উষ্মাপ্রকাশ করেছিল নয়াদিল্লি৷ ছবিটা প্রকাশ হতেই দেশ জুড়ে হইচই শুরু হয়েছিল৷ দেখা গিয়েছিল ইজরায়েলের একটি মদবিক্রেতা কোম্পানির বোতলের লেবেলে আটকানো মহাত্মা গান্ধীর ছবি৷ চোখে রোদচশমা, টিশার্টে প্রায় চেনাই যাচ্ছে না জাতির জনককে৷
এরপরেই মঙ্গলবার রাজ্য সভায় নিন্দা করা হয় এই বিকৃত ছবির৷ রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু গোটা বিষয়টি বিদেশমন্ত্রকের নজরে আনেন৷ বলা হয় দ্রুত ব্যবস্থা নিতে৷
বুধবার এই ঘটনার প্রেক্ষিতে ক্ষমা চেয়েছে ওই কোম্পানি৷ ইজরায়েলের ৭১তম স্বাধীনতা দিবসে ওই বোতলগুলি তৈরি করা হয়েছিল৷ তবে ভারতের ভাবাবেগে আঘাত করার জন্য তা বানানো হয়নি বলে দু:খপ্রকাশ করেছে ওই সংস্থা৷ ভারতের প্রতিটি মানুষ ও ভারত সরকারের কাছে এজন্য ক্ষমাপ্রার্থনা করেছে মালকা বিয়ার নামের ওই কোম্পানি৷
কোম্পানির ব্র্যাণ্ড ম্যানেজার জিলাড ড্রোর এক বিবৃতিতে জানান মালকা বিয়ারের পক্ষ থেকে দু:খপ্রকাশ করা হচ্ছে৷ কোনওভাবেই দুই দেশের সম্পর্কে এই ঘটনার প্রেক্ষিতে প্রভাব পড়ুক, তা তাঁরা চাননা৷ মহাত্মা গান্ধীর জন্য যথেষ্ট সম্মান ও শ্রদ্ধার অনুভূতি রয়েছে তাঁদের৷ এই ভুলের জন্য তাঁরা ক্ষমাপ্রার্থী বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে৷
ইতিমধ্যেই ওই ব্যাচের সব বোতলের উৎপাদন ও সরবরাহ বন্ধ করে দিয়েছে মালকা বিয়ার৷ ইজরায়েলের ভারতীয় দূতাবাস এই ইস্যুতে ক্ষোভপ্রকাশ করার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ বাজারে ইতিমধ্যেই এই ব্যাচের যে বোতলগুলি চলে এসেছে, তা তুলে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে৷
এরপরেই কোম্পানির পক্ষ থেকে জানানো হয় মহাত্মা গান্ধীকে সম্মান জানানোর জন্যই ওই সিদ্ধান্ত নিয়েছিল মালকা বিয়ার৷ গান্ধীর ছবি দেওয়া ওই বোতল খুবই কম পরিমাণে উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ শুধু মহাত্মা গান্ধী নন, দেশের প্রাক্তন তিন প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়েন, গোলডা মেয়ের ও মেনাচেম বেজিনের ছবিও মদের বোতলের গায়ে লাগানো হয়েছিল৷
সেই বোতলগুলির উৎপাদন অবশ্য বন্ধ করেনি ওই কোম্পানি৷ ভারতীয় দূতাবাসের আবেদনকে মাথায় রেখে মহাত্মা গান্ধীর ছবি সম্বলিত বোতলগুলিকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
উল্লেখ্য বিয়ারের বোতলের ওপর মহাত্মা গান্ধীর ছবির সর্বপ্রথম বিরোধিতা করেন কেরলের মহাত্মা গান্ধী মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান এবি জোস৷ তিনি বলেন শান্তির প্রতীক ও ভারতের জাতির জনকের এই অপমান মেনে নেওয়া যায় না৷ দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য এ এক লজ্জাজনক অধ্যায়৷ দেশের সরকারের উচিত এই বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়া৷
নিজাম প্যালেসের সিবিআই দফতরে পৌঁছছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
মাধ্যমিকের ফলপ্রকাশ। পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। আরো পড়ুন
অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিলের পর ববিতা সরকারের চাকরিও বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেব না। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে মারধর করে খুনের ঘটনায় উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের জেলার ময়নার বাকচা। আরো পড়ুন
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ সংক্রান্ত মামলা সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আরো পড়ুন
জেলে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায়ের আঙুল ফোলা ছিল। আরো পড়ুন
বিজেপিতে ফিরতে দিল্লিতে গিয়ে হত্যে দিয়ে পড়ে আছেন মুকুল রায়। আরো পড়ুন