প্রভু চৈতন্যের নগরী মায়াপুর। আর সেই নগরীকে ঘিরে বিশেষ শহর তৈরির পরিকল্পনা মমতা সরকারের। মূলত তীর্থ নগর হিসাবে তৈরি হবে এই টাউন। আর এজন্যে ইতিমধ্যে ৭০০ একর জমি দিয়েছে রাজ্য সরকার। আর সেখানেই গড়ে উঠবে বিশাল এই মায়া-নগরী। বিশাল এই শহরে সমস্ত আধুনিক ব্যবস্থা থাকবে। মায়াপুরে ঘুরতে আসা পুন্যার্থীদের জন্যেও থাকবে বিশেষ ব্যবস্থা। থাকবে রাতে থাকার ব্যবস্থা। এছাড়াও খাওয়াদাওয়ার এলাহি ব্যবস্থ। কলকাতার ইসকনে যোগ দিয়ে এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ রথযাত্রা উপলক্ষ্যে ইসকনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও প্রত্যেক বছরই রথের দিন কলকাতায় ইসকোনের রথযাত্রায় অংশ নেন মমতা। করেন জগন্নাথ দেবের আরতি। এরপর রথের রশিতে টান দিয়ে রথযাত্রার শুভ সূচনা করেন। তৃণমূল নেত্রীর সঙ্গে ইসকনে রথযাত্রায় অংশ নেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান ও তাঁর স্বামী নিখিল জৈন। মুখ্যমন্ত্রীর সঙ্গেই তাঁকে আরতি করতে, রথের রশিতে টান দিতে দেখা যায়। আর সেখানে সাধারণ মানুষের জন্যে ইসকনে এই শহর তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী বলেন, “ধর্ম মানে সর্বজনীন। সেই ধর্মের জয় হোক। সম্প্রীতির জয় হোক।” অন্যদিকে, প্রথমবার মাহেশের রথে গিয়েই বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাহেশে পর্যটন কেন্দ্র তৈরির কথা উল্লেখ করেন তিনি। এই প্রথমবার মাহেশের রথযাত্রায় অংশ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মাহেশের রথযাত্রায় অংশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে মাহেশকে। মাহেশের নাটমন্দির, গেস্ট হাউস, চত্বরের সংস্কার হয়েছে। সেগুলির দিকেও বিশেষ নজর দেওয়া হবে বলে জানান তিনি। মাহেশে লোকজনদের আসার ব্যবস্থা আরও উন্নতি করতে হবে।
নিজাম প্যালেসের সিবিআই দফতরে পৌঁছছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
মাধ্যমিকের ফলপ্রকাশ। পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। আরো পড়ুন
অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিলের পর ববিতা সরকারের চাকরিও বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেব না। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে মারধর করে খুনের ঘটনায় উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের জেলার ময়নার বাকচা। আরো পড়ুন
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ সংক্রান্ত মামলা সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আরো পড়ুন
জেলে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায়ের আঙুল ফোলা ছিল। আরো পড়ুন
বিজেপিতে ফিরতে দিল্লিতে গিয়ে হত্যে দিয়ে পড়ে আছেন মুকুল রায়। আরো পড়ুন