সব্যসাচী দত্তের আচরণে বারংবার অস্বস্তিতে পড়েছে তৃণমূল৷ জল্পনা বিধাননগরের মেয়রের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে৷ রবিবার দুপুর থেকে শাসক দলের সদর দফতরে সব্যসাচীর ভাগ্য নির্ধারণে বসেছে বৈঠক৷ হাজির বিধাননগর পুরনিগমের সব কাউন্সিলররা৷ এই বৈঠক চলাকালীনই তাঁর ঘনিষ্ট প্রতিপক্ষ শিবিরের নেতাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়৷ স্পষ্ট জানালেন, ‘‘বিগত লোকসভা ভোটে সব্যসাচীর ভূমিকা বিজেপির পক্ষে ভালো ছিল৷’’
গেরুয়া শিবিরের নেতার মুখে বিধাননগরের মেয়রের প্রশংসা৷ যা তাঁর গেরুয়া শিবিরের যোগ দেওয়ার বিষয়টিকে আরও জোড়াল করছে৷ তবে এখানেই থেমে থাকেননি রাজ্য বিজেপির চাণক্য৷ তৃণমূলের বেশ কয়েকজন কাউন্সিলর এদিনের বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় জানিয়েছেন, ‘মেয়র কাজ করেননি৷ তাই তাঁকে সরাতে অনুরোধ করবো৷’ এর জবাবে মুকুল রায়ের সংযোজন, ‘‘বিধাননগরের মানুষ বলছেন, পুর পরিষেবার দিক থেকে সব্যসাচী ভালো কাজ করছেন৷ ভোটেই তার প্রমাণ পাওয়া গিয়েছে৷’’
বিজেপি নেতার ব্যাখ্যা, ‘‘বিগত লোকসভা ভোটে বিধাননগরে তৃণমূল প্রার্থী পিছিয়ে গিয়েছেন। কারণ, মানুষ মনে করেছেন, বিধায়ক এলাকার মানুষের পরিষেবা সঠিক ভাবে পৌঁছে দিতে কাজ করেননি। কিন্তু বিধাননগর পুরসভার মানুষ মনে করেন, মেয়র হিসাবে সব্যসাচী ভালো করছেন৷’’ বিশ্লেষকদের দাবি, বিগত লোকসভায় তৃণমূল প্রচারে সব্যসাচী দত্তকে কাজে লাগায়নি৷ ফলে লাভ হয়েছে বিজেপির৷ মুকুল সেই বিষয়টিকেই স্পষ্ট করেছেন৷
‘লুচি আলুর দমে’ কাণ্ডের পর থেকেই সব্যসাচী সমন্ধে বেশ নরম মুকুল রায়৷ যুযুধান দুই শিবিরের এই দুই নেতার ঘনিষ্টতা নিয়ে নানা জল্পনা রাজনীতির ময়দানে৷ কিন্তু, প্রকাশ্যে হঠাৎ শাসক দলের নেতার প্রশংসা কেন মুকুলের মুখে?
রাজনৈতিক বিশ্লেষকদের ব্যাখ্যায়, সব্যসাচী দত্ত শাসক দলের পোড় খাওয়া নেতা৷ তৃণমূলের হাইকম্যান্ড তাঁর অবস্থান নিয়ে সন্দিহান৷ অন্যদিকে, বিধাননগরে লোকসভায় তৃণমূল হারলেও মেয়রের ওয়ার্ডে হাসিল করেছেন জোড়াফুল প্রার্থী৷ রাজারহাট নিউটাউনের বিধায়কও সব্যসাচী দত্ত৷ ওই বিধানসভাতেও জয় পেয়েছে তৃণমূল৷ তাই এহেন নেতাকে দলে টানতে পারলে লাভ গেরুয়া শিবিরের৷ তাই সব্যসাচী দত্তের সমন্ধে প্রশংসা করে তৃণমূল নেতৃত্বের মনে সন্দেহ বাড়াতেই এই মন্তব্য মুকুল রায়ের৷
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন
শুক্র, শনি, রবি, সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আরো পড়ুন
রাস্তায় স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে সোজা পুলিশের কাছে গিয়ে ধরা দিলেন স্বামী। আরো পড়ুন
যে সংস্থার নজরদারিতে ধর্ষিতার পরিবারের হাতে আর্থিক সাহায্য পৌঁছনোর কথা, তারাই শুনানি পিছোনোর আবেদন করছে বারবার। আরো পড়ুন
রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে গিয়ে বৃহস্পতিবার থেকেই লালন শেখের রহস্য-মৃত্যুর তদন্ত শুরু করেছে সিআইডি। আরো পড়ুন
ট্যাংরায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। আরো পড়ুন