বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারতের হারের পর সোশ্যাল মিডিয়ায় ঋষভ পন্তের সমালোচনা করলেন প্রাক্তন ব্রিটিশ তারকা কেভিন পিটারসেন৷ ঋষভের শট বাছাইকে যন্ত্রণাদায়ক বলে মন্তব্য করেন কেপি৷
সেমিফাইনালে নিউজিল্যান্ডের ঝুলিয়ে দেওয়া ২৪০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারত ২২১ রানে অলআউট হয়ে যায়৷ ১৮ রানে ম্যাচ জিতে ফাইনালের টিকিট কোহলিদের কাছ থেকে ছিনিয়ে নেয় কিউয়িরা৷ ঋষভ পন্ত যখন চার নম্বরে ব্যাট করতে নামেন তখন ভারত ৫ রানে ২ উইকেট হারিয়ে বসেছে৷ পন্ত ক্রিজে আসার পরেই ভারত দলগত ৫ রানের মাথাতেই আরও একটি উইকেট খুইয়ে বসে৷
এই অবস্থায় দীনেশ কার্তিককে সঙ্গে নিয়ে ঋষভ প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বটে, তবে পাওয়ার প্লে’র শেষ বলে আউট হয়ে বসেন কার্তিকও৷ ভারত ২৪ রানে ৪ উইকেট হারিয়ে তখই কোণঠাসা হয়ে যায়৷ পান্ডিয়ার সঙ্গে জুটিতে পঞ্চম উইকেটে ৪৭ রান যোগ করার পর মিচেল স্যান্টনারকে সুইপ করতে গিয়ে বাউন্ডারিতে কলিন ডি গ্র্যান্ডহোমের হাতে ধরা পড়েন তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান৷
৪টি বাউন্ডারির সাহায্যে ৫৬ বলে ব্যক্তিগত ৩২ রানে ঋষভ যখন আউট হন, তখন ভারতের দলগত রান ৫ উইকেট ৭১৷ পান্ডিয়ার সঙ্গে সেই সময় ঋষভের পার্টনারশিপ আরও একটু লম্বা হলে ম্যাচের ছবি অন্যরকম হতেই পারত৷
পিটারসেন ক্ষুব্ধ সেই পরিস্থিতিতে ঋষভ পন্তের শট বাইাছ নিয়ে৷ তাঁর মতে, সেই সময়ে ওই রকম দায়িত্বজ্ঞানহীনের মতো শট খেলা উচিত হয়নি পন্তের৷ কেপি মনে করে, ঋষভ বার বার এমন ভুল শট বাছাই করে৷ ঠিক এই কারণেই তাঁকে হয়ত প্রাথমিকভাবে বিশ্বকাপ দলে রাখা হয়নি৷
টুইটারে পিটারসেন লেখেন, ‘আর কতবার ঋষভকে এমনটা করতে দেখব আমরা? ঠিক এই কারণেই ও শুরুতে বিশ্বকাপ দলে ছিল না৷ যন্ত্রণাদায়ক!’
কেপিকে এমন টুইটের জবাব দেন অন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া যুবরাজ সিং৷ তিনি রিটুইটে লেখেন, ‘ও মাত্র ৮টি ওয়ান ডে খেলেছে৷ ওর দোষ নয়৷ ভুল থেকে শিক্ষা নিয়েই নিজেকে পরিণত করবে৷ আর যাই হোক, এটা যন্ত্রণাদায়ক নয়৷ যাইহোক, আমাদের প্রত্যেকের মতামত দেওয়ার অধিকার রয়েছে৷’
পিটারসেন যুবরাজের টুইটের প্রত্যুত্তরে লেখেন, ‘হতাশা থেকেই এমন সমালোচনা করেছি৷ কারণ, ও কত ভালো ক্রিকেটার বল বন্ধু৷ ও কতবার এমনটা করেছে৷ আশা করি ও দ্রুত শিখবে৷’ পিটারসেনের এই টুইটটির সঙ্গে সহমত পোষণ করেন যুবি৷ তিনি লেখেন, ‘আমিও সেটা মনে করি৷’
শ্রীলঙ্কার পরে নিউজিল্যান্ডকেও চুনকাম করে এক দিনের সিরিজ জিতেছে ভারত। আরো পড়ুন
ইনদওরের ম্যাচে ভারতের প্রথম একাদশে নেই মহম্মদ শামি। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক হয়েও বিতর্কে জড়িয়ে গিয়েছে এমিলিয়ানো মার্তিনেসের নাম। আরো পড়ুন
বিশ্বকাপ (Qatar World Cup 2022) জিতেছেন। স্বপ্নপূরণ করেছেন। আরো পড়ুন
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব মিটে গিয়েছে। আরো পড়ুন
শুক্রবার বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে নামছে ব্রাজিল। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের দশম দিনে শুরু হল গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলা। আরো পড়ুন
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নেতৃত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। আরো পড়ুন
এক দিনের সিরিজের প্রথম ম্যাচে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে ৭ উইকেটে হারলেন শিখর ধাওয়ানরা। আরো পড়ুন