ফের পদত্যাগ করলেন কংগ্রেসের আরও এক নেতা। এবার তালিকায় নাম লেখালেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
রাহুল গান্ধীর রাস্তায় হেঁটে রবিবার দলের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কংগ্রেসে আরও এক তরুণ তুর্কী নেতা পদত্যাগ করলেন। সিন্ধিয়া রাজ বংশের সন্তানও হাঁটলেন রাহুলের রাস্তায়। মধ্যপ্রদেশ কংগ্রেসের এই দাপুটে নেতাকে অনেকেই সেরাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিপুল জয়ের পর মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছিলেন। তবে বর্ষীয়ান কমলনাথ কেই সেই পদের জন্য বেছে নেয় কংগ্রেস হাই কমিশন।
সচিন পাইলটের মতো জ্যোতিরাদিত্যকে উপমুখ্যমন্ত্রীর পদে আসীন করতে চেয়েছিল রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস। তবে তা মেনে নেননি মাধবরাও সিন্ধিয়ার সন্তান। এরপর দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর কাঁধে তুলে দেন রাহুল গান্ধী। এদিকে, রাহুল গান্ধীর ইস্তফার পর, মদ্যপ্রদেশের কংগ্রেস প্রদানের পদ ছেড়ে দেন মুখ্যমন্ত্রী কমল নাথ, এরপর খবর আসে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে নিয়েও।
পদ থেকে ইস্তফা দিলেও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া , হরিশ রাওয়াত, কমলনাথদের ইস্তফা পদ একমাত্র গৃহীত হবে যখন নতুন কংগ্রেস সভাপতি যোগ দেবেন। তবে কংগ্রেসের অন্দরমহলের খবর, কমলনাথ থেকে জ্যোতিরাদিত্য সকলেই রাহুলকে ইস্তফা তুলে নেওয়ার আবেদন এখনও রেখে চলেছেন।
আগেই অন্তত শতাধিক কংগ্রেস নেতা পদত্যাগ করেছেন রাহুল গান্ধীর সম্মান রক্ষায়।
লোকসভায় মাত্র ৫২টি আসন পেয়ে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। এমনকি নিজের পুরনো কেন্দ্র আমেঠিতে হার হয়েছে রাহুলের। ফলাফল ঘোষণা হওয়ার পরই পদ ছাড়ার কথা ঘোষণা করেছিলেন রাহুল। তবে নতুন সভাপতি খুঁজে না পাওয়া অবধি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন রাহুলই।
লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পরই দলের সভাপতি পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন রাহুল গান্ধী। এই ঘটনার পর থেকেই দলের ভেতর নতুন করে চাড়া দিয়ে ওঠে নবীন-প্রবীণ দ্বন্দ্ব।
মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি দীপক বাবারিয়া এই প্রসঙ্গে বলেছেন, “দলের নেতৃত্বে সামনের সারিতে যারা রয়েছেন, প্রত্যেকের হারের দায় স্বীকার করে ইস্তফা দেওয়া উচিত”। এরপরই পদত্যাগের হিড়িক পড়ে যায়।
১১ অগস্ট গরুপাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। আরো পড়ুন
গরুপাচার মামলায় সিবিআইয়ের দশম তলব এড়ালেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আরো পড়ুন
সোমবার কলকাতা গেলেও সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে যাননি অনুব্রত (কেষ্ট) মণ্ডল। আরো পড়ুন
টাকা তাঁর নয়। মঙ্গলবার এমনই দাবি করলেন অর্পিতা মুখোপাধ্যায়। আরো পড়ুন
রাজ্য মন্ত্রিসভায় রদবদল। একথা নিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। আরো পড়ুন