একদিকে উল্টোডাঙা সেতু নিয়ে জিইয়ে রয়েছে সমস্যা। তার মধ্যেই কালীঘাট সেতু নিয়ে চিন্তা বাড়ল বিশেষজ্ঞদের। তাই শনিবার রাত ১০টা থেকে বন্ধ রাখা হচ্ছে কালীঘাট সেতু। রবিবার রাত পর্যন্ত বন্ধ রাখা হবে। সোমবার সকালে এই সেতু খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, রক্ষণাবেক্ষণের জন্য সেতু বন্ধ রাখা হচ্ছে। করা হবে লোড টেস্ট। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার ও রবিবার বাস, মিনি বাস, এবং লরি সহ অন্য যানবাহনকে অন্য রোড দিয়ে চলাচল করানো হবে। আলিপুর রোড ও জর্জ কোর্ট রোড দিয়ে ঘোরানো হবে সব যানবাহন। হাজরা ক্রসিং থেকে উত্তরের দিকে গাড়ি চলবে। সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা এই সময় খুব দরকারি। এই কালীঘাট সেতুও ব্যস্ততম একটি সেতু। দুর্ঘটনা এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কয়েকদিন আগেই মরণফাঁদ তৈরি হয় উল্টোডাঙা উড়ালপুলে৷ উভয়দিকে বন্ধ করে দেওয়া হয় যানচলাচল৷ কি ধরনের মরণফাঁদ, তারই পরিদর্শনে তৈরি ৬ সদস্যের বিশেষজ্ঞ কমিটি। বৃহস্পতিবার ওই কমিটি পরিদর্শন করেন৷
সেতু বিশেষজ্ঞ বা চিফ কনসালট্যান্ট অমিতাভ ঘোষালের নেতৃত্বে ওই কমিটিতে রয়েছেন কেএমডিএ-র ২ জন ইঞ্জিনিয়ার৷ ওই ইঞ্জিনিয়াররা হলেন আশিস সেন ও ভাস্কর সেনগুপ্ত। এছাড়া বাকি ৩ জন বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সেতু বিশেষজ্ঞ। এরা হলেন কনসালট্যান্ট সমীরণ সেন, খড়গপুর আইআইটি-র ডেপুটি ডিরেক্টর শ্রীমান ভট্টাচার্য, স্থপতি বিশেষজ্ঞ সুব্রত চক্রবর্তী৷
বিশেষজ্ঞ কমিটি উড়ালপুল পরিদর্শন করে একটি রিপোর্ট দেবেন৷ সেই রিপোর্টের উপর ভিত টেল টেলস পদ্ধতিতে হয় উড়ালপুল পরীক্ষা। বুধবার সন্ধ্যায় উড়ালপুলের পায়ার ক্যাপে ফাঁটল ধরা পড়ে৷ এরপরই তড়িঘড়ি পুলিশ উড়ালপুলের ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়৷ তারপর থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়৷ চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা৷
দেশে কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৫০০ ছাড়াল। আরো পড়ুন
পার্থ চট্টোপাধ্যায়, কুণাল ঘোষের পর পূর্বতন বাম সরকারকে একহাত নিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আরো পড়ুন
নিজেকে নির্দোষ দাবি করে জামিন চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আরো পড়ুন
পুরীতে গিয়ে বাঙালির হোটেল না পাওয়ার ভোগান্তি কমাতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
মরিয়া চেষ্টাই সার, শেষপর্যন্ত তিহাড় জেলেই যেতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) । আরো পড়ুন
ইডি সূত্রে আগেই জানা গিয়েছিল, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে। আরো পড়ুন
ভারতের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা চার মাস পরে আবার সাতশো পার করল। আরো পড়ুন
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হুগলির দুই তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে পার্টি থেকে বহিষ্কার করল তৃণমূল। আরো পড়ুন
অগ্নিবীর নিয়োগের পদ্ধতিতে এল বদল। এবার থেকে আগে অনলাইন পরীক্ষা, পরে রিক্রুটমেন্ট ব়্যালি, মেডিক্যাল টেস্ট। আরো পড়ুন