রথে বৃষ্টি হয়। সকাল হতেই সম্পূর্ণ উলটো চিত্র। মেঘের আনাগোনা কম, উল্টে ঝকঝকে রোদের দেখা মিলছে। ‘morning shows the day’।হাওয়া অফিস জানিয়েছে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা খুবই কম। কারন ওডিশা নয় তার থেকেও দূরে সরে যাচ্ছে নিম্নচাপ। ফলে যত দূরে সরছে বৃষ্টির পরিমাণ স্বাভাবিক নিয়মেই কমছে দক্ষিণবঙ্গে। তাই রথের দিন বৃষ্টির সম্ভাবনা খুব কম।নিম্নচাপ ক্রমশ সরে এখন ছত্তিশগঢ়ের উপর অবস্থান করছে। তার জেরে ওডিশা এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সম্ভবনা। ফলে থেকে বৃষ্টি আরও কমবে দক্ষিণবঙ্গে। মৌসুমি বায়ুর প্রভাব থাকায় দক্ষিণবঙ্গে মিলতে পারে মাঝারিও নয় , শুধুই হালকা বৃষ্টি। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।উত্তরবঙ্গেও আপাতত বর্ষণের সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের তরফে জানিয়েছে, গত কয়েকদিন বৃষ্টি দিয়েছিল নিম্নচাপ তা পশ্চিমে সরে গিয়েছে। এখন মধ্যপ্রদেশ এর উপরে রয়েছে নিম্নচাপ। ঘূর্ণাবর্তও একই স্থানে রয়েছে। নিম্নচাপ সরে যাওয়ার ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে। এই বৃষ্টির পরমাণ আরও কমবে আগামী ৪৮ঘন্টায়।আবহবিদরা আরও জানাচ্ছেন নিম্নচাপের প্রভাব থাকবে শুধুমাত্র বঙ্গোপসাগরের উপরে। সমুদ্র উত্তাল থাকার জন্যে মৎস্যজীবীদের আগামী ২৪ ঘন্টায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপ সরে যাওয়ার ফলে কলকাতাসহ দক্ষিণ বঙ্গে আগামীকাল থেকে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।নতুন কোনও সিস্টেম তৈরির সম্ভাবনা এখনিই নেই। তাই দু এক দিন বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদদের নজর পরবর্তী ৭২ ঘন্টায় সাগরের দিকে। সেখানে কোনও সিস্টেম তৈরি হয়ে শক্তি সঞ্চয় করলেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তবে সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এদিকে কলকাতাতেও রথের দিন বৃষ্টির সম্ভাবনা কম। কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি হতে পারে। আর্দ্রতাজনিত গরম থাকবে তা সকালের আবহাওয়াতেই স্পষ্ট।এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভবিকের থেকে এক ডিগ্রি বেশী। সর্বনিম্ন ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশী। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৭ শতাংশ , সর্বনিম্ন ৭১ শতাংশ। বৃষ্টি হয়েছে ০.১ মিলিমিটার।
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন
শুক্র, শনি, রবি, সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আরো পড়ুন
রাস্তায় স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে সোজা পুলিশের কাছে গিয়ে ধরা দিলেন স্বামী। আরো পড়ুন
যে সংস্থার নজরদারিতে ধর্ষিতার পরিবারের হাতে আর্থিক সাহায্য পৌঁছনোর কথা, তারাই শুনানি পিছোনোর আবেদন করছে বারবার। আরো পড়ুন
রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে গিয়ে বৃহস্পতিবার থেকেই লালন শেখের রহস্য-মৃত্যুর তদন্ত শুরু করেছে সিআইডি। আরো পড়ুন
ট্যাংরায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। আরো পড়ুন