শুধু বাইশগজের লড়াইয়েই নয়, চলতি বিশ্বকাপে মাঠের বাইরেও নিজের মহানুভবতার জন্য নজর কেড়ে নিলেন রোহিত শর্মা৷ টুর্নামেন্টে ইতিমধ্যেই চারটি সেঞ্চুরি করে সর্বোচ্চ রান সংগ্রহাকারীদের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় ওপেনার৷ শেষ ম্যাচে তাঁর দুরন্ত শতরানে ভর করেই বাংলাদেশকে পরাজিত করে সেমিফাইনালের টিকিট পকেটে পুরেছে টিম ইন্ডিয়া৷ স্বীকৃতি স্বরূপ ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও জুটেছে হিট ম্যানের৷ যদিও ম্যাচের শেষে রোহিতের বিশেষ একটি আচরণ সমর্থদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে৷
বাংলাদেশের বিরুদ্ধে ৯২ বলে ১০৪ রান করার পথে পাঁচটি ছক্কা মারেন রোহিত৷ তাঁর ব্যাট থেকে বেরনো এমনই একটি ছক্কায় বল গ্যালারিতে আছড়ে পড়লে বলের আঘাতে আহত হন এক তরুণী৷ টিম ইন্ডিয়ার জার্সি পরিহিতা সেই ভারতীয় সমর্থকের নাম মীনা বলে জানা গিয়েছে৷ গ্যালারিতে তাঁর সামনের ভিড়ে থাকা দর্শকরা রোহিতের ছক্কার বল লুফে নিতে ব্যর্থ হলে বল গিয়ে লাগে মীনার মুখে৷
ম্যাচের শেষে রোহিত নিজের উদ্যোগে খোঁজ নেন আহত অনুরাগীর৷ তিনি তাঁকে নিজের সই করা একটি হলুদ রংয়ের টুপিও উপহার দেন৷ স্বাভাবিকভাবেই রোহিতের কাছ থেকে এমন অপ্রত্যাশিত উপহার পেয়ে যারপরনাই আপ্লুত মীনা৷ ঘটনাটির কথা বিসিসিআই-এর তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয় সমর্থকদের৷ নিজেদের অফিসিয়াল টুইটার পেজে রোহিতের মীনাকে টুপি উপহার দেওয়ার ছবি পোস্ট করে লেখা হয়, ‘রোহিতের একটি ছক্কায় আহত হন ইনি৷ ভারতীয় ওপেনার তাঁর খোঁজ নেওয়ার কথা ভোলেননি এবং তাঁকে একটি সই করা টুপিও উপহার দেন৷
শুধু আহত মীনার খোঁজ নেওয়াই নয়, রোহিত তাঁর অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ম্যাচের শেষে দেখা করেন অতিশীপর সমর্থক চারুলতা দেবীর সঙ্গেও৷ এজবাস্টনের গ্যালারিতে বিরাটদের উৎসাহ দিতে বাঁশি হাতে হাজির ছিলেন বছর সাতাশির চারুলতা প্যাটেল৷ ভারতীয় ব্যাটিংয়ের সময় ক্যামেরার লেন্সে হঠাৎই ফেমাস হয়ে ওঠেন তিনি৷ ম্যাচের পর এই বয়ষ্ক মহিলা ফ্যানের সঙ্গে ছবি তুললেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ও ভাইস-ক্যাপ্টেন৷ টিম ইন্ডিয়ার দুই তারকা ক্রিকেটারকে আদর করেন তিনি৷
সেই ছবি নিজের অফিসিয়ালস টুইটারে আপলোড করে বিরাট লেখেন, ‘সমস্ত ফ্যানেদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ৷ বিশেষ করে চারুলতা প্যাটেলজিকে৷ ৮৭ বছর বয়সেও এতো প্যাশন ও ক্রিকেটঅন্ত প্রাণ এই মহিলা ফ্যানকে আমি প্রথমবার দেখলাম৷ এ থেকে প্রমাণিত বয়স কেবলমাত্র একটা সংখ্যা৷ প্যাশন কোনও কিছুর বাঁধ মানে না৷’
শ্রীলঙ্কার পরে নিউজিল্যান্ডকেও চুনকাম করে এক দিনের সিরিজ জিতেছে ভারত। আরো পড়ুন
ইনদওরের ম্যাচে ভারতের প্রথম একাদশে নেই মহম্মদ শামি। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক হয়েও বিতর্কে জড়িয়ে গিয়েছে এমিলিয়ানো মার্তিনেসের নাম। আরো পড়ুন
বিশ্বকাপ (Qatar World Cup 2022) জিতেছেন। স্বপ্নপূরণ করেছেন। আরো পড়ুন
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব মিটে গিয়েছে। আরো পড়ুন
শুক্রবার বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে নামছে ব্রাজিল। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের দশম দিনে শুরু হল গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলা। আরো পড়ুন
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নেতৃত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। আরো পড়ুন
এক দিনের সিরিজের প্রথম ম্যাচে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে ৭ উইকেটে হারলেন শিখর ধাওয়ানরা। আরো পড়ুন