গত কয়েকদিন ধরেই শিরোনামে নুসরত জাহান। নিখিল জৈনকে বিয়ে করার পর এক মাথা সিঁদুর নিয়ে সংসদে যান তিনি। হাতে চূড়া, গলায় মঙ্গলসূত্র। আর তা দেখেই রে রে করে ওঠেন মৌলবাদীরা। মুসলিম হয়ে সিঁদুর পরার ‘অপরাধে’ ফতোয়াও জারি হয় নুসরতের বিরুদ্ধে।
এবার রথযাত্রাতেও সিঁদুর পরেই হাজির হলেন নুসরত জাহান। ইস্কনের আমন্ত্রণ রাখতে বৃহস্পতিবার তাঁদের আয়োজিত রথযাত্রায় সামিল হন বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। অভিনেত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্বামী নিখিল জৈন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
মুখ্যমন্ত্রীর পাশেই ছিলেন বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে সেখানে যান সোহম। নুসরতের পরণে ছিল ট্র্যাডিশনাল শাড়ি, গলায় মঙ্গলসূত্র, মাথায় সিঁদুর, হাতে চূড়া ও মেহেন্দি।
এদিন সাংসদ তথা নুসরত জাহান অভিনেত্রী বলেন, ”ইস্কনের তরফে আমায় এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। সেজন্য আমি ভীষণ খুশি। এটা আমার সৌভাগ্য। পশ্চিমবঙ্গে আমরা সব সময় জাতি ভেদাভেদ নির্বিশেষে সমস্ত উৎসব পালন করি। বাংলা সম্প্রীতির প্রতীক।” সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, ‘আমি মুসলিম হয়ে জন্মেছি। তবে সব ধর্মকেই সম্মান করি।’ এদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও সকলকে রথযাত্রার শুভেচ্ছা জানান সাংসদ অভিনেত্রী।
অ্যালবার্ট রোডের ইসকন মন্দিরের বিপরীতে অবস্থিত হাঙ্গারফোর্ড স্ট্রিট৷ এদিন সেখান থেকেই রথযাত্রা শুরু হয়৷ এরপর এজেসি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, চৌরঙ্গি রোড, এক্সাইড মোড়, জওহরলাল নেহরু রোড, আউট্রাম রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঢোকে।
৫ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত সেখানে রথটি থাকবে। তারপর ১২ জুলাই, শুক্রবার উল্টোরথের দিন এই রথ আউট্রাম রোড, জওহরলাল নেহরু রোড-ডোরিনা ক্রসিং হয়ে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড, মৌলালি, সিআইটি রোড, সুরাবর্দি অ্যাভিনিউ, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, শেক্সপিয়র সরণী হয়ে হাঙ্গারফোর্ড স্ট্রিট-অ্যালবার্ট রোডের ইসকন মন্দিরে ফিরবে।
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন
শুক্র, শনি, রবি, সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আরো পড়ুন
রাস্তায় স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে সোজা পুলিশের কাছে গিয়ে ধরা দিলেন স্বামী। আরো পড়ুন
যে সংস্থার নজরদারিতে ধর্ষিতার পরিবারের হাতে আর্থিক সাহায্য পৌঁছনোর কথা, তারাই শুনানি পিছোনোর আবেদন করছে বারবার। আরো পড়ুন
রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে গিয়ে বৃহস্পতিবার থেকেই লালন শেখের রহস্য-মৃত্যুর তদন্ত শুরু করেছে সিআইডি। আরো পড়ুন
ট্যাংরায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। আরো পড়ুন