কেরিয়ারের ৫ নম্বর উইম্বলডন খেতাব জেতার পর নিজের পরবর্তী লক্ষ্য সম্পর্কে খোলামেলা মন্তব্য করলেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ৷ সার্বিয়ান তারকা স্পষ্ট জানান যে, টেনিসের দু’টি সর্বকালীন রেকর্ড নিজের নামে করতে চান তিনি৷ কাকতলীয়ভাবে দু’টি ক্ষেত্রেই তিনি ভাঙতে চান কিংবদন্তি রজার ফেডেরারের নজির৷
প্রথমত, সব থেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জেতার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চান তিনি৷ দ্বিতীয়ত, নোভাকের নজর রয়েছে সব থেকে বেশি দিন বিশ্বব়্যাংকিংয়ের শীর্ষে থাকার নজিরের দিকেও৷ দু’টি রেকর্ডই এই মুহূর্তে রজারের পকেটে রয়েছে৷
রজার ফেডেরার তাঁর দীর্ঘ কেরিয়ারে এখনও পর্যন্ত ২০টি গ্র্যান্ড স্লাম ট্রফি জিতেছেন৷ সব থেকে বেশি গ্র্যান্ড স্লাম ট্রপি রয়েছে সুইস তারকার দখলেই৷ ফেডেক্স ৬ বার অস্ট্রেলিয়ান ওপেন, ১ বার ফরাসি ওপেন, ৮ বার উইম্বলডন ও ৫ বার যুক্তরাষ্ট্র ওপেন জিতেছেন৷ এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন রাফায়েল নাদাল৷ তাঁব ক্যাবিনেটে মেজর ট্রফির সংখ্যা ১৮টি৷ স্প্যানিশ তারকা ১ বার অস্ট্রেলিয়ান ওপেন, ১২ বার ফরাসি ওপেন, ২ বার উইম্বলডন ও ৩ বার ইউএস ওপেন জিতেছেন৷
উইম্বলডন জেতার পর জকোভিচের গ্র্যান্ড স্ল্যাম ট্রফির সংখ্যা দাঁড়াল ১৬টি৷ তিনি ৭ বার অস্ট্রেলিয়ান ওপেন, ১ বার ফরাসি ওপেন, ৫ বার উইম্বলডন ও ৩ বার যুক্তরাষ্ট্র ওপেন জিতেছেন৷ সুতরাং, নাদালকে ছুঁতে আরও ২টি এবং ফেডেরারকে ছুঁতে আরও ৪টি গ্র্যান্ড স্লাম ট্রফি জিততে হবে জকোভিচকে৷
অন্যদিকে ফেডেরার সব থেকে বেশি মোট ৩১০ সপ্তাহ এটিপি ব়্যাংকিংয়ের এক নম্বরে ছিলেন৷ জকোভিচ সেখানে ২৬১ সপ্তাহ বিশ্বব়্যাংকিংয়ের শীর্ষে রয়েছেন৷ জোকার এই তালিকার পঞ্চম স্থানে রয়েছেন৷ মাঝের তিনটি জায়গা দখল করে রেখেছেন পিট সাম্প্রাস (২৮৬), ইভান লেন্ডল (২৭০) ও জিমি কনর্স (২৬৮)৷
নোভাক মনে করেন, টেনিসের এই দু’টি সর্বকালীন রেকর্ড তিনি ভেঙে দিতে পারেন৷ তিনি বলেন, ‘এই দু’টি বিষয় অবশ্যই আমার নজরে রয়েছে৷ ইতিহাসে কোছ থাকে সবার৷ কেরিয়ারের এই পর্যায়ে নিঃসন্দেহে গ্র্যান্ড স্লাম ট্রফিই আমার কাছে অগ্রাধিকার পায়৷ আর এক নম্বর ব়্যাংকিংয়ের বিষয়টাও খুব একটা দূরে নেই৷ আমার বিশ্বাস এই দু’টি রেকর্ডই আমি ভেঙে দিতে পারি৷ তবে টেনিসে কোনও কিছুই নিশ্চিত নয়৷ দু’টি রেকর্ড গড়তে হলে বহু প্রতিবন্ধকতা টপকাতে হবে আমাকে৷’
শ্রীলঙ্কার পরে নিউজিল্যান্ডকেও চুনকাম করে এক দিনের সিরিজ জিতেছে ভারত। আরো পড়ুন
ইনদওরের ম্যাচে ভারতের প্রথম একাদশে নেই মহম্মদ শামি। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক হয়েও বিতর্কে জড়িয়ে গিয়েছে এমিলিয়ানো মার্তিনেসের নাম। আরো পড়ুন
বিশ্বকাপ (Qatar World Cup 2022) জিতেছেন। স্বপ্নপূরণ করেছেন। আরো পড়ুন
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব মিটে গিয়েছে। আরো পড়ুন
শুক্রবার বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে নামছে ব্রাজিল। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের দশম দিনে শুরু হল গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলা। আরো পড়ুন
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নেতৃত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। আরো পড়ুন
এক দিনের সিরিজের প্রথম ম্যাচে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে ৭ উইকেটে হারলেন শিখর ধাওয়ানরা। আরো পড়ুন