আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর বিশ্বকাপ৷ বিরাট কোহলির নেতৃত্বে ট্রফি জিততে ব্যর্থ ভারত৷ প্রশ্ন উঠছে বিরাটের নেতৃত্ব নিয়ে৷ সীমিত ওভারের ক্রিকেটে বিরাটের থেকে রোহিত শর্মার হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়ার এটাই সেরা সময় কিনা, তা নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন টেস্ট ওপেনার ওয়াসিম জাফর৷
২০১৯ বিশ্বকাপ থেকে ভারত সেমিফাইনালে বিদায় নিলেও রোহিতের কাছে এই বিশ্বকাপ স্মরণীয় হয়ে থাকবে৷ ব্যাট হাতে একের পর রেকর্ড ভাঙেন ‘হিটম্যান’৷ সেমিফাইনালে ব্যর্থ হলেও লিগে ৮ ম্যাচে পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন টিম ইন্ডিয়ার এই ডানহাতি ওপেনার৷ এক বিশ্বকাপে সর্বাধিক সেঞ্চুরির মালিক হলেন রোহিত৷ এর আগে একটি বিশ্বকাপে সর্বাধিক চারটি সেঞ্চুরি ছিল শ্রীলঙ্কার প্রাক্তন ক্যাপ্টেন কুমার সঙ্গাকারার৷
পাশাপাশি মাত্র দ্বিতীয় বিশ্বকাপেই সচিন তেন্ডুলকরের সর্বাধিক ছ’টি সেঞ্চুরির রেকর্ডও ছুঁয়েছেন রোহিত৷ সচিন ৬টি বিশ্বকাপের ৪৫টি ম্যাচের ৪৪টি ইনিংসে ব্যাট করতে নেমে ৬টি সেঞ্চুরি করেন৷ আর রোহিত ২টি বিশ্বকাপে মাত্র ১৬টি ইনিংসে ব্যাট করতে নেমে ৬টি সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন শুধু তাই নয়, চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত সর্বাধিক রানও এসেছে রোহিতের ব্যাট থেকে৷ ফাইনালে জো রুট ও কেন উইলিয়ামসন সেঞ্চুরি করতে না-পারলে সর্বাধিক রান সংগ্রাহক হিসেবে শীর্ষে থাকবে ‘হিটম্যান’৷
বিশ্বকাপে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্সের পাশাপাশি অতীতে দলকে নেতৃত্ব দিয়ে সফল হয়েছেন রোহিত৷ জিতেছেন ট্রফিও৷ সুতরাং বিরাটের হাত থেকে সাদা বলে টিম ইন্ডিয়ার নেতৃত্বের ব্যাট রোহিতের হাতে তুলে দেওয়ার সময় কিনা, তা নিয়ে প্রশ্ন তুলে টুইট করেন জাফর৷ প্রাক্তন ভারতীয় ওপেনার শনিবার টুইটারে লেখেন,‘সাদা বলে রোহিত হাতে ক্যাপ্টেনসি তুলে দেওয়ার এটাই সেরা সময়? আমি ব্যক্তিগতভাবে ২০২৩ বিশ্বকাপে রোহিতের হাতে নেতৃত্বের ব্যাটন দেখতে চাই৷’
দু’ বছর আগে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হওয়ায় ট্রফি হাতছাড়া হয় বিরাটবাহিনীর৷ আবার সেই ইংল্যান্ড৷ ২০১৯ বিশ্বকাপে দারুণ করেও সেমিফাইনালে শেষ হয়ে যায় ভারতের লড়াই৷ এক নম্বরে লিগ শেষ করার পরও সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় কোহলি অ্যান্ড কোং৷ কিন্তু গত বছর এশিয়া কাপে দেশকে চ্যাম্পিয়ন করেন রোহিত৷ এর আগে শ্রীলঙ্কার স্বাধীনতা কাপেও দেশকে ট্রফি এনে দেন ‘হিটম্যান’৷এছাড়াও আইপিএলে নেতা হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সকে চারটি ট্রফি দিয়েছেন নেতা রোহিত৷
মঙ্গলবার বিশ্বকাপের সম্ভাব্য দিন জানা গিয়েছে। আরো পড়ুন
আইএসএল জয়ী মোহনবাগান দলকে সংবর্ধনা জানাতে বাগান তাঁবুতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বাকি দুই টেস্টে তাঁর খেলার কথা ছিল। আরো পড়ুন
এক জন প্রথম খেলোয়াড় হিসাবে টেনিসে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। আরো পড়ুন
প্রয়াত তুলসীদাস বলরাম। ভারতের প্রাক্তন এই ফুটবলারের বয়স হয়েছিল ৮৬ বছর। আরো পড়ুন
দলে ছিলেন না লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে। আরো পড়ুন
দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে রোহিত শর্মা। আরো পড়ুন
তাঁর ব্যাটের উপর ভর করেই, গতবার বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) জিতেছিল টিম ইন্ডিয়া (Team India)। আরো পড়ুন
রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা। গত বার এখান থেকেই বিদায় নিতে হয়েছিল মনোজ তিওয়ারিদের। আরো পড়ুন
শ্রীলঙ্কার পরে নিউজিল্যান্ডকেও চুনকাম করে এক দিনের সিরিজ জিতেছে ভারত। আরো পড়ুন