নারদকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ফের নোটিশ সিবিআইয়ের৷ এবার পঞ্চায়েত এবং পরিবহণ দফতরে এই নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে৷ নারদকাণ্ডে ম্যাথু স্যামুয়েল মদন মিত্রের সঙ্গে দেখা করার সময় সেখানে ওই দফতরের কোন কোন আধিকারিকরা উপস্থিত ছিলেন, তাঁরা ওই সাক্ষাত পর্বে কী কী শুনেছেন এবং দেখেছেন, মূলত তাই তাঁদের থেকে জানতে চাওয়া হবে বলে মনে করা হচ্ছে৷
আগামী সপ্তাহেই ওই আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হবে৷ নারদকাণ্ডে তাদের কাছে কোনও তথ্য রয়েছে কিনা তা সিবিআই জানতে চাইবে বলেই জানা যাচ্ছে৷
এর আগে, নারদা মামলায় চিঠি পাঠানো হয় কলকাতার পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে। পুরসভা সংক্রান্ত একাধিক তথ্য জানতে চাওয়া হয়েছে তাঁর থেকে। সিবিআইয়ের তরফ থেকে ওই চিঠি দেওয়া হয়।
যেহেতু কলকাতার পুরসভার প্রাক্তন ময়র শোভন চট্টোপাধ্যায়কে নারদার স্টিং অপারেশনে টাকা নিতে দেখা গিয়ছিল, তাই ওই সময়ে অর্থাৎ, ২০১৪-২০১৯ পর্যন্ত পুরসভার ভিআইপি করিডরে কারা দায়িত্বে থাকতেন, তা জানতে চাওয়া হয় বলে জানা যায়। একইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, ৪ জনকে অবিলম্বে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে।
যেদিন ম্যাথু স্যামুয়েলকে ডাকা হয়েছিল, সেদিন পুরসভার ভিআইপি করিডরে যারা ছিলেন, তাঁদের বয়ান নেওয়ার জন্যই তলব করে সিবিআই। জানা যায়, পুরসভার করিডরে কোনও সিসিটিভি নেই। তাই এই তিনজনের বয়ানেই ভরসা করতে হবে সিবিআইকে।
অন্যদিকে, এই স্টিং অপারেশনে টাকা নিতে দেখা গিয়েছিল ফিরহাদ হাকিমকেও। তাঁকে ইডি তলবও করেছিল আগে।
১১ অগস্ট গরুপাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। আরো পড়ুন
গরুপাচার মামলায় সিবিআইয়ের দশম তলব এড়ালেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আরো পড়ুন
সোমবার কলকাতা গেলেও সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে যাননি অনুব্রত (কেষ্ট) মণ্ডল। আরো পড়ুন
টাকা তাঁর নয়। মঙ্গলবার এমনই দাবি করলেন অর্পিতা মুখোপাধ্যায়। আরো পড়ুন
রাজ্য মন্ত্রিসভায় রদবদল। একথা নিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। আরো পড়ুন