনি বার বার টাকা নিয়ে বিজেপিতে যোগ দানের অভিযোগ করছেন৷ তাহলে কী ওনার আমলে যেসব দল বদল হয়েছে সেগুলি টাকার বিনিময়েই হয়েছিল?’’ যদি টাকাই মুখ্য আকর্ষণ হয় তবে তা স্বীকার করন মুখ্যমন্ত্রী৷ তবে তাঁর আবেদন, রাজনীতিতে ঘোড়া কেনাবেচা হলে ব্যবস্থা নিক রাজ্য প্রশাসন৷
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ‘‘বিজেপিকে রুখতে নীতি নৈতিকতার কথা তুলে ধরছেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু, তাঁর সময়ই বিরোধী দল থেকে একাধিক নেতা, বিধায়ক বা স্থানীয় প্রশাসনিক পদে থেকে যোগ দিয়েছেন তৃণমূলে৷ যা এখন বিরোধীদের হাতিয়ার৷ সেই বিষয়টিকেই ঢাকতে অর্থকে পুঁজি করেছেন তৃণমূল সুপ্রিমো৷
অন্য রাজ্যের প্রাথমিক শিক্ষকদের সমহারে বেতনের দাবি করে অনশন আন্দোলনে প্রাথমিক শিক্ষকদের একাংশ৷ সঙ্গে দাবি, তাদের সংগঠনের ১৪ জন বদলি হওয়া শিক্ষকদের নির্দেশিকা প্রত্যাহার করা হোক৷ ২১শের মঞ্চে শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবি মানা যে সম্ভব নয় তা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘সব রাজ্যেরই নির্দিষ্ট নিয়ম থাকে৷ তাতেই খুশি থাকতে হবে৷ বেশি দাবি থাকলে কেন্দ্রীয় চাকরি করুন৷ আমাদের এতে সুবিধে হবে৷’’
এ প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া, ‘‘অন্দালনকারী শিক্ষকরা বেশি বেতন চাইছেন না, কেন্দ্রীয় হারেও বেতন চাইছেন৷ অন্য রাজ্যের গ্রেড অনুযায়ী সমহারে বেতনের দাবি করছেন৷ এতে অন্যায়ের তো কিছু নেই৷’’ তাঁর দাবি, ‘‘মুখ্যমন্ত্রী বিষয়টি ভোলে করে না বুঝেই এই কাজ করেছেন৷’’
১১ অগস্ট গরুপাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। আরো পড়ুন
গরুপাচার মামলায় সিবিআইয়ের দশম তলব এড়ালেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আরো পড়ুন
সোমবার কলকাতা গেলেও সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে যাননি অনুব্রত (কেষ্ট) মণ্ডল। আরো পড়ুন
টাকা তাঁর নয়। মঙ্গলবার এমনই দাবি করলেন অর্পিতা মুখোপাধ্যায়। আরো পড়ুন
রাজ্য মন্ত্রিসভায় রদবদল। একথা নিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। আরো পড়ুন